১০ নভেম্বর ২০২৫, সোমবার, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মাঠেই মৃত্যু ফুটবলার দেবজ্যোতির

সুস্মিতা
  • আপডেট : ২০ মার্চ ২০২২, রবিবার
  • / 47

পুবের কলম ওয়েবডেস্ক: মাত্র ২৫ বছর বয়সেই চলে গেলেন রেলওয়ে এফসিতে খেলা ফুটবলার দেবজ্যোতি ঘোষ। কৃষ্ণনগরে একটি ফুটবল ম্যাচ চলাকালীন হার্ট এ্যাটাকে মৃত্য হয় দেবজ্যোতির। স্থানীয় একটি ফুটবল ম্যাচে খেলছিলেন তিনি। হঠাৎ একটি বল এসে লাগে তার বুকে। মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এরপর তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার ডাক্তাররা অন্য একটি হাসপাতালে তাকে রেফার করেন। কৃষ্ণনগরের সেই হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন। ডাক্তাররা জানান, হার্ট অ্যাটাকেই তার মৃত্যু হয়েছে। গত বার ময়দানের রেলওয়ে এফসি ক্লাবের হয়ে খেলেছিলেন তিনি। শুধু তাই নয় তার প্রতিভার কথা বিবেচনা করে ইস্টবেঙ্গল ক্লাব তাকে লীগের জন্য নেওয়ার কথা চিন্তা করেছিল। কিন্তু সে সব অতীত হয়ে গেল। বাড়ির একমাত্র সন্তান ছিলেন দেবজ্যোতি। তার পারিবারিক সচ্ছলতাও খুব একটা ছিল না। ফুটবল খেলে যে টাকা উপার্জন করতেন সেই টাকাতেই তার পরিবারের খরচ চলত। ময়দানে শান্তশিষ্ট ভদ্র স্বভাবের মিডফিল্ডার হিসেবে পরিচিত ছিলেন নদীয়ার এই ফুটবলারটি। দেবজ্যোতির মৃত্যুতে ময়দানে নেমে এসেছে শোকের ছায়া।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মাঠেই মৃত্যু ফুটবলার দেবজ্যোতির

আপডেট : ২০ মার্চ ২০২২, রবিবার

পুবের কলম ওয়েবডেস্ক: মাত্র ২৫ বছর বয়সেই চলে গেলেন রেলওয়ে এফসিতে খেলা ফুটবলার দেবজ্যোতি ঘোষ। কৃষ্ণনগরে একটি ফুটবল ম্যাচ চলাকালীন হার্ট এ্যাটাকে মৃত্য হয় দেবজ্যোতির। স্থানীয় একটি ফুটবল ম্যাচে খেলছিলেন তিনি। হঠাৎ একটি বল এসে লাগে তার বুকে। মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এরপর তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার ডাক্তাররা অন্য একটি হাসপাতালে তাকে রেফার করেন। কৃষ্ণনগরের সেই হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন। ডাক্তাররা জানান, হার্ট অ্যাটাকেই তার মৃত্যু হয়েছে। গত বার ময়দানের রেলওয়ে এফসি ক্লাবের হয়ে খেলেছিলেন তিনি। শুধু তাই নয় তার প্রতিভার কথা বিবেচনা করে ইস্টবেঙ্গল ক্লাব তাকে লীগের জন্য নেওয়ার কথা চিন্তা করেছিল। কিন্তু সে সব অতীত হয়ে গেল। বাড়ির একমাত্র সন্তান ছিলেন দেবজ্যোতি। তার পারিবারিক সচ্ছলতাও খুব একটা ছিল না। ফুটবল খেলে যে টাকা উপার্জন করতেন সেই টাকাতেই তার পরিবারের খরচ চলত। ময়দানে শান্তশিষ্ট ভদ্র স্বভাবের মিডফিল্ডার হিসেবে পরিচিত ছিলেন নদীয়ার এই ফুটবলারটি। দেবজ্যোতির মৃত্যুতে ময়দানে নেমে এসেছে শোকের ছায়া।