১৩ অক্টোবর ২০২৫, সোমবার, ২৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ইউক্রেনে ফের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি রাশিয়ার

মাসুদ আলি
  • আপডেট : ২০ মার্চ ২০২২, রবিবার
  • / 102

পুবের কলম ওয়েবডেস্ক : ইউক্রেনে আবারও নতুন ধরনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালালো রাশিয়া। এতে দেশটির দক্ষিণাঞ্চলের একটি তেল সংরক্ষণাগার ধ্বংস হয়েছে। রাশিয়ার কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। রবিবার এ তথ্য জানিয়েছে আল-জাজিরা ।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, মাইকোলাইভ অঞ্চলের কোস্ত্যন্তিনিভকার বসতির কাছে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। হামলায় ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জ্বালানি ও লুব্রিকেন্টের জন্য একটি বড় স্টোরেজ সাইট ধ্বংস হয়েছে। এর আগে  রাশিয়া দাবি করেছিল, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে পশ্চিম ইউক্রেনের ভূ-গর্ভস্ত একটি অস্ত্রভাণ্ডার ধ্বংস করা হয়েছে। রাশিয়ার এমন দাবির বিষয়ে অবশ্য তাৎক্ষণিকভাবে ইউক্রেনের পক্ষ থেকে কোনও মন্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন: Earthquake: রাশিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

জানা গেছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কিনঝাল হাইপারসনিক ক্ষেপণাস্ত্রকে একটি যথাযথ বা প্রকৃত অস্ত্র হিসেবে অভিহিতি করেছেন, যা যেকোনো দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে এড়িয়ে শব্দের চেয়ে পাঁচগুণ বেশিতে ছুটতে পারে। শব্দের চেয়ে অন্তত পাঁচগুণ বেশি দ্রুত গতিসম্পন্ন যে কোনও প্রযুক্তিকে হাইপারসনিক বলা হয়ে থাকে।

আরও পড়ুন: Ukraine War: শান্তি না হলে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্পের

প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন আক্রমণ করে রুশ বাহিনী। গত ২০ দিনে তাদের হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইউক্রেনের বিভিন্ন শহর। প্রাণ হারিয়েছেন কয়েকশ বেসামরিক নাগরিক। জাতিসংঘ জানিয়েছে, রুশ আক্রমণের মুখে এরই মধ্যে ৩০ লাখের বেশি মানুষ ইউক্রেন ছেড়ে পালিয়েছেন।

আরও পড়ুন: Trump-Putin Alaska Summit: যুদ্ধ বন্ধে রাজি না হলে পুতিনের কঠিন পরিণতি হবে: ট্রাম্প

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইউক্রেনে ফের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি রাশিয়ার

আপডেট : ২০ মার্চ ২০২২, রবিবার

পুবের কলম ওয়েবডেস্ক : ইউক্রেনে আবারও নতুন ধরনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালালো রাশিয়া। এতে দেশটির দক্ষিণাঞ্চলের একটি তেল সংরক্ষণাগার ধ্বংস হয়েছে। রাশিয়ার কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। রবিবার এ তথ্য জানিয়েছে আল-জাজিরা ।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, মাইকোলাইভ অঞ্চলের কোস্ত্যন্তিনিভকার বসতির কাছে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। হামলায় ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জ্বালানি ও লুব্রিকেন্টের জন্য একটি বড় স্টোরেজ সাইট ধ্বংস হয়েছে। এর আগে  রাশিয়া দাবি করেছিল, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে পশ্চিম ইউক্রেনের ভূ-গর্ভস্ত একটি অস্ত্রভাণ্ডার ধ্বংস করা হয়েছে। রাশিয়ার এমন দাবির বিষয়ে অবশ্য তাৎক্ষণিকভাবে ইউক্রেনের পক্ষ থেকে কোনও মন্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন: Earthquake: রাশিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

জানা গেছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কিনঝাল হাইপারসনিক ক্ষেপণাস্ত্রকে একটি যথাযথ বা প্রকৃত অস্ত্র হিসেবে অভিহিতি করেছেন, যা যেকোনো দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে এড়িয়ে শব্দের চেয়ে পাঁচগুণ বেশিতে ছুটতে পারে। শব্দের চেয়ে অন্তত পাঁচগুণ বেশি দ্রুত গতিসম্পন্ন যে কোনও প্রযুক্তিকে হাইপারসনিক বলা হয়ে থাকে।

আরও পড়ুন: Ukraine War: শান্তি না হলে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্পের

প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন আক্রমণ করে রুশ বাহিনী। গত ২০ দিনে তাদের হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইউক্রেনের বিভিন্ন শহর। প্রাণ হারিয়েছেন কয়েকশ বেসামরিক নাগরিক। জাতিসংঘ জানিয়েছে, রুশ আক্রমণের মুখে এরই মধ্যে ৩০ লাখের বেশি মানুষ ইউক্রেন ছেড়ে পালিয়েছেন।

আরও পড়ুন: Trump-Putin Alaska Summit: যুদ্ধ বন্ধে রাজি না হলে পুতিনের কঠিন পরিণতি হবে: ট্রাম্প