২০ অক্টোবর ২০২৫, সোমবার, ২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

চট্টায় বেঙ্গল হাজি ফোরামের হজ প্রশিক্ষণ

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৩০ মার্চ ২০২২, বুধবার
  • / 51

পুবের কলম প্রতিবেদক: দারুল হুদা কানজুল উলুম চট্টা মাদ্রাসার ব্যবস্থাপনায় এবং বেঙ্গল হাজি ফোরামের পরিচালনায় বুধবার একটি হজ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন রাজ্য হজ কমিটির আধিকারিক আইয়ুব আলী মোল্লা।

হজ প্রশিক্ষকের দায়িত্বে ছিলেন ডিস্ট্রিক্ট ট্রেনার হাজি রমজান আলী মোল্লা ও মুহাম্মদ নুর ইসলাম মোল্লা, হাজী খালেক মণ্ডল, জিল্লুর রহমান মোল্লা এবং হাজী সেখ নুর আহমদ। হজ প্রশিক্ষণ শিবিরে পুরুষ ও মহিলা ২৭০ জন হজ প্রশিক্ষণ নেন।

আরও পড়ুন: হজযাত্রীদের স্বাগত জানাতে উপস্থিত মেয়র ফিরহাদ হাকিম এবং ‘পুবের কলম’-এর সম্পাদক আহমদ হাসান ইমরান

মাদ্রাসা কর্তৃপক্ষ হাজিদের সমস্ত প্রকার খেদমত এবং মাদ্রাসার পক্ষ থেকে হাজিদের একটি হজ পুস্তক প্রদান করা হয়। আগত প্রত্যেককে একটি করে জায়নামায উপহার দেওয়া হয়।   হাজি রমযান মোল্লা বলেন, প্রতিবছর এই হজ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। গত দু’বছর করোনার জন্য সেভাবে হজ প্রশিক্ষণের ব্যবস্থা করা সম্ভব হয়নি। এবার স্বাভাবিক হওয়ায় আবার প্রশিক্ষণের কাজ শুরু হয়েছে। এতে সাড়া মিলছে ভালো। হজ যাত্রীরা আসছেন। হজের যাবতীয় নিয়ম কানুন প্রজেক্টরের মাধ্যমে দেওয়া হচ্ছে। আগতরা বেশ খুশি। বেঙ্গল হাজি ফোরামের সদস্যরা নানাভাবে সহযোগিতা করছেন।

আরও পড়ুন: ২৮ জুন হাজীদের নিয়ে প্রথম বিমান নামবে কলকাতায়

আরও পড়ুন: বাংলাদেশের চট্টগ্রামে ট্রেনের সঙ্গে বাসের ধাক্কা, ১১ জনের প্রাণহানি, ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

চট্টায় বেঙ্গল হাজি ফোরামের হজ প্রশিক্ষণ

আপডেট : ৩০ মার্চ ২০২২, বুধবার

পুবের কলম প্রতিবেদক: দারুল হুদা কানজুল উলুম চট্টা মাদ্রাসার ব্যবস্থাপনায় এবং বেঙ্গল হাজি ফোরামের পরিচালনায় বুধবার একটি হজ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন রাজ্য হজ কমিটির আধিকারিক আইয়ুব আলী মোল্লা।

হজ প্রশিক্ষকের দায়িত্বে ছিলেন ডিস্ট্রিক্ট ট্রেনার হাজি রমজান আলী মোল্লা ও মুহাম্মদ নুর ইসলাম মোল্লা, হাজী খালেক মণ্ডল, জিল্লুর রহমান মোল্লা এবং হাজী সেখ নুর আহমদ। হজ প্রশিক্ষণ শিবিরে পুরুষ ও মহিলা ২৭০ জন হজ প্রশিক্ষণ নেন।

আরও পড়ুন: হজযাত্রীদের স্বাগত জানাতে উপস্থিত মেয়র ফিরহাদ হাকিম এবং ‘পুবের কলম’-এর সম্পাদক আহমদ হাসান ইমরান

মাদ্রাসা কর্তৃপক্ষ হাজিদের সমস্ত প্রকার খেদমত এবং মাদ্রাসার পক্ষ থেকে হাজিদের একটি হজ পুস্তক প্রদান করা হয়। আগত প্রত্যেককে একটি করে জায়নামায উপহার দেওয়া হয়।   হাজি রমযান মোল্লা বলেন, প্রতিবছর এই হজ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। গত দু’বছর করোনার জন্য সেভাবে হজ প্রশিক্ষণের ব্যবস্থা করা সম্ভব হয়নি। এবার স্বাভাবিক হওয়ায় আবার প্রশিক্ষণের কাজ শুরু হয়েছে। এতে সাড়া মিলছে ভালো। হজ যাত্রীরা আসছেন। হজের যাবতীয় নিয়ম কানুন প্রজেক্টরের মাধ্যমে দেওয়া হচ্ছে। আগতরা বেশ খুশি। বেঙ্গল হাজি ফোরামের সদস্যরা নানাভাবে সহযোগিতা করছেন।

আরও পড়ুন: ২৮ জুন হাজীদের নিয়ে প্রথম বিমান নামবে কলকাতায়

আরও পড়ুন: বাংলাদেশের চট্টগ্রামে ট্রেনের সঙ্গে বাসের ধাক্কা, ১১ জনের প্রাণহানি, ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন