০৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

উদয়নের নামে গরু ও কয়লা পাচারের ভুয়ো খবর দিনাহাটা থানায় অভিযোগ দায়ের

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ৫ এপ্রিল ২০২২, মঙ্গলবার
  • / 11

পারভেজ হোসেন– দিনহাটা­ গরু পাচার ও কয়লা কান্ডে তৃণমূল কংগ্রেসের দুই হেভিওয়েট নেতার নাম জড়িয়ে ইউটিউভ চ্যানেলে ভুয়ো খবর ছাড়ানোর অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হলেন দিনহাটার বিধায়ক উদয়ন গুহ। ভুয়ো খবরের জন্য অভিযুক্ত ইউটিউভ চ্যানেল ছাড়াও সামাজিক মাধ্যমে ওই ভুয়ো খবরটি শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অভিযোগ তুলে দিনহাটা পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলারের বিরুদ্ধেও দিনহাটা থানায় অভিযোগ দায়ের করেছেন উদয়ন গুহ।

মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলন করে উদয়ন গুহ জানান যে– সোমবার তাঁর এবং শিলিগুড়ির মেয়র গৌতম দেবের বিরুদ্ধে গরু পাচার এবং কয়লা কেলেঙ্কারির অভিযোগ তুলে ইডি নোটিশ জারি করতে চলেছে এমন একটি ভুয়ো খবর সোশ্যাল মিডিয়ায় ইউটিউবে ভাইরাল হয়। নাম-গোত্রহীন একটি চ্যানেলে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ভুয়ো খবর প্রকাশ করা হয়। এই ভুয়ো খবরের মাধ্যমে একদিকে যেমন তাঁর পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে ঠিক তেমনই তাঁর সহকর্মী-সহযোদ্ধারা ব্যতিব্যস্ত হয়ে উঠেছে। তিনি বলেন– সাংবাদিকদের মাধ্যমে তিনি বিষয়টি প্রথম জানতে পারেন। খোঁজ খবর নিয়ে দেখা যায়– সোশ্যাল মিডিয়া ইউটিউবের যে সাইট থেকে খবরটি সম্প্রচার করা হয়েছে সেখানে কোনও সুনির্দিষ্ট চ্যানেলের নাম বা সাংবাদিকদের ছবি নেই। সুতরাং বিষয়টি সম্পূর্ণ ভুয়ো বলে মেনে নেওয়াই যুক্তিযুক্ত।

আরও পড়ুন: সিতাইয়ে বিএসএফের গুলি চালনার ঘটনার তীব্র নিন্দা উদয়নের

এ প্রসঙ্গে নাম না করে দিনহাটা পৌরসভার প্রাক্তন এক কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ তোলেন উদয়ন গুহ। তিনি সাইবারক্রাইম বিভাগের আইন উল্লেখ করে বলেন– যিনি মিথ্যে নিউজ পরিবেশন করেন এবং যে বা যারা সেই নিউজ ছড়িয়ে দেন– তারা উভয়ই সমান অপরাধী। তাই অভিযুক্ত ইউটিউব চ্যানেলের পাশাপাশি ওই ভুয়ো খবরটি ছড়ানোর অভিযোগে স্থানীয় আরও অন্যান্য ব্যক্তির নামে দিনহাটা থানায় অভিযোগ করা হয়েছে।

এদিন সাংবাদিক বৈঠকে গরু পাচার ও কয়লা কেলেঙ্কারি নিয়ে পরিবেশিত এই খবর সম্পর্কে তাঁর অবস্থান বোঝাতে গিয়ে উদয়ন গুহ জানান যে– কলেজে পড়ার সময় শেষবার গরুর গায়ে হাত দিয়েছিলেন। সেটাও সত্তর দশকের ঘটনা। আর তার কিছুটা পরে শেষবারের জন্য বাড়িতে রান্নার জন্য কয়লা নিয়ে গিয়েছিলেন। তারপরে আর ওই দুটির সঙ্গে তাঁর কোনও সম্পর্ক ছিল না।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

উদয়নের নামে গরু ও কয়লা পাচারের ভুয়ো খবর দিনাহাটা থানায় অভিযোগ দায়ের

আপডেট : ৫ এপ্রিল ২০২২, মঙ্গলবার

পারভেজ হোসেন– দিনহাটা­ গরু পাচার ও কয়লা কান্ডে তৃণমূল কংগ্রেসের দুই হেভিওয়েট নেতার নাম জড়িয়ে ইউটিউভ চ্যানেলে ভুয়ো খবর ছাড়ানোর অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হলেন দিনহাটার বিধায়ক উদয়ন গুহ। ভুয়ো খবরের জন্য অভিযুক্ত ইউটিউভ চ্যানেল ছাড়াও সামাজিক মাধ্যমে ওই ভুয়ো খবরটি শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অভিযোগ তুলে দিনহাটা পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলারের বিরুদ্ধেও দিনহাটা থানায় অভিযোগ দায়ের করেছেন উদয়ন গুহ।

মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলন করে উদয়ন গুহ জানান যে– সোমবার তাঁর এবং শিলিগুড়ির মেয়র গৌতম দেবের বিরুদ্ধে গরু পাচার এবং কয়লা কেলেঙ্কারির অভিযোগ তুলে ইডি নোটিশ জারি করতে চলেছে এমন একটি ভুয়ো খবর সোশ্যাল মিডিয়ায় ইউটিউবে ভাইরাল হয়। নাম-গোত্রহীন একটি চ্যানেলে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ভুয়ো খবর প্রকাশ করা হয়। এই ভুয়ো খবরের মাধ্যমে একদিকে যেমন তাঁর পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে ঠিক তেমনই তাঁর সহকর্মী-সহযোদ্ধারা ব্যতিব্যস্ত হয়ে উঠেছে। তিনি বলেন– সাংবাদিকদের মাধ্যমে তিনি বিষয়টি প্রথম জানতে পারেন। খোঁজ খবর নিয়ে দেখা যায়– সোশ্যাল মিডিয়া ইউটিউবের যে সাইট থেকে খবরটি সম্প্রচার করা হয়েছে সেখানে কোনও সুনির্দিষ্ট চ্যানেলের নাম বা সাংবাদিকদের ছবি নেই। সুতরাং বিষয়টি সম্পূর্ণ ভুয়ো বলে মেনে নেওয়াই যুক্তিযুক্ত।

আরও পড়ুন: সিতাইয়ে বিএসএফের গুলি চালনার ঘটনার তীব্র নিন্দা উদয়নের

এ প্রসঙ্গে নাম না করে দিনহাটা পৌরসভার প্রাক্তন এক কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ তোলেন উদয়ন গুহ। তিনি সাইবারক্রাইম বিভাগের আইন উল্লেখ করে বলেন– যিনি মিথ্যে নিউজ পরিবেশন করেন এবং যে বা যারা সেই নিউজ ছড়িয়ে দেন– তারা উভয়ই সমান অপরাধী। তাই অভিযুক্ত ইউটিউব চ্যানেলের পাশাপাশি ওই ভুয়ো খবরটি ছড়ানোর অভিযোগে স্থানীয় আরও অন্যান্য ব্যক্তির নামে দিনহাটা থানায় অভিযোগ করা হয়েছে।

এদিন সাংবাদিক বৈঠকে গরু পাচার ও কয়লা কেলেঙ্কারি নিয়ে পরিবেশিত এই খবর সম্পর্কে তাঁর অবস্থান বোঝাতে গিয়ে উদয়ন গুহ জানান যে– কলেজে পড়ার সময় শেষবার গরুর গায়ে হাত দিয়েছিলেন। সেটাও সত্তর দশকের ঘটনা। আর তার কিছুটা পরে শেষবারের জন্য বাড়িতে রান্নার জন্য কয়লা নিয়ে গিয়েছিলেন। তারপরে আর ওই দুটির সঙ্গে তাঁর কোনও সম্পর্ক ছিল না।