১০ নভেম্বর ২০২৫, সোমবার, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

রোযা রেখেও হ্যাটট্রিক করিম বেঞ্জেমার

সুস্মিতা
  • আপডেট : ৭ এপ্রিল ২০২২, বৃহস্পতিবার
  • / 19

পুবের কলম ওয়েবডেস্ক : বুধবার রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে চেলসিকে ৩-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। দলের হয়ে তিনটে গোলই করেন করিম বেঞ্জেমা। তাও কি না, ইফতারের মাত্র ১৩ মিনিটের মাথায় মাঠে নামার পর।

সারাদিন রোযা রেখে ইফতারের কিছুক্ষন পরেই মাঠে নেমে এই হ্যাটট্রিক করেন রিয়ালের বেঞ্জেমা।রমযানের শুরু থেকেই নিয়মিতভাবে রোযা রাখছেন বিশ্বের অন্যতম সেরা এই স্ট্রাইকার। এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, ‘রোযায় আমার ফিটনেসের ওপরে কোনও প্রভাব পড়ে না। রমযান আমর জীবনের একটা অংশ, এবং আমি রোযা রাখতে বাধ্য। এটা আমার জন্য গুরু্ত্বপূণ। রোযা রাখলে আমার বরঞ্চ ভালো লাগে।’ এর আগে পিএসজি’র বিপক্ষে শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচেও হ্যাটট্রিক করেছেন তিনি।যা চলতি আসরে তার গোলসংখ্যাকে নিয়ে গিয়েছে ১১’য়।
চেলসির বিপক্ষে হ্যাটট্রিক করে ফরাসি ফুটবলার হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের একটি আসরে সবচেয়ে বেশি গোলের রেকড গড়েছেন বেঞ্জেমা। তিনি ভাঙলেন ১৯৫৮-৫৯ মরশুমে জাস্ট ফন্টেইনের ১০ গোলের রেকড। সেই সংখ্যাকে আরও বাড়িয়ে নেওয়ার সুযোগ থাকছে বেঞ্জেমার সামনে।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রোযা রেখেও হ্যাটট্রিক করিম বেঞ্জেমার

আপডেট : ৭ এপ্রিল ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েবডেস্ক : বুধবার রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে চেলসিকে ৩-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। দলের হয়ে তিনটে গোলই করেন করিম বেঞ্জেমা। তাও কি না, ইফতারের মাত্র ১৩ মিনিটের মাথায় মাঠে নামার পর।

সারাদিন রোযা রেখে ইফতারের কিছুক্ষন পরেই মাঠে নেমে এই হ্যাটট্রিক করেন রিয়ালের বেঞ্জেমা।রমযানের শুরু থেকেই নিয়মিতভাবে রোযা রাখছেন বিশ্বের অন্যতম সেরা এই স্ট্রাইকার। এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, ‘রোযায় আমার ফিটনেসের ওপরে কোনও প্রভাব পড়ে না। রমযান আমর জীবনের একটা অংশ, এবং আমি রোযা রাখতে বাধ্য। এটা আমার জন্য গুরু্ত্বপূণ। রোযা রাখলে আমার বরঞ্চ ভালো লাগে।’ এর আগে পিএসজি’র বিপক্ষে শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচেও হ্যাটট্রিক করেছেন তিনি।যা চলতি আসরে তার গোলসংখ্যাকে নিয়ে গিয়েছে ১১’য়।
চেলসির বিপক্ষে হ্যাটট্রিক করে ফরাসি ফুটবলার হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের একটি আসরে সবচেয়ে বেশি গোলের রেকড গড়েছেন বেঞ্জেমা। তিনি ভাঙলেন ১৯৫৮-৫৯ মরশুমে জাস্ট ফন্টেইনের ১০ গোলের রেকড। সেই সংখ্যাকে আরও বাড়িয়ে নেওয়ার সুযোগ থাকছে বেঞ্জেমার সামনে।