ইউক্রেনের রেলওয়ে স্টেশনে রাশিয়ার হামলা, নিহত ৩০

- আপডেট : ৮ এপ্রিল ২০২২, শুক্রবার
- / 14
পুবের কলম প্রতিবেদক : শুক্রবার পূর্ব ইউক্রেনের একটি রেলস্টেশনে রাশিয়া হামলা চালায়। এই হামলায় ৩০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। আহত হয়েছেন ১০০ জনেরও বেশি সাধারণ মানুষ। ইউক্রেনের রাষ্ট্রীয় রেলওয়ে কোম্পানি এমনটাই জানিয়েছে।
ইউক্রেনীয় রেলওয়ের মতে, ডোনেটস্ক অঞ্চলের শহর ক্রামতোর্স্কের একটি স্টেশনে দুটি রকেট হামলা চলে। নিরাপদ এলাকায় নিজেদের সরিয়ে নেওয়ার জন্য সেখানে অনেক লোক অপেক্ষা করছিল।
টেলিগ্রামে ছবিগুলি শেয়ার করা ইউক্রেনের কর্তৃপক্ষ। ছবিতে দেখা যাচ্ছে মাটিতে পরে রয়েছে রক্তাক্ত মৃতদেহ। রক্ত ছিটিয়ে রয়েছে এখানে সেখানে। চারদিকে ছড়িয়ে পড়ে রয়েছে স্যুটকেস এবং অন্যান্য লাগেজ । ডোনেটস্ক-এর গভর্নর পাভেল কিরিলেঙ্কো বলেছেন, রুশ বাহিনী একটি ইস্কান্দার ক্ষেপণাস্ত্র দিয়ে রেলস্টেশনে আঘাত করেছে।
২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয়। এর পর থেকে ইউক্রেনে কমপক্ষে ১,৬১১ বেসামরিক নাগরিক নিহত এবং ২,২২৭ জন আহত হয়েছে। রাষ্ট্রসংঘের অনুমান প্রকৃত সংখ্যা অনেক বেশি হতে পারে। রাষ্ট্রসংঘের শরণার্থী সংস্থা অনুসারে, ৪০ লক্ষেরও বেশি ইউক্রেনীয় অন্যান্য দেশে পালিয়ে গিয়েছে।শক্তিধর দেশগুলো বিশ্বজুড়ে এমন নানা কাণ্ড করেছে।দিনের পর দিন ফিলিস্তিনে হামলা চালাচ্ছে ইসরাইল। এই হামলায় ইসরাইলের পিছনে রয়েছে স্থায়ী মার্কিন মদদ। আজও সেই অত্যাচার বন্ধ হয়নি। উন্নতর গণতন্ত্র কিংবা গণতন্ত্র প্রতিষ্ঠার নাম করে বিশ্বজুড়ে মার্কিন যুক্তরাষ্ট্র যে কাণ্ড করেছে তার জবাব রয়েছে মিশর, লিবিয়া, সিরিয়া, আফগানিস্তান কিংবা লেবাননের মাটিতে। অসংখ্য নিরীহ মানুষের হত্যার পর মার্কিন যুক্তরাষ্ট্র ও তার তাঁবেদার দেশগুলি ওই দেশগুলিকে পুতুল সরকার বসিয়েছে। তারা কেবল পশ্চিমাদের স্বার্থ সিদ্ধি করে।এইভাবে দিনের পর তৃতীয়ত বিশ্বের এই মজলুম দেশগুলি থেকে ড্রেইন হয়ে যাচ্ছে সম্পদ। প্রতিদিন সেখানে বাড়ছে বেকারত্ব। বাড়ছে বুভুক্ষ মানুষের সংখ্যা।