২৮ জুলাই ২০২৫, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বে ধনকুবের তালিকায় ৬ নম্বরে আদানি, তিনি কি ১নম্বরে যেতে পারেন?

ইমামা খাতুন
  • আপডেট : ১৫ এপ্রিল ২০২২, শুক্রবার
  • / 38

পুবের কলম ওয়েবডেস্ক: আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি বিশ্বের ষষ্ঠ ধনী ব্যক্তি হয়েছেন। সময়টা বেশ ভালো যাচ্ছে গৌতম আদানির। শেষ এক বছরে বিপুল পরিমাণ সম্পদ বৃদ্ধি পেয়েছে এই শিল্পপতির।ব্লুমবার্গের নির্দিষ্ট তালিকা অনুযায়ী এই শিল্পপতি অতি ধনী, অর্থাৎ একশো বিলিয়নের ক্লাবে প্রবেশ করেছেন। এবার ফোবর্সের প্রকাশিত তালিকা দেখে তাঁর মুখের হাসি আরও চওড়া হতে বাধ্য। ফোবর্সের প্রকাশিত তালিকা অনুযায়ী, গৌতম আদানির সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১১৩.৫ বিলিয়ন মার্কিন ডলার। ভারতের শ্রেষ্ঠ শিল্পপতিদের নিরিখে তো বটেই, আদানির সম্পদের বিচারে পিছু হটছেন, বিশ্বের তাবড় শিল্পপতিরা। ফোবর্সের অতি ধনীদের তালিকা অনুযায়ী আদানি এই মুহূর্তে বিশ্বের ছয় নম্বর ধনীতম ব্যক্তি।

 

আরও পড়ুন: ১২ কোটির বেশি লোক হিংসার শিকার হয়ে ঘরছাড়া এ বিশ্বে

কিন্তু এই বিরাট সম্পদ বৃদ্ধির রহস্যটা আদপে কী? শেয়ার বাজার একটা বড় উৎস। আম্বানির সম্পদ বৃদ্ধির পিছনে রয়েছে, আদানি গ্রুপের দুটি স্টকের লাগামছাড়া রিটার্ন। একটি আদানি পাওয়ার এবং অপরটি আদানি উইলমার।আদানি পাওয়ারের স্টক সাম্প্রতিককালে শেষ এক মাসে প্রায় ১২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা বিপুল। আদানি উইলমার গোষ্ঠীর স্টকের রিটার্ন প্রায় ৮৭ শতাংশ। এই দুই স্টকের রিটার্ন মিলিয়ে সম্পত্তি বিপুল বেড়েছে গৌতম আদানির।

আরও পড়ুন: মার্কিন নিষেধাজ্ঞা ভাঙার দায়ে আদানি সংস্থা ফের তদন্তের জালে

 

আরও পড়ুন: আদানির সংস্থার ৫০০০ কোটির ডিবেঞ্চার কিনল এলআইসি

বিগত দু’টি বছর আদানি বনাম আম্বানির মধ্যে কার্যত প্রতিযোগিতা চলেছে। সেই প্রতিযোগিতায় কখনও এগিয়েছেন আম্বানি তো কখনও আদানি। সাম্প্রতিককালেও, সম্পত্তি বৃদ্ধির প্রশ্নে আম্বানিকে পিছনে ফেলে দিয়েছিলেন আদানি। আবার সেই ঘাটতি পূরণও করেন আদানি। শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী অবশ্য খানিকটা হলেও এগিয়ে রয়েছেন আদানি। ১০০ বিলিয়ন মার্কিন ডলারের ক্লাবে পৌঁছে গিয়েছিলেন এই কথা আগেই জানা ছিল। এবার ফোবর্সের তালিকা অনুযায়ী জানা যাচ্ছে, আদানির সম্পত্তির পরিমাণ প্রায় ১১৩.১৫ বিলিয়ন। আদানি সম্পদের বিচারে বিশ্বের ধনীতমদের তালিকায় আপাতত ছয় নম্বরে।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিশ্বে ধনকুবের তালিকায় ৬ নম্বরে আদানি, তিনি কি ১নম্বরে যেতে পারেন?

আপডেট : ১৫ এপ্রিল ২০২২, শুক্রবার

পুবের কলম ওয়েবডেস্ক: আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি বিশ্বের ষষ্ঠ ধনী ব্যক্তি হয়েছেন। সময়টা বেশ ভালো যাচ্ছে গৌতম আদানির। শেষ এক বছরে বিপুল পরিমাণ সম্পদ বৃদ্ধি পেয়েছে এই শিল্পপতির।ব্লুমবার্গের নির্দিষ্ট তালিকা অনুযায়ী এই শিল্পপতি অতি ধনী, অর্থাৎ একশো বিলিয়নের ক্লাবে প্রবেশ করেছেন। এবার ফোবর্সের প্রকাশিত তালিকা দেখে তাঁর মুখের হাসি আরও চওড়া হতে বাধ্য। ফোবর্সের প্রকাশিত তালিকা অনুযায়ী, গৌতম আদানির সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১১৩.৫ বিলিয়ন মার্কিন ডলার। ভারতের শ্রেষ্ঠ শিল্পপতিদের নিরিখে তো বটেই, আদানির সম্পদের বিচারে পিছু হটছেন, বিশ্বের তাবড় শিল্পপতিরা। ফোবর্সের অতি ধনীদের তালিকা অনুযায়ী আদানি এই মুহূর্তে বিশ্বের ছয় নম্বর ধনীতম ব্যক্তি।

 

আরও পড়ুন: ১২ কোটির বেশি লোক হিংসার শিকার হয়ে ঘরছাড়া এ বিশ্বে

কিন্তু এই বিরাট সম্পদ বৃদ্ধির রহস্যটা আদপে কী? শেয়ার বাজার একটা বড় উৎস। আম্বানির সম্পদ বৃদ্ধির পিছনে রয়েছে, আদানি গ্রুপের দুটি স্টকের লাগামছাড়া রিটার্ন। একটি আদানি পাওয়ার এবং অপরটি আদানি উইলমার।আদানি পাওয়ারের স্টক সাম্প্রতিককালে শেষ এক মাসে প্রায় ১২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা বিপুল। আদানি উইলমার গোষ্ঠীর স্টকের রিটার্ন প্রায় ৮৭ শতাংশ। এই দুই স্টকের রিটার্ন মিলিয়ে সম্পত্তি বিপুল বেড়েছে গৌতম আদানির।

আরও পড়ুন: মার্কিন নিষেধাজ্ঞা ভাঙার দায়ে আদানি সংস্থা ফের তদন্তের জালে

 

আরও পড়ুন: আদানির সংস্থার ৫০০০ কোটির ডিবেঞ্চার কিনল এলআইসি

বিগত দু’টি বছর আদানি বনাম আম্বানির মধ্যে কার্যত প্রতিযোগিতা চলেছে। সেই প্রতিযোগিতায় কখনও এগিয়েছেন আম্বানি তো কখনও আদানি। সাম্প্রতিককালেও, সম্পত্তি বৃদ্ধির প্রশ্নে আম্বানিকে পিছনে ফেলে দিয়েছিলেন আদানি। আবার সেই ঘাটতি পূরণও করেন আদানি। শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী অবশ্য খানিকটা হলেও এগিয়ে রয়েছেন আদানি। ১০০ বিলিয়ন মার্কিন ডলারের ক্লাবে পৌঁছে গিয়েছিলেন এই কথা আগেই জানা ছিল। এবার ফোবর্সের তালিকা অনুযায়ী জানা যাচ্ছে, আদানির সম্পত্তির পরিমাণ প্রায় ১১৩.১৫ বিলিয়ন। আদানি সম্পদের বিচারে বিশ্বের ধনীতমদের তালিকায় আপাতত ছয় নম্বরে।