০৬ অক্টোবর ২০২৫, সোমবার, ১৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ইউক্রেনে নতুন করে ক্ষেপনাস্ত্র হানা, লিভে জারি এয়ার অ্যালার্ট

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৮ এপ্রিল ২০২২, সোমবার
  • / 63

পুবের কলম, ওয়েবডেস্ক:  ইউক্রেনে নতুন করে ক্ষেপনাস্ত্র হানা। এই ঘটনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনায় ২০৫ জন শিশুর মৃত্যু হয়েছে। আহত ৩০০ শিশু।

গত ২৪ ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনের বিরুদ্ধে সামরিক যুদ্ধে ঘোষণা করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার পর থেকেই লাগাতার চলছে যুদ্ধ। এই নিয়ে ৫৩ দিনে পড়ল যুদ্ধ। মারিয়াপোল শহরে লাগাতার রুশ হামলা। লিভে এয়ার অ্যালার্ট জারি করা হয়েছে।

আরও পড়ুন: Khyber Pakhtunkhwa: চিনা জেট থেকে বোমা হামলা,পাকিস্তানে ৩০ নিহত

সোমবার ইউক্রেনের লভিভ শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ৬ জন নিহত হয়েছেন। লভিভের মেয়রের মন্তব্য উল্লেখ করে সোমবার আল জাজিরা এ খবর জানিয়েছে। লভিভ শহরের মেয়র আন্দ্রি সাদোভিই বলেন– রুশ হামলায় আরও ১২ জন আহত হয়েছেন। এর আগে ইউক্রেন সরকারের পক্ষ থেকে এ সংখ্যা আরও কম বলে উল্লেখ করা হয়েছিল।
মেয়র বলেন– ইউক্রেনের পূর্বাঞ্চলে যুদ্ধ করে পালিয়ে আসা ইউক্রেনীয়রা যে ভবনটিতে আশ্রয় নিয়েছিলেন– রুশ হামলায় ক্ষতিগ্রস্ত ভবনগুলোর মধ্যে সেটিও রয়েছে। দুই সন্তান নিয়ে ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলের খারকিভ শহর থেকে পালিয়ে আসা লুদমিলা তুরচাক নামের ৪৭ বছরের এক ব্যক্তি বলেন– ‘যুদ্ধের দুঃস্বপ্ন আমাদেরকে লভিভেও তাড়া করছে।’ তিনি বলেন– ‘ইউক্রেনের এমন কোথাও আর নেই যেখানে আমরা নিরাপদ বোধ করতে পারি।’

আরও পড়ুন: Ukraine War: শান্তি না হলে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্পের

গত ২৪ ফেব্র&য়ারি ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরু করে রাশিয়া। দেশটির রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে গোলা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ বাহিনী। যুদ্ধে দুই পক্ষেরই ব্যাপক প্রাণহানির খবর পাওয়া যাচ্ছে। রাষ্টÉসংঘ বলছে– যুদ্ধের কারণে ইতিমধ্যে ইউক্রেন ছেড়ে অন্য দেশে আশ্রয় নিয়েছেন ৪০ লাখেরও বেশি মানুষ।

আরও পড়ুন: Trump-Putin Alaska Summit: যুদ্ধ বন্ধে রাজি না হলে পুতিনের কঠিন পরিণতি হবে: ট্রাম্প

রাশিয়ার সীমান্তবর্তী ইউক্রেনের শহরগুলো ঘিরে রেখেছে রুশ সামরিক বাহিনী। হামলা চলছে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভেও। রাশিয়ার গোলা ও ক্ষেপণাস্ত্র হামলায় খারকিভ শহরেও ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির খবর পাওয়া যাচ্ছে।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইউক্রেনে নতুন করে ক্ষেপনাস্ত্র হানা, লিভে জারি এয়ার অ্যালার্ট

আপডেট : ১৮ এপ্রিল ২০২২, সোমবার

পুবের কলম, ওয়েবডেস্ক:  ইউক্রেনে নতুন করে ক্ষেপনাস্ত্র হানা। এই ঘটনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনায় ২০৫ জন শিশুর মৃত্যু হয়েছে। আহত ৩০০ শিশু।

গত ২৪ ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনের বিরুদ্ধে সামরিক যুদ্ধে ঘোষণা করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার পর থেকেই লাগাতার চলছে যুদ্ধ। এই নিয়ে ৫৩ দিনে পড়ল যুদ্ধ। মারিয়াপোল শহরে লাগাতার রুশ হামলা। লিভে এয়ার অ্যালার্ট জারি করা হয়েছে।

আরও পড়ুন: Khyber Pakhtunkhwa: চিনা জেট থেকে বোমা হামলা,পাকিস্তানে ৩০ নিহত

সোমবার ইউক্রেনের লভিভ শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ৬ জন নিহত হয়েছেন। লভিভের মেয়রের মন্তব্য উল্লেখ করে সোমবার আল জাজিরা এ খবর জানিয়েছে। লভিভ শহরের মেয়র আন্দ্রি সাদোভিই বলেন– রুশ হামলায় আরও ১২ জন আহত হয়েছেন। এর আগে ইউক্রেন সরকারের পক্ষ থেকে এ সংখ্যা আরও কম বলে উল্লেখ করা হয়েছিল।
মেয়র বলেন– ইউক্রেনের পূর্বাঞ্চলে যুদ্ধ করে পালিয়ে আসা ইউক্রেনীয়রা যে ভবনটিতে আশ্রয় নিয়েছিলেন– রুশ হামলায় ক্ষতিগ্রস্ত ভবনগুলোর মধ্যে সেটিও রয়েছে। দুই সন্তান নিয়ে ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলের খারকিভ শহর থেকে পালিয়ে আসা লুদমিলা তুরচাক নামের ৪৭ বছরের এক ব্যক্তি বলেন– ‘যুদ্ধের দুঃস্বপ্ন আমাদেরকে লভিভেও তাড়া করছে।’ তিনি বলেন– ‘ইউক্রেনের এমন কোথাও আর নেই যেখানে আমরা নিরাপদ বোধ করতে পারি।’

আরও পড়ুন: Ukraine War: শান্তি না হলে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্পের

গত ২৪ ফেব্র&য়ারি ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরু করে রাশিয়া। দেশটির রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে গোলা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ বাহিনী। যুদ্ধে দুই পক্ষেরই ব্যাপক প্রাণহানির খবর পাওয়া যাচ্ছে। রাষ্টÉসংঘ বলছে– যুদ্ধের কারণে ইতিমধ্যে ইউক্রেন ছেড়ে অন্য দেশে আশ্রয় নিয়েছেন ৪০ লাখেরও বেশি মানুষ।

আরও পড়ুন: Trump-Putin Alaska Summit: যুদ্ধ বন্ধে রাজি না হলে পুতিনের কঠিন পরিণতি হবে: ট্রাম্প

রাশিয়ার সীমান্তবর্তী ইউক্রেনের শহরগুলো ঘিরে রেখেছে রুশ সামরিক বাহিনী। হামলা চলছে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভেও। রাশিয়ার গোলা ও ক্ষেপণাস্ত্র হামলায় খারকিভ শহরেও ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির খবর পাওয়া যাচ্ছে।