২৬ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বিপথে নয়া প্রজন্ম, টিকটক ও পাবজি নিষিদ্ধ করল তালিবান

পুবের কলম ওয়েবডেস্কঃ আফগানিস্তানের নতুন প্রজন্মকে বিপথগামী করে তুলছে বেশ কিছু সোশ্যাল অ্যাপ। এই অ্যাপগুলি ধ্বংস করছে তাদের বোধ-বুদ্ধি ও নৈতিকতাকে, আগ্রাসী করে তুলছে দেহকে, এর ফলে জীবনের মূল্যবান সময় অপচয় হচ্ছে। এই কারণগুলি দেখিয়ে আফগানিস্তানে ভিডিয়ো শেয়ারিং অ্যাপ টিকটক এবং পাবজির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে তালিবান কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দেশটির অন্তর্র্বর্তীকালীন প্রশাসনের ডেপুটি মুখপাত্র ইনামুল্লাহ সামাঙ্গানি কর্তৃক জারি করা একটি বিবৃতিতে বলা হয়, টিকটক তরুণ প্রজন্মকে বিভ্রান্ত করছে। এজন্যই তা নিষিদ্ধ করা হয়েছে। পাবজির মতো অনলাইন কিছু গেমসের ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিবৃতিতে দেশের টিভি চ্যানেলগুলোকে অনৈতিক কিছু দেখানো থেকে বিরত থাকার নির্দেশও দেওয়া হয়। যদিও বর্তমানে আফগানিস্তানে সংবাদ ও ধর্মীয় বিষয়বস্তুর বাইরে তেমন কিছু সম্প্রচার করা হচ্ছে না। তালিবানের এক কর্মকর্তা জানান, দেশটির তথ্যমন্ত্রক ও যোগাযোগ বিভাগ তালিবান সরকারের সাম্প্রতিক এ সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করবে। গত আগস্টে তালিবান আফগানিস্তানের ক্ষমতা হাতে নেওয়ার পরই ডিজিটাল গণমাধ্যমের ওপর কড়া নিয়ন্ত্রণ আরোপ করে। টেলিভিশনে অশালীন অনুষ্ঠান ও বিজ্ঞাপন নিষিদ্ধ করে। বিদেশি সেনা প্রত্যাহার এবং প্রেসিডেন্ট আশরাফ গানির পলায়নের প্রেক্ষিতে কাবুল দখলের মাধ্যমে পুরো দেশের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেয় তালিবান। গত জানুয়ারিতে প্রকাশিত পরিসংখ্যান থেকে জানা যায়, প্রায় ৩ কোটি ৮০ লক্ষ জনসংখ্যার দেশ আফগানিস্তানে মাত্র ৯০ লক্ষের কিছু বেশি মানুষ ইন্টারনেট সুবিধা পান। দেশটির প্রায় ৪০ লক্ষ মানুষ সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন।

 

আরও পড়ুন: কে বসবেন দিল্লির মুখ্যমন্ত্রীর কুরসিতে, ভাসছে একাধিক নাম

আরও পড়ুন: রাজ্যসভায় তৃণমূলের নতুন মুখ সামিরুল! কে এই প্রার্থী
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

চার্চ-সাজসজ্জা ভাঙচুর, দেশের বিভিন্ন প্রান্তে খ্রিস্টানদের উৎসবে হামলা হিন্দুত্ববাদীদের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিপথে নয়া প্রজন্ম, টিকটক ও পাবজি নিষিদ্ধ করল তালিবান

আপডেট : ২২ এপ্রিল ২০২২, শুক্রবার

পুবের কলম ওয়েবডেস্কঃ আফগানিস্তানের নতুন প্রজন্মকে বিপথগামী করে তুলছে বেশ কিছু সোশ্যাল অ্যাপ। এই অ্যাপগুলি ধ্বংস করছে তাদের বোধ-বুদ্ধি ও নৈতিকতাকে, আগ্রাসী করে তুলছে দেহকে, এর ফলে জীবনের মূল্যবান সময় অপচয় হচ্ছে। এই কারণগুলি দেখিয়ে আফগানিস্তানে ভিডিয়ো শেয়ারিং অ্যাপ টিকটক এবং পাবজির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে তালিবান কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দেশটির অন্তর্র্বর্তীকালীন প্রশাসনের ডেপুটি মুখপাত্র ইনামুল্লাহ সামাঙ্গানি কর্তৃক জারি করা একটি বিবৃতিতে বলা হয়, টিকটক তরুণ প্রজন্মকে বিভ্রান্ত করছে। এজন্যই তা নিষিদ্ধ করা হয়েছে। পাবজির মতো অনলাইন কিছু গেমসের ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিবৃতিতে দেশের টিভি চ্যানেলগুলোকে অনৈতিক কিছু দেখানো থেকে বিরত থাকার নির্দেশও দেওয়া হয়। যদিও বর্তমানে আফগানিস্তানে সংবাদ ও ধর্মীয় বিষয়বস্তুর বাইরে তেমন কিছু সম্প্রচার করা হচ্ছে না। তালিবানের এক কর্মকর্তা জানান, দেশটির তথ্যমন্ত্রক ও যোগাযোগ বিভাগ তালিবান সরকারের সাম্প্রতিক এ সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করবে। গত আগস্টে তালিবান আফগানিস্তানের ক্ষমতা হাতে নেওয়ার পরই ডিজিটাল গণমাধ্যমের ওপর কড়া নিয়ন্ত্রণ আরোপ করে। টেলিভিশনে অশালীন অনুষ্ঠান ও বিজ্ঞাপন নিষিদ্ধ করে। বিদেশি সেনা প্রত্যাহার এবং প্রেসিডেন্ট আশরাফ গানির পলায়নের প্রেক্ষিতে কাবুল দখলের মাধ্যমে পুরো দেশের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেয় তালিবান। গত জানুয়ারিতে প্রকাশিত পরিসংখ্যান থেকে জানা যায়, প্রায় ৩ কোটি ৮০ লক্ষ জনসংখ্যার দেশ আফগানিস্তানে মাত্র ৯০ লক্ষের কিছু বেশি মানুষ ইন্টারনেট সুবিধা পান। দেশটির প্রায় ৪০ লক্ষ মানুষ সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন।

 

আরও পড়ুন: কে বসবেন দিল্লির মুখ্যমন্ত্রীর কুরসিতে, ভাসছে একাধিক নাম

আরও পড়ুন: রাজ্যসভায় তৃণমূলের নতুন মুখ সামিরুল! কে এই প্রার্থী