০৮ অগাস্ট ২০২৫, শুক্রবার, ২২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

রাশিয়াকে রুখতে ইউক্রেনে আরও অস্ত্র পাঠাবেন বাইডেন

ইমামা খাতুন
  • আপডেট : ২৩ এপ্রিল ২০২২, শনিবার
  • / 98

পুবের কলম ওয়েবডেস্কঃ যুদ্ধ বন্ধে কূটনৈতিক পদক্ষেপের অভাব তীব্র হচ্ছে। অপর দিকে যুদ্ধ চালু রাখতে ইউক্রেনকে অস্ত্রের জোগান দিয়ে যাচ্ছে পশ্চিমা বিশ্ব। চলমান যুদ্ধ পরিস্থিতিতে ইউক্রেনকে আরও ৮০ কোটি ডলারের সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। রাশিয়ার হামলা মোকাবিলায় ইউক্রেনকে এ প্যাকেজের আওতায় ভারী অস্ত্র সরবরাহ করা হবে বলে জানানো হয়। বাইডেন বলেন, সামরিক সহায়তা ছাড়াও ইউক্রেন সরকারকে সরাসরি ৫০ কোটি ডলারের অর্থনৈতিক সহায়তা দেওয়া হবে। মার্কিন বন্দরে রাশিয়ার জাহাজ নিষিদ্ধ করা হবে বলেও জানান তিনি। বাইডেন আরও বলেন, ইউক্রেনকে রেকর্ড গতিতে সামরিক অস্ত্র ও সরঞ্জাম সরবরাহ করছে ওয়াশিংটন। এগুলো রাশিয়ার অগ্রগতি থামাতে ইউক্রেনের সেনাদের সাহায্য করবে। এর আগে ১৪ এপ্রিল প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে ৮০ কোটি ডলারের সামরিক সহায়তার চালান পাঠিয়েছিলেন। ইউক্রেনের প্রতিরক্ষাব্যবস্থা শক্তিশালী করতে ও দেশটির পূর্বাঞ্চলে রাশিয়ার হামলা মোকাবিলায় সহায়তা করেছিল আমেরিকা। এখন আবারও আমেরিকার পক্ষ থেকে ৮০ কোটি ডলারের সামরিক সহায়তার ঘোষণা এলো।

আরও পড়ুন: শীঘ্রই ভারতে আসবেন পুতিন

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রাশিয়াকে রুখতে ইউক্রেনে আরও অস্ত্র পাঠাবেন বাইডেন

আপডেট : ২৩ এপ্রিল ২০২২, শনিবার

পুবের কলম ওয়েবডেস্কঃ যুদ্ধ বন্ধে কূটনৈতিক পদক্ষেপের অভাব তীব্র হচ্ছে। অপর দিকে যুদ্ধ চালু রাখতে ইউক্রেনকে অস্ত্রের জোগান দিয়ে যাচ্ছে পশ্চিমা বিশ্ব। চলমান যুদ্ধ পরিস্থিতিতে ইউক্রেনকে আরও ৮০ কোটি ডলারের সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। রাশিয়ার হামলা মোকাবিলায় ইউক্রেনকে এ প্যাকেজের আওতায় ভারী অস্ত্র সরবরাহ করা হবে বলে জানানো হয়। বাইডেন বলেন, সামরিক সহায়তা ছাড়াও ইউক্রেন সরকারকে সরাসরি ৫০ কোটি ডলারের অর্থনৈতিক সহায়তা দেওয়া হবে। মার্কিন বন্দরে রাশিয়ার জাহাজ নিষিদ্ধ করা হবে বলেও জানান তিনি। বাইডেন আরও বলেন, ইউক্রেনকে রেকর্ড গতিতে সামরিক অস্ত্র ও সরঞ্জাম সরবরাহ করছে ওয়াশিংটন। এগুলো রাশিয়ার অগ্রগতি থামাতে ইউক্রেনের সেনাদের সাহায্য করবে। এর আগে ১৪ এপ্রিল প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে ৮০ কোটি ডলারের সামরিক সহায়তার চালান পাঠিয়েছিলেন। ইউক্রেনের প্রতিরক্ষাব্যবস্থা শক্তিশালী করতে ও দেশটির পূর্বাঞ্চলে রাশিয়ার হামলা মোকাবিলায় সহায়তা করেছিল আমেরিকা। এখন আবারও আমেরিকার পক্ষ থেকে ৮০ কোটি ডলারের সামরিক সহায়তার ঘোষণা এলো।

আরও পড়ুন: শীঘ্রই ভারতে আসবেন পুতিন