০১ অগাস্ট ২০২৫, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

আরজেডির ডাকা ইফতার মজলিশে নীতীশ,জন্ম দিল নয়া রাজনৈতিক সমীকরণের

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২৩ এপ্রিল ২০২২, শনিবার
  • / 102

 

পুবের কলম ওয়েবডেস্কঃ বিহারে কি ফের নয়া রাজনৈতিক সমীকরণ?রাবড়ি দেবীর ইফতার মজলিশে নীতিশ কুমারের উপস্থিতি এমন জল্পনাই উস্কে দিয়েছে। লালু পুত্র তেজস্বী যাদব যদিও এই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন। তবে তেজস্বীর ভাই তেজপ্রতাপের কথায় কিন্তু সেই গুঞ্জন আরও জোরালো হয়েছে।

আরও পড়ুন: বিধবা ও বৃদ্ধদের ভাতা একলাফে অনেকটা বাড়ালেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার

আরজেডির সঙ্গে নীতীশের সম্পর্ক মোটেও ভালো নয়।আরজেডির সঙ্গে জনতা দল  ইউনাইটেডের দ্বন্দের জেরেই ফাটল ধরেছিল দুই দলের মধ্যে। পাঁচ বছর পরে তাই রাবড়ি-তেজস্বীর ইফতার মজলিশে নীতীশের উপস্থিতিই তাই বাড়তি জল্পনার জন্ম দিয়েছে।

আরও পড়ুন: বিহারের রোহতাসে কংগ্রেস ও আরজেডিকে নিশানা মোদির, তফশিলি এবং তফশিলি উপজাতিদের প্রতারণার অভিযোগ

জল্পনাকে আরও উসকে দিয়েছেন আরজেডির তেজপ্রতাপ যাদব। সংবাদ সংস্থাকে তিনি জানাচ্ছেন, ”এর আগে আমি বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সামনে ‘নো এন্ট্রি’ বোর্ড টাঙিয়ে রেখেছিলাম। তবে এখন আমি ‘নীতীশ চাচাজি’ বোর্ড টাঙিয়েছি। তাই তিনি এসেছিলেন। তিনি এসেছেন, তবে সরকার তৈরি হবে কি হবে না, সেটা এখন গোপন থাক। নীতীশজির সঙ্গে আমি যে কথাবার্তা বলেছি তা গোপনেই বলেছি।”

আরও পড়ুন: ওয়াকফ আইনকে চ্যালেঞ্জ, সুপ্রিম দুয়ারে লালুর আরজেডি

তবে তেজপ্রতাপের উল্টো কথা বলছেন তেজস্বী। তাঁর কথায় ইফতারে সকলকে আমন্ত্রণ জানানোটাই ঐতিহ্য। সমস্ত রাজনৈতিক দলকেই আমন্ত্রণ জানানো হয়েছিল। নীতীশজিও তাঁর ব্যতিক্রম নন।

শুক্রবার ইফতার পার্টির আয়োজন হয় রাবড়ি দেবীর বাড়িতে। প্রায় ৫০ মিটার হেঁটেই পৌঁছন নীতীশ। পার্টিতে ছিলেন এলজেপির চিরাগ পাসোয়ানও। এদিন দেখা যায় নীতীশের পা ছুঁয়ে প্রণাম করছেন রামবিলাস পাসোয়ানের পুত্র।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আরজেডির ডাকা ইফতার মজলিশে নীতীশ,জন্ম দিল নয়া রাজনৈতিক সমীকরণের

আপডেট : ২৩ এপ্রিল ২০২২, শনিবার

 

পুবের কলম ওয়েবডেস্কঃ বিহারে কি ফের নয়া রাজনৈতিক সমীকরণ?রাবড়ি দেবীর ইফতার মজলিশে নীতিশ কুমারের উপস্থিতি এমন জল্পনাই উস্কে দিয়েছে। লালু পুত্র তেজস্বী যাদব যদিও এই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন। তবে তেজস্বীর ভাই তেজপ্রতাপের কথায় কিন্তু সেই গুঞ্জন আরও জোরালো হয়েছে।

আরও পড়ুন: বিধবা ও বৃদ্ধদের ভাতা একলাফে অনেকটা বাড়ালেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার

আরজেডির সঙ্গে নীতীশের সম্পর্ক মোটেও ভালো নয়।আরজেডির সঙ্গে জনতা দল  ইউনাইটেডের দ্বন্দের জেরেই ফাটল ধরেছিল দুই দলের মধ্যে। পাঁচ বছর পরে তাই রাবড়ি-তেজস্বীর ইফতার মজলিশে নীতীশের উপস্থিতিই তাই বাড়তি জল্পনার জন্ম দিয়েছে।

আরও পড়ুন: বিহারের রোহতাসে কংগ্রেস ও আরজেডিকে নিশানা মোদির, তফশিলি এবং তফশিলি উপজাতিদের প্রতারণার অভিযোগ

জল্পনাকে আরও উসকে দিয়েছেন আরজেডির তেজপ্রতাপ যাদব। সংবাদ সংস্থাকে তিনি জানাচ্ছেন, ”এর আগে আমি বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সামনে ‘নো এন্ট্রি’ বোর্ড টাঙিয়ে রেখেছিলাম। তবে এখন আমি ‘নীতীশ চাচাজি’ বোর্ড টাঙিয়েছি। তাই তিনি এসেছিলেন। তিনি এসেছেন, তবে সরকার তৈরি হবে কি হবে না, সেটা এখন গোপন থাক। নীতীশজির সঙ্গে আমি যে কথাবার্তা বলেছি তা গোপনেই বলেছি।”

আরও পড়ুন: ওয়াকফ আইনকে চ্যালেঞ্জ, সুপ্রিম দুয়ারে লালুর আরজেডি

তবে তেজপ্রতাপের উল্টো কথা বলছেন তেজস্বী। তাঁর কথায় ইফতারে সকলকে আমন্ত্রণ জানানোটাই ঐতিহ্য। সমস্ত রাজনৈতিক দলকেই আমন্ত্রণ জানানো হয়েছিল। নীতীশজিও তাঁর ব্যতিক্রম নন।

শুক্রবার ইফতার পার্টির আয়োজন হয় রাবড়ি দেবীর বাড়িতে। প্রায় ৫০ মিটার হেঁটেই পৌঁছন নীতীশ। পার্টিতে ছিলেন এলজেপির চিরাগ পাসোয়ানও। এদিন দেখা যায় নীতীশের পা ছুঁয়ে প্রণাম করছেন রামবিলাস পাসোয়ানের পুত্র।