১৪ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ২৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ব্রিটেন নব্য নাৎসি যুবকের কারাদণ্ড

ইমামা খাতুন
  • আপডেট : ২৩ এপ্রিল ২০২২, শনিবার
  • / 249

পুবের কলম ওয়েবডেস্কঃ­ ফের একবার নব্য নাৎসিবাদ মাথাচাড়া দিয়ে উঠছে ব্রিটেনে। তরুণ-যুবকদের মাঝে ইহুদি ও মুসলিম বিদ্বেষ বাড়ছে। কিছু ঘটনায় তা প্রকাশও পাচ্ছে। সম্প্রতি এক ব্রিটিশ যুবক ইহুদি এবং মুসলমানদের বিরুদ্ধে বিদ্বেষ ও সন্ত্রাসবাদকে উৎসাহিত করছিল। ১৯ বছর বয়সী যুবকের নাম থমাস লিচ। আপাতত তার দুই বছরের কারাদণ্ড হয়েছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিশ্বের বহু খুনি ও অপরাধীর প্রশংসা করেছিল সে। সে নরওয়েতে সন্ত্রাসী হামলায় ৬৯ জন যুবককে হত্যাকারী আন্ডারস ব্রেভিক এবং ২০১৯ সালে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে ৫১ জনকে হত্যাকারী ব্রেন্টন ট্যারান্টের প্রশংসা করেও পোস্ট দিয়েছিল। লিচ একজন প্রেস্টন নেটিভ। তাকে ইহুদি ও মুসলমানদের বিরুদ্ধে সন্ত্রাসবাদের প্ররোচনা এবং ধর্মীয় বা জাতিগত বিদ্বেষ ছড়ানোর জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে। কিশোর থাকার সময়ও লিচ কিছু অপরাধ সংঘটিত করেছিল। তখন তার বয়স ছিল মাত্র ১৭ বা ১৮। তার ভেতরে বিদ্বেষী আচরণ থাকায় কর্তৃপক্ষ তাকে স্কুল থেকে বের করে দিয়েছিল। ম্যানচেস্টার ক্রাউন কোর্টে আইনজীবীর মুখে শোনা যায়, লিচ ইহুদিদের সম্পর্কে ষড়যন্ত্র তত্ত্ব বিশ্বাস করেছিল। ষড়ডন্ত্রকারীরা তাকে বলেছিল, তারা শ্বেতাঙ্গ জাতি তৈরির পরিকল্পনা করছে। লিচ অনলাইনে লিখেছিল, হলোকাস্ট একটি প্রতারণা এবং ইহুদিরা বিশ্বকে নিয়ন্ত্রণ করে। সেইসাথে মুসলিম বিরোধী পোস্টও সে করেছিল। প্রসিকিউটর জো অলম্যান বলেছেন, লিচ প্রথম পুলিশের নজরে আসে ২০১৭ সালে। তখন সে তার স্কুলে গুলি চালানোর পরিকল্পনা করছিল। সেবার তাকে সতর্ক করে মুক্ত করেছিল পুলিশ।

আরও পড়ুন: যৌন হেনস্থার অভিযোগ, ব্রিটেনে বামপন্থী চিকিৎসককে কারাদণ্ডের নির্দেশ

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ব্রিটেন নব্য নাৎসি যুবকের কারাদণ্ড

আপডেট : ২৩ এপ্রিল ২০২২, শনিবার

পুবের কলম ওয়েবডেস্কঃ­ ফের একবার নব্য নাৎসিবাদ মাথাচাড়া দিয়ে উঠছে ব্রিটেনে। তরুণ-যুবকদের মাঝে ইহুদি ও মুসলিম বিদ্বেষ বাড়ছে। কিছু ঘটনায় তা প্রকাশও পাচ্ছে। সম্প্রতি এক ব্রিটিশ যুবক ইহুদি এবং মুসলমানদের বিরুদ্ধে বিদ্বেষ ও সন্ত্রাসবাদকে উৎসাহিত করছিল। ১৯ বছর বয়সী যুবকের নাম থমাস লিচ। আপাতত তার দুই বছরের কারাদণ্ড হয়েছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিশ্বের বহু খুনি ও অপরাধীর প্রশংসা করেছিল সে। সে নরওয়েতে সন্ত্রাসী হামলায় ৬৯ জন যুবককে হত্যাকারী আন্ডারস ব্রেভিক এবং ২০১৯ সালে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে ৫১ জনকে হত্যাকারী ব্রেন্টন ট্যারান্টের প্রশংসা করেও পোস্ট দিয়েছিল। লিচ একজন প্রেস্টন নেটিভ। তাকে ইহুদি ও মুসলমানদের বিরুদ্ধে সন্ত্রাসবাদের প্ররোচনা এবং ধর্মীয় বা জাতিগত বিদ্বেষ ছড়ানোর জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে। কিশোর থাকার সময়ও লিচ কিছু অপরাধ সংঘটিত করেছিল। তখন তার বয়স ছিল মাত্র ১৭ বা ১৮। তার ভেতরে বিদ্বেষী আচরণ থাকায় কর্তৃপক্ষ তাকে স্কুল থেকে বের করে দিয়েছিল। ম্যানচেস্টার ক্রাউন কোর্টে আইনজীবীর মুখে শোনা যায়, লিচ ইহুদিদের সম্পর্কে ষড়যন্ত্র তত্ত্ব বিশ্বাস করেছিল। ষড়ডন্ত্রকারীরা তাকে বলেছিল, তারা শ্বেতাঙ্গ জাতি তৈরির পরিকল্পনা করছে। লিচ অনলাইনে লিখেছিল, হলোকাস্ট একটি প্রতারণা এবং ইহুদিরা বিশ্বকে নিয়ন্ত্রণ করে। সেইসাথে মুসলিম বিরোধী পোস্টও সে করেছিল। প্রসিকিউটর জো অলম্যান বলেছেন, লিচ প্রথম পুলিশের নজরে আসে ২০১৭ সালে। তখন সে তার স্কুলে গুলি চালানোর পরিকল্পনা করছিল। সেবার তাকে সতর্ক করে মুক্ত করেছিল পুলিশ।

আরও পড়ুন: যৌন হেনস্থার অভিযোগ, ব্রিটেনে বামপন্থী চিকিৎসককে কারাদণ্ডের নির্দেশ