০৫ অক্টোবর ২০২৫, রবিবার, ১৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

পবিত্র আল-আকসার এক ইঞ্চিও ইহুদিদের নয়

ইমামা খাতুন
  • আপডেট : ২৫ এপ্রিল ২০২২, সোমবার
  • / 118

হাইলাইটস :  এই মসজিদের সাথে আমাদের সংযোগ জাতীয়তার ভিত্তিতে নয় বরং আদর্শের ভিত্তিতে। তাই ইহুদিদের হাত থেকে মসজিদুল আকসা রক্ষা করা প্রতিটি আরব ও মুসলিম দেশের দায়িত্ব।’ -আল আকসাম মসজিদের পরিচালক

 

আরও পড়ুন: আল-আকসা রক্ষায় বিশ্বজুড়ে মসজিদগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

পুবের কলম ওয়েবডেস্কঃ আল-আকসা মসজিদের পরিচালক শেখ ওমর আল-কিসওয়ানি মুসলিমদের প্রথম ক্বিবলা আল-আকসায় উত্তেজনা বৃদ্ধির জন্য ইসরাইলের যায়নবাদী সরকারকে দুষছেন। এ পরিস্থিতিতে মসজিদুল আকসা রক্ষা করতে এগিয়ে আসার জন্য মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানান তিনি। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে শেখ ওমর আল-কিসওয়ানি ইসরাইলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান। আল আকসা প্রাঙ্গণে অবৈধ ইসরাইলি বসতি স্থাপনকারীদের তাণ্ডব চালানোর অনুমতি দেওয়ায় ইসরাইলি সরকারের তীব্র সমালোচনা করেন তিনি। কিসওয়ানি বলেছেন, ‍‌‌‌‌‌‌’উগ্রপন্থী ইহুদিদের দ্বারা আক্রমণ এবং উস্কানির পেছনে মূল উদ্দেশ্য বিশৃঙ্খলা তৈরি করা। আমরা এসব আক্রমণের জন্য দখলদার বাহিনীকে দায়ী বলে মনে করি। ইসরাইলি সরকার এসব চরমপন্থী আক্রমণকে সমর্থন করে এবং তাদের প্রয়োজনীয় সমর্থন দেয়।’ শেখ ওমর বলেন, ‍‌‌‌‌‌‌’আমরা বিশ্বাস করি, আল-আকসা মসজিদ শুধু মুসলিমদের। এটি  আমরা ভাগ করি না। এ মসজিদের এলাকার এক ইঞ্চিও ভাগ করা যায় না। আল-আকসার মাটির নিচ থেকে শুরু করে বেসমেন্ট, মূল স্থাপনা ও এর আসমান পুরোটা মুসলমানদের সম্পদ এবং এখানে হস্তক্ষেপ করার কোনও অধিকার ইহুদিদের নেই।’ আল-আকসা মসজিদে ইসরাইলি সেনার বর্বরোচিত হামলা এখন প্রাত্যহিক বিষয় হয়ে দাঁড়িয়েছে উল্লেখ করে শেখ ওমর বলেন, ‍‌‌‌‌‌‌’এই মসজিদের সাথে আমাদের সংযোগ জাতীয়তার ভিত্তিতে নয় বরং আদর্শের ভিত্তিতে। তাই ইহুদিদের হাত থেকে মসজিদুল আকসা রক্ষা করা প্রতিটি আরব ও মুসলিম দেশের দায়িত্ব।’ গত ১৫ এপ্রিল জুমার নামাযকে কেন্দ্র করে ইসরাইলি সেনা আল-আকসা মসজিদ চত্বরে ভয়াবহ হামলা চালায়। ওই হামলায় ১৫০জন ফিলিস্তিনি আহত হন এবং ইসরাইলি বাহিনী ৪০০ জনেরও বেশি ফিলিস্তিনিকে আটক করে নিয়ে যায়। এরপর ২২ এপ্রিল জুমার নামাযে অন্তত দেড় লক্ষ মানুষ আল-আকসা চত্বরে জড়ো হন।

আরও পড়ুন: ফজরের নামাজের সময় নাইজেরিয়ার মসজিদে দুষ্কৃতীদের হামলা, মৃত বহু

 

আরও পড়ুন: মসজিদে শুকরের মাংস, ধৃত মৃদুপবন পাঠক

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পবিত্র আল-আকসার এক ইঞ্চিও ইহুদিদের নয়

আপডেট : ২৫ এপ্রিল ২০২২, সোমবার

হাইলাইটস :  এই মসজিদের সাথে আমাদের সংযোগ জাতীয়তার ভিত্তিতে নয় বরং আদর্শের ভিত্তিতে। তাই ইহুদিদের হাত থেকে মসজিদুল আকসা রক্ষা করা প্রতিটি আরব ও মুসলিম দেশের দায়িত্ব।’ -আল আকসাম মসজিদের পরিচালক

 

আরও পড়ুন: আল-আকসা রক্ষায় বিশ্বজুড়ে মসজিদগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

পুবের কলম ওয়েবডেস্কঃ আল-আকসা মসজিদের পরিচালক শেখ ওমর আল-কিসওয়ানি মুসলিমদের প্রথম ক্বিবলা আল-আকসায় উত্তেজনা বৃদ্ধির জন্য ইসরাইলের যায়নবাদী সরকারকে দুষছেন। এ পরিস্থিতিতে মসজিদুল আকসা রক্ষা করতে এগিয়ে আসার জন্য মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানান তিনি। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে শেখ ওমর আল-কিসওয়ানি ইসরাইলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান। আল আকসা প্রাঙ্গণে অবৈধ ইসরাইলি বসতি স্থাপনকারীদের তাণ্ডব চালানোর অনুমতি দেওয়ায় ইসরাইলি সরকারের তীব্র সমালোচনা করেন তিনি। কিসওয়ানি বলেছেন, ‍‌‌‌‌‌‌’উগ্রপন্থী ইহুদিদের দ্বারা আক্রমণ এবং উস্কানির পেছনে মূল উদ্দেশ্য বিশৃঙ্খলা তৈরি করা। আমরা এসব আক্রমণের জন্য দখলদার বাহিনীকে দায়ী বলে মনে করি। ইসরাইলি সরকার এসব চরমপন্থী আক্রমণকে সমর্থন করে এবং তাদের প্রয়োজনীয় সমর্থন দেয়।’ শেখ ওমর বলেন, ‍‌‌‌‌‌‌’আমরা বিশ্বাস করি, আল-আকসা মসজিদ শুধু মুসলিমদের। এটি  আমরা ভাগ করি না। এ মসজিদের এলাকার এক ইঞ্চিও ভাগ করা যায় না। আল-আকসার মাটির নিচ থেকে শুরু করে বেসমেন্ট, মূল স্থাপনা ও এর আসমান পুরোটা মুসলমানদের সম্পদ এবং এখানে হস্তক্ষেপ করার কোনও অধিকার ইহুদিদের নেই।’ আল-আকসা মসজিদে ইসরাইলি সেনার বর্বরোচিত হামলা এখন প্রাত্যহিক বিষয় হয়ে দাঁড়িয়েছে উল্লেখ করে শেখ ওমর বলেন, ‍‌‌‌‌‌‌’এই মসজিদের সাথে আমাদের সংযোগ জাতীয়তার ভিত্তিতে নয় বরং আদর্শের ভিত্তিতে। তাই ইহুদিদের হাত থেকে মসজিদুল আকসা রক্ষা করা প্রতিটি আরব ও মুসলিম দেশের দায়িত্ব।’ গত ১৫ এপ্রিল জুমার নামাযকে কেন্দ্র করে ইসরাইলি সেনা আল-আকসা মসজিদ চত্বরে ভয়াবহ হামলা চালায়। ওই হামলায় ১৫০জন ফিলিস্তিনি আহত হন এবং ইসরাইলি বাহিনী ৪০০ জনেরও বেশি ফিলিস্তিনিকে আটক করে নিয়ে যায়। এরপর ২২ এপ্রিল জুমার নামাযে অন্তত দেড় লক্ষ মানুষ আল-আকসা চত্বরে জড়ো হন।

আরও পড়ুন: ফজরের নামাজের সময় নাইজেরিয়ার মসজিদে দুষ্কৃতীদের হামলা, মৃত বহু

 

আরও পড়ুন: মসজিদে শুকরের মাংস, ধৃত মৃদুপবন পাঠক