০৫ নভেম্বর ২০২৫, বুধবার, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

গরমের তীব্র দাবদাহে গেরুয়া বাহিনীর বিকাশ ভবন অভিযান ঘিরে তপ্ত সল্টলেক

ইমামা খাতুন
  • আপডেট : ২৬ এপ্রিল ২০২২, মঙ্গলবার
  • / 81

পুবের কলম প্রতিবেদক: সূর্যের প্রকট তাপে হাঁসফাঁস করছে মানুষ। আর এই তীব্র গরমের মধ্যে এসএসসি, টেট-এর মতো কিছু সরকারি চাকরির পরীক্ষায় দুর্নীতির অভিযোগে জড়িতদের শাস্তির দাবিতে বিকাশ ভবন অভিযান। মঙ্গলবার বিজেপির যুব সংগঠনের শিক্ষা দফতরের ওই অভিযানে ঘিরে তপ্ত হয়ে ওঠে সল্টলেক। এদিন তীব্র দাবদাহের দুপুরে বিক্ষোভ আন্দোলনের নামে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে বিজেপির যুব গেরুয়া বাহিনী।

গরমের তীব্র দাবদাহে গেরুয়া বাহিনীর বিকাশ ভবন অভিযান ঘিরে তপ্ত সল্টলেক

আরও পড়ুন: P. K. Banerjee বাড়িতে দেহ উদ্ধার, গ্রেফতার গাড়িচালক

এদিন দুপুরে প্রথমে করুণাময়ীতে জড়ো হয় বিজেপির যুব মোর্চার কর্মী-সমর্থকেরা। সেখান থেকে তারা মিছিল আকারে বিকাশ ভবন অভিযান শুরু করে। সেই বিক্ষোভ মিছিল খানিকটা এগোতেই তা বারে বারে আটকানোর চেষ্টা করে বিধাননগর পুলিশ। রাস্তার মাঝে ব্যারিকেড তৈরি করে সেই মিছিলে আটকানোর চেষ্টা হয়। কিন্তু পুলিশি সেই প্রচেষ্টা ব্যর্থ হয়। ব্যারিকেড ভেঙে বারংবার এগিয়ে যাবার চেষ্টা করে যুব মোর্চা বাহিনী। পুলিশের সমস্ত বাঁধা টপকে মিছিলটি ময়ূখ ভবনের কাছে পৌঁছাতে, তা আটকাতে বিরাট সক্রিয় হয়ে ওঠে কমিশনারেট পুলিশ।

আরও পড়ুন: হুক্কা বার চালানোর অপরাধে সল্টলেকে ধৃত ৩

গরমের তীব্র দাবদাহে গেরুয়া বাহিনীর বিকাশ ভবন অভিযান ঘিরে তপ্ত সল্টলেক গরমের তীব্র দাবদাহে গেরুয়া বাহিনীর বিকাশ ভবন অভিযান ঘিরে তপ্ত সল্টলেক

আরও পড়ুন: সাইবার প্রতারণার ঠেকাতে সল্টলেক তথ্যপ্রযুক্তি তালুকে সচেতনমূলক প্রচার কর্মসূচি

বিক্ষোভ মিছিলটি ছত্রভঙ্গ করতে, শেষমেষ জলকামান দাগে পুলিশ। আর এতেই গোটা মিছিলটি বানচাল হয়ে পড়ে। আর এদিকে এই ঘটনায় পুলিশের ভূমিকায় সরব হয়েছে বিজেপি। পুলিশের হাতে তাদের জনাকয়েক কর্মী-সমর্থক জখম হয়েছে বলে অভিযোগ তুলেছে যুব মোর্চা। এদিন বিজেপির যুব সংগঠনের পূর্ব পরিকল্পনাই ছিল বিকাশ ভবন অভিযানের। সেইমতো রাজ্য যুব মোর্চার বিক্ষোভ মিছিলে পা মেলাতে দিল্লি থেকে উড়ে আসে বিজেপির সর্বভারতীয় যুব মোর্চার সভাপতি তেজস্ব সূর্য। তবে এই মিছিলে রাজ্য বিজেপির সামনের সারির দুই নেতা দিলীপ ঘোষ ও শুভেন্দু অধিকারীকে দেখা মেলেনি। যদিও মিছিলে যোগ দিতে দেখা যায় রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, অগ্নিমিত্রা পাল মতো কিছু নেতৃত্বদের।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

গরমের তীব্র দাবদাহে গেরুয়া বাহিনীর বিকাশ ভবন অভিযান ঘিরে তপ্ত সল্টলেক

আপডেট : ২৬ এপ্রিল ২০২২, মঙ্গলবার

পুবের কলম প্রতিবেদক: সূর্যের প্রকট তাপে হাঁসফাঁস করছে মানুষ। আর এই তীব্র গরমের মধ্যে এসএসসি, টেট-এর মতো কিছু সরকারি চাকরির পরীক্ষায় দুর্নীতির অভিযোগে জড়িতদের শাস্তির দাবিতে বিকাশ ভবন অভিযান। মঙ্গলবার বিজেপির যুব সংগঠনের শিক্ষা দফতরের ওই অভিযানে ঘিরে তপ্ত হয়ে ওঠে সল্টলেক। এদিন তীব্র দাবদাহের দুপুরে বিক্ষোভ আন্দোলনের নামে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে বিজেপির যুব গেরুয়া বাহিনী।

গরমের তীব্র দাবদাহে গেরুয়া বাহিনীর বিকাশ ভবন অভিযান ঘিরে তপ্ত সল্টলেক

আরও পড়ুন: P. K. Banerjee বাড়িতে দেহ উদ্ধার, গ্রেফতার গাড়িচালক

এদিন দুপুরে প্রথমে করুণাময়ীতে জড়ো হয় বিজেপির যুব মোর্চার কর্মী-সমর্থকেরা। সেখান থেকে তারা মিছিল আকারে বিকাশ ভবন অভিযান শুরু করে। সেই বিক্ষোভ মিছিল খানিকটা এগোতেই তা বারে বারে আটকানোর চেষ্টা করে বিধাননগর পুলিশ। রাস্তার মাঝে ব্যারিকেড তৈরি করে সেই মিছিলে আটকানোর চেষ্টা হয়। কিন্তু পুলিশি সেই প্রচেষ্টা ব্যর্থ হয়। ব্যারিকেড ভেঙে বারংবার এগিয়ে যাবার চেষ্টা করে যুব মোর্চা বাহিনী। পুলিশের সমস্ত বাঁধা টপকে মিছিলটি ময়ূখ ভবনের কাছে পৌঁছাতে, তা আটকাতে বিরাট সক্রিয় হয়ে ওঠে কমিশনারেট পুলিশ।

আরও পড়ুন: হুক্কা বার চালানোর অপরাধে সল্টলেকে ধৃত ৩

গরমের তীব্র দাবদাহে গেরুয়া বাহিনীর বিকাশ ভবন অভিযান ঘিরে তপ্ত সল্টলেক গরমের তীব্র দাবদাহে গেরুয়া বাহিনীর বিকাশ ভবন অভিযান ঘিরে তপ্ত সল্টলেক

আরও পড়ুন: সাইবার প্রতারণার ঠেকাতে সল্টলেক তথ্যপ্রযুক্তি তালুকে সচেতনমূলক প্রচার কর্মসূচি

বিক্ষোভ মিছিলটি ছত্রভঙ্গ করতে, শেষমেষ জলকামান দাগে পুলিশ। আর এতেই গোটা মিছিলটি বানচাল হয়ে পড়ে। আর এদিকে এই ঘটনায় পুলিশের ভূমিকায় সরব হয়েছে বিজেপি। পুলিশের হাতে তাদের জনাকয়েক কর্মী-সমর্থক জখম হয়েছে বলে অভিযোগ তুলেছে যুব মোর্চা। এদিন বিজেপির যুব সংগঠনের পূর্ব পরিকল্পনাই ছিল বিকাশ ভবন অভিযানের। সেইমতো রাজ্য যুব মোর্চার বিক্ষোভ মিছিলে পা মেলাতে দিল্লি থেকে উড়ে আসে বিজেপির সর্বভারতীয় যুব মোর্চার সভাপতি তেজস্ব সূর্য। তবে এই মিছিলে রাজ্য বিজেপির সামনের সারির দুই নেতা দিলীপ ঘোষ ও শুভেন্দু অধিকারীকে দেখা মেলেনি। যদিও মিছিলে যোগ দিতে দেখা যায় রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, অগ্নিমিত্রা পাল মতো কিছু নেতৃত্বদের।