২৭ জুলাই ২০২৫, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

জার্মানিতে আমেরিকার ডাকা বৈঠকে ৪০ দেশের প্রতিনিধি

ইমামা খাতুন
  • আপডেট : ২৬ এপ্রিল ২০২২, মঙ্গলবার
  • / 38

পুবের কলম ওয়েবডেস্কঃ ­ ইউক্রেনের রাজধানী কিয়েভে গোপন সফরের পর মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন জার্মানিতে ৪০টিরও বেশি দেশের প্রতিনিধিকে নিয়ে বৈঠক করেছেন। বৈঠকে ইউক্রেনকে আরও অস্ত্র দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। ইউএস আর্মি জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি বলেছেন, আলোচনার মূল লক্ষ্য ছিল কিয়েভের নিরাপত্তা সহায়তা সমন্বয় করা। আলোচনায় আরও বেশি পরিমাণে কিয়েভে অস্ত্র সরবরাহের সিদ্ধান্ত হয়। অস্ত্রগুলোর মধ্যে হাউইটজার আর্টিলারির মতো ভারী অস্ত্র, সশস্ত্র ড্রোন এবং গোলাবারুদ অন্তর্ভুক্ত রয়েছে। জার্মানি যাওয়ার পথে মিলি বলেন, আগামী কয়েক সপ্তাহে পরিস্থিতি খুব জটিল হবে। যুদ্ধক্ষেত্রে সফল হওয়ার জন্য ইউক্রেনে অব্যাহত অস্ত্র সমর্থন প্রয়োজন এবং এটিই সম্মেলনের উদ্দেশ্য।

এ দিকে, ইউক্রেনের ডোনবাস ও দক্ষিণ অঞ্চলে রাশিয়ার আক্রমণ অব্যাহত রয়েছে। তবে স্থলভাগে খুব বেশি অগ্রগতি তারা করতে পারছে না। রাশিয়ান বাহিনী রেলওয়েকে লক্ষ্যবস্তু করছে। কারণ তারা মনে করছে রেলপথে ইউক্রেনীয় বাহিনীকে অস্ত্র সরবরাহ করা হচ্ছে। সর্বশেষ ব্রিটিশ সামরিক তথ্য অনুসারে, রাশিয়া সম্ভবত দেশটির পূর্বে ইউক্রেনীয় অবস্থানগুলো ঘেরাও করার চেষ্টা করছে। সূত্রের খবর, ইউক্রেনীয় শহর ক্রেমিনা দখল করে নিয়েছে রুশ সেনা।

আরও পড়ুন: মার্কিন সফরে যাচ্ছেন Rahul Gandhi, বক্তৃতা দেবেন ব্রাউন বিশ্ববিদ্যালয়ে

আরও পড়ুন: এবার ভারতীয়দের ফেরাবে জার্মানিও?

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

জার্মানিতে আমেরিকার ডাকা বৈঠকে ৪০ দেশের প্রতিনিধি

আপডেট : ২৬ এপ্রিল ২০২২, মঙ্গলবার

পুবের কলম ওয়েবডেস্কঃ ­ ইউক্রেনের রাজধানী কিয়েভে গোপন সফরের পর মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন জার্মানিতে ৪০টিরও বেশি দেশের প্রতিনিধিকে নিয়ে বৈঠক করেছেন। বৈঠকে ইউক্রেনকে আরও অস্ত্র দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। ইউএস আর্মি জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি বলেছেন, আলোচনার মূল লক্ষ্য ছিল কিয়েভের নিরাপত্তা সহায়তা সমন্বয় করা। আলোচনায় আরও বেশি পরিমাণে কিয়েভে অস্ত্র সরবরাহের সিদ্ধান্ত হয়। অস্ত্রগুলোর মধ্যে হাউইটজার আর্টিলারির মতো ভারী অস্ত্র, সশস্ত্র ড্রোন এবং গোলাবারুদ অন্তর্ভুক্ত রয়েছে। জার্মানি যাওয়ার পথে মিলি বলেন, আগামী কয়েক সপ্তাহে পরিস্থিতি খুব জটিল হবে। যুদ্ধক্ষেত্রে সফল হওয়ার জন্য ইউক্রেনে অব্যাহত অস্ত্র সমর্থন প্রয়োজন এবং এটিই সম্মেলনের উদ্দেশ্য।

এ দিকে, ইউক্রেনের ডোনবাস ও দক্ষিণ অঞ্চলে রাশিয়ার আক্রমণ অব্যাহত রয়েছে। তবে স্থলভাগে খুব বেশি অগ্রগতি তারা করতে পারছে না। রাশিয়ান বাহিনী রেলওয়েকে লক্ষ্যবস্তু করছে। কারণ তারা মনে করছে রেলপথে ইউক্রেনীয় বাহিনীকে অস্ত্র সরবরাহ করা হচ্ছে। সর্বশেষ ব্রিটিশ সামরিক তথ্য অনুসারে, রাশিয়া সম্ভবত দেশটির পূর্বে ইউক্রেনীয় অবস্থানগুলো ঘেরাও করার চেষ্টা করছে। সূত্রের খবর, ইউক্রেনীয় শহর ক্রেমিনা দখল করে নিয়েছে রুশ সেনা।

আরও পড়ুন: মার্কিন সফরে যাচ্ছেন Rahul Gandhi, বক্তৃতা দেবেন ব্রাউন বিশ্ববিদ্যালয়ে

আরও পড়ুন: এবার ভারতীয়দের ফেরাবে জার্মানিও?