তামিলনাড়ুতে রথযাত্রার সময় মর্মান্তিক দুর্ঘটনা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ১১

- আপডেট : ২৭ এপ্রিল ২০২২, বুধবার
- / 11
পুবের কলম, ওয়েবডেস্ক: রথযাত্রার সময় মর্মান্তিকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল ১১ জনের। দুর্ঘটনাটি ঘটে তামিলনাড়ুর থাঞ্জাভুর জেলায়। ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। সাতজনকে আহত অবস্থায় থাঞ্জাভুর মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানেই পাঁচজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ১৫ জন। তারা হাসপাতালেই চিকিৎসাধীন।
মৃতদের নাম এম মোহন(২২), কে প্রতাপ(৩৬), এ আনবাজগান (৬০), রাঘবন(২৪)। এ আনবাজগানের পুত্র ছিলেন রাঘবন। আর সন্তোষ (১৫), টি সেলভাম (৫৬), এম রাজকুমার (১৪), আর স্বামীনাথন (৫৬), এ গোবিন্দরাজ, এস ভরণী(১৩), নাগরাজ (৬০)। এরা সকলেই কালিমেদূর গ্রামের বাসিন্দা ছিলেন।
ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। মৃতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা সহ আহতদের দ্রুত ও সুষ্ঠু চিকিৎসা পরিষেবার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। আজই ঘটনাস্থলে যাওয়ার কথা মুখ্যমন্ত্রী স্ট্যালিন সহ রাজ্যের শিক্ষামন্ত্রী অনবিল মহেশ পয়্যামোঝির। দুর্ঘটনায় নিহতদের পরিজনকে ২ লক্ষ ও আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে প্রধানমন্ত্রীর দফতর।
পুলিশ সূত্রে খবর, ৯৪ তম সত্য বিঘা উৎসব উপলক্ষে তিরুনাভুক্কারাসার থাঞ্জাভুরের কলিমেদুর আপ্পার মদম মন্দিরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান উপলক্ষে কাঠের সুউচ্চ একটি রথকে সাজিয়ে তোলা হয়েছিল। বুধবার সকালে রথযাত্রার সেই অনুষ্ঠান ঘিরে স্থানীয় মানুষের সমাগম হয়। ওই রথটি বিদ্যুতের হাই ট্রান্সমিশন লাইনের সংস্পর্শে আসতেই রথে থাকা প্রত্যেকেই বিদ্যুৎস্পৃষ্ট হন৷ মন্দিরের ওই রথ বা পালকি একটি মোড় ঘোরার সময় উপরে থাকা বিদ্যুতের তারের সংস্পর্শে এসে দুর্ঘটনা ঘটে৷
পুলিশ আরও জানিয়েছে, এই ধরনের অনুষ্ঠান চলাকালীন সাধারণত বিপদ এড়ানোর জন্য বিদ্যুৎ সরবরাহকারী তারের সংযোগ বিচ্ছিন্ন করা থাকে৷ কিন্তু এবার রথের উচ্চতা বেশি না হওয়ায় সেটি তার পর্যন্ত পৌঁছবে না ভেবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়নি৷ কিন্তু রথ সাজানোর পর সেটির উচ্চতা বেড়ে যায়। যার ফলসরূপ এই মর্মান্তিক পরিণতি।
দুর্ঘটনার সময়ের একটি ভিডিওতে দেখা গিয়েছে, উচ্চ ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎবাহী তারের সংস্পর্শে এসে গোটা রথটিই পুড়ে গিয়েছে৷