০৬ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

‍‌‌‌‌‌‌পবিত্র কুরআনের প্রতি শত্রুতার অর্থ অজ্ঞতা

ইমামা খাতুন
  • আপডেট : ২৯ এপ্রিল ২০২২, শুক্রবার
  • / 33

পুবের কলম ওয়েবডেস্কঃ­  কুরআনের প্রতি শত্রুভাবাপন্ন মনোভাব অজ্ঞতার বহি:প্রকাশ ব্যতীত আর কিছু নয় বলে মন্তব্য করলেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। ইস্তান্বুলে আয়োজিত টিআরটি নেটওয়ার্কের কুরআন তেলাওয়াত প্রতিযোগিতায় উপস্থিত হয়ে এরদোগান বলেন, ‍‌‌‌‌‌‌’কিছু ইউরোপীয় দেশ ইসলাম ও মুসলিমদের বিরুদ্ধে গিয়ে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে।’ ক্ষুব্ধ হয়ে আরও বলেন, ‍‌‌‌‌‌‌’এমনও কিছু মানুষ আছে যারা কুরআন জ্বালিয়ে শত্রুতার প্রকাশ ঘটায়, এ ধরনের হামলা তাদের অজ্ঞতার বহি:প্রকাশ।’ তুর্কি প্রেসিডেন্টের কথায়, ‍‌‌‌‌‌‌’বরকতময় কুরআন যে একবার পাঠ করে তার পক্ষে এই গ্রন্থের প্রতি শত্রুতা পোষণ করা অসম্ভব। আমরা এই পবিত্র কেতাবের বিরুদ্ধে কোনও শত্রুতা সহ্য করব না। আমরা সর্বদা মনে রাখব যে, কুরআন পড়া, বোঝা ও  এ নিয়ে বেঁচে থাকাই আমাদের প্রধান কাজ।‘ এর আগে এরদোগান ইউরোপের রাজনীতিতে উগ্র ডানপন্থী ও বিদ্বেষী দলগুলির উত্থান নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন। বলেন, এই দলগুলি এখন ক্ষমতাসীন জোটে অন্তর্ভুক্ত হচ্ছে, ইউরোপে প্রভাব বিস্তার করছে।’ তাঁর কথায়, ‍‌‌‌‌‌‌’এটা অত্যন্ত দু:খের যে বিদ্বেষী দলগুলি এখন সরকারি জোটে রয়েছে।’উল্লেখ্য, এপ্রিলের ১৪ তারিখ সুইডেনের ডানপন্থী দল স্ট্রাম কুর্সের নেতা রাসমুস পালুদান মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থে আগুন লাগিয়ে দেন। ইউরোপের বুকে এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে তুরস্কসহ বিশ্বের বহু মুসলিম দেশ। গত সপ্তাহে তুর্কি বিদেশমন্ত্রক এক বিবৃতিতে জানায়, ‍‌‌‌‌‌‌’পবিত্র রমযান মাসে বিশ্বের বিভিন্ন প্রান্তে মুসলিমদের ওপর হামলার তীব্র নিন্দা জানাই।

 

আরও পড়ুন: খেলার বয়সে কুরআনে হাফেজ গাজার রাশাদ

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

‍‌‌‌‌‌‌পবিত্র কুরআনের প্রতি শত্রুতার অর্থ অজ্ঞতা

আপডেট : ২৯ এপ্রিল ২০২২, শুক্রবার

পুবের কলম ওয়েবডেস্কঃ­  কুরআনের প্রতি শত্রুভাবাপন্ন মনোভাব অজ্ঞতার বহি:প্রকাশ ব্যতীত আর কিছু নয় বলে মন্তব্য করলেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। ইস্তান্বুলে আয়োজিত টিআরটি নেটওয়ার্কের কুরআন তেলাওয়াত প্রতিযোগিতায় উপস্থিত হয়ে এরদোগান বলেন, ‍‌‌‌‌‌‌’কিছু ইউরোপীয় দেশ ইসলাম ও মুসলিমদের বিরুদ্ধে গিয়ে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে।’ ক্ষুব্ধ হয়ে আরও বলেন, ‍‌‌‌‌‌‌’এমনও কিছু মানুষ আছে যারা কুরআন জ্বালিয়ে শত্রুতার প্রকাশ ঘটায়, এ ধরনের হামলা তাদের অজ্ঞতার বহি:প্রকাশ।’ তুর্কি প্রেসিডেন্টের কথায়, ‍‌‌‌‌‌‌’বরকতময় কুরআন যে একবার পাঠ করে তার পক্ষে এই গ্রন্থের প্রতি শত্রুতা পোষণ করা অসম্ভব। আমরা এই পবিত্র কেতাবের বিরুদ্ধে কোনও শত্রুতা সহ্য করব না। আমরা সর্বদা মনে রাখব যে, কুরআন পড়া, বোঝা ও  এ নিয়ে বেঁচে থাকাই আমাদের প্রধান কাজ।‘ এর আগে এরদোগান ইউরোপের রাজনীতিতে উগ্র ডানপন্থী ও বিদ্বেষী দলগুলির উত্থান নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন। বলেন, এই দলগুলি এখন ক্ষমতাসীন জোটে অন্তর্ভুক্ত হচ্ছে, ইউরোপে প্রভাব বিস্তার করছে।’ তাঁর কথায়, ‍‌‌‌‌‌‌’এটা অত্যন্ত দু:খের যে বিদ্বেষী দলগুলি এখন সরকারি জোটে রয়েছে।’উল্লেখ্য, এপ্রিলের ১৪ তারিখ সুইডেনের ডানপন্থী দল স্ট্রাম কুর্সের নেতা রাসমুস পালুদান মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থে আগুন লাগিয়ে দেন। ইউরোপের বুকে এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে তুরস্কসহ বিশ্বের বহু মুসলিম দেশ। গত সপ্তাহে তুর্কি বিদেশমন্ত্রক এক বিবৃতিতে জানায়, ‍‌‌‌‌‌‌’পবিত্র রমযান মাসে বিশ্বের বিভিন্ন প্রান্তে মুসলিমদের ওপর হামলার তীব্র নিন্দা জানাই।

 

আরও পড়ুন: খেলার বয়সে কুরআনে হাফেজ গাজার রাশাদ