০২ অগাস্ট ২০২৫, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

মসজিদে আগুন লাগাল উগ্রবাদীরা

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৭ মে ২০২২, শনিবার
  • / 69

পুবের কলম, ওয়েবডেস্কঃ ফ্রান্সের উত্তর-পূর্বাঞ্চলীয় মেটজ প্রদেশে অবস্থিত তুর্কি-ইসলামিক ইউনিয়ন ফর রিলিজিয়াস অ্যাফেয়ার্সের (ডিআইটিআইবি) সঙ্গে যুক্ত একটি মসজিদে উগ্রবাদী হামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে অজ্ঞাত পরিচয় উগ্রবাদীরা মসজিদের দেওয়ালে তিনটি বোমার বিস্ফোরণ ঘটায় এবং এ থেকে আগুনের সূত্রপাত ঘটে। হতাহতের ঘটনা না ঘটলেও আগুন লেগে মসজিদটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

মিডিয়াকে বিষয়টি জানিয়েছেন মসজিদ অ্যাসোসিয়েশনের সভাপতি আলি দুরাক। তিনি বলেন, শেষ মুহূর্তে মসজিদটিকে সম্পূর্ণ পুড়ে যাওয়া থেকে রক্ষা করা সম্ভব হয়েছে। তিনি বলেন, আমরা এই ধরনের হামলা আশা করিনি।’

আরও পড়ুন: কেরিয়ারের দিশা দেখাচ্ছে মুম্বইয়ের মসজিদ

অ্যাসোসিয়েশন স্থানীয় সম্প্রদায়ের সঙ্গে অবিরাম যোগাযোগ করছে জানিয়ে দুরাক বলেন, মসজিদটিতে প্রথমবারের মতো হামলা হয়েছে। স্থানীয় কর্মকর্তারা হামলার পর পরই তাদের সঙ্গে যোগাযোগ করেছেন।এদিকে, তুর্কি মুসলিম অ্যাসোসিয়েশনের সমন্বয় কমিটি এক বিবৃতিতে বলেছে, দেশে মুসলিম-বিরোধী, বর্ণবাদী এবং জেনোফোবিক ঘটনা বাড়ছে। সর্বশেষ হামলাটি ইসলামোফোবিয়ার সঙ্গে সম্পর্কিত বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: আফগানিস্তানে মসজিদে বিস্ফোরণ, নিহত ১৬

 

আরও পড়ুন: চিনে মসজিদ ভাঙা নিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মসজিদে আগুন লাগাল উগ্রবাদীরা

আপডেট : ৭ মে ২০২২, শনিবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ ফ্রান্সের উত্তর-পূর্বাঞ্চলীয় মেটজ প্রদেশে অবস্থিত তুর্কি-ইসলামিক ইউনিয়ন ফর রিলিজিয়াস অ্যাফেয়ার্সের (ডিআইটিআইবি) সঙ্গে যুক্ত একটি মসজিদে উগ্রবাদী হামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে অজ্ঞাত পরিচয় উগ্রবাদীরা মসজিদের দেওয়ালে তিনটি বোমার বিস্ফোরণ ঘটায় এবং এ থেকে আগুনের সূত্রপাত ঘটে। হতাহতের ঘটনা না ঘটলেও আগুন লেগে মসজিদটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

মিডিয়াকে বিষয়টি জানিয়েছেন মসজিদ অ্যাসোসিয়েশনের সভাপতি আলি দুরাক। তিনি বলেন, শেষ মুহূর্তে মসজিদটিকে সম্পূর্ণ পুড়ে যাওয়া থেকে রক্ষা করা সম্ভব হয়েছে। তিনি বলেন, আমরা এই ধরনের হামলা আশা করিনি।’

আরও পড়ুন: কেরিয়ারের দিশা দেখাচ্ছে মুম্বইয়ের মসজিদ

অ্যাসোসিয়েশন স্থানীয় সম্প্রদায়ের সঙ্গে অবিরাম যোগাযোগ করছে জানিয়ে দুরাক বলেন, মসজিদটিতে প্রথমবারের মতো হামলা হয়েছে। স্থানীয় কর্মকর্তারা হামলার পর পরই তাদের সঙ্গে যোগাযোগ করেছেন।এদিকে, তুর্কি মুসলিম অ্যাসোসিয়েশনের সমন্বয় কমিটি এক বিবৃতিতে বলেছে, দেশে মুসলিম-বিরোধী, বর্ণবাদী এবং জেনোফোবিক ঘটনা বাড়ছে। সর্বশেষ হামলাটি ইসলামোফোবিয়ার সঙ্গে সম্পর্কিত বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: আফগানিস্তানে মসজিদে বিস্ফোরণ, নিহত ১৬

 

আরও পড়ুন: চিনে মসজিদ ভাঙা নিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ