১৪ অগাস্ট ২০২৫, বৃহস্পতিবার, ২৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

হংকংয়ের নতুন নেতা হচ্ছেন লি

ইমামা খাতুন
  • আপডেট : ৯ মে ২০২২, সোমবার
  • / 45

পুবের কলম ওয়েবডেস্কঃ হংকংয়ের নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন চিনপন্থী জন লি। ৬৪ বছর বয়সি লি আগে দেশটির নিরাপত্তাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। রবিবার লিকে অঞ্চলটির নতুন নেতা হিসেবে মনোনীত করে বেজিংয়ের অনুগত একটি কমিটি। এই লির তত্ত্বাবধানেই হংকংয়ের গণতান্ত্রিক আন্দোলনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছিল। ইউরোপীয় ইউনিয়ন এর মধ্যেই লির নিয়োগকে ‘গণতান্ত্রিক নীতিবহির্ভূত’ বলে উল্লেখ করেছে। নতুন নেতা হিসেবে লি-র নিয়োগ অনেকটাই নিশ্চিত ছিল। কারণ, আগের নেতা ক্যারি ল্যামের স্থলাভিষিক্ত হওয়ার জন্য চিনা সমর্থনপুষ্ট তিনিই একমাত্র প্রার্থী ছিলেন। লি অবশ্য আগে থেকেই আমেরিকার নিষেধাজ্ঞার আওতায় আছেন। সংক্ষিপ্ত সংবিধানে সর্বজনীন ভোটাধিকারের কথা বলা থাকলেও ১৯৯৭ সালে চিনের কাছে হস্তান্তরের পর হংকংয়ে গণতন্ত্র নেই। ১ হাজার ৪৬১ জনের সমন্বয়ে গঠিত ‘নির্বাচন কমিটি’ দেশটির নেতা নির্বাচন করে থাকে। গোপন ব্যালটে ভোটদানের পর দেখা যায়, ৯৯ শতাংশ ভোটই পড়েছে লি-র পক্ষে। বিপক্ষে পড়েছে আটটি ভোট। বেজিংয়ের পক্ষ থেকে নির্বাচনের ফলকে স্বাগত জানিয়ে বলা হয়েছে, হংকংয়ের সমাজে লি-র পক্ষে ব্যাপক জনমত আছে।

আরও পড়ুন: ৯৪৫ দিন পর মাস্ক পরার বাধ্যবাধকতা তুলল হংকং

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

হংকংয়ের নতুন নেতা হচ্ছেন লি

আপডেট : ৯ মে ২০২২, সোমবার

পুবের কলম ওয়েবডেস্কঃ হংকংয়ের নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন চিনপন্থী জন লি। ৬৪ বছর বয়সি লি আগে দেশটির নিরাপত্তাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। রবিবার লিকে অঞ্চলটির নতুন নেতা হিসেবে মনোনীত করে বেজিংয়ের অনুগত একটি কমিটি। এই লির তত্ত্বাবধানেই হংকংয়ের গণতান্ত্রিক আন্দোলনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছিল। ইউরোপীয় ইউনিয়ন এর মধ্যেই লির নিয়োগকে ‘গণতান্ত্রিক নীতিবহির্ভূত’ বলে উল্লেখ করেছে। নতুন নেতা হিসেবে লি-র নিয়োগ অনেকটাই নিশ্চিত ছিল। কারণ, আগের নেতা ক্যারি ল্যামের স্থলাভিষিক্ত হওয়ার জন্য চিনা সমর্থনপুষ্ট তিনিই একমাত্র প্রার্থী ছিলেন। লি অবশ্য আগে থেকেই আমেরিকার নিষেধাজ্ঞার আওতায় আছেন। সংক্ষিপ্ত সংবিধানে সর্বজনীন ভোটাধিকারের কথা বলা থাকলেও ১৯৯৭ সালে চিনের কাছে হস্তান্তরের পর হংকংয়ে গণতন্ত্র নেই। ১ হাজার ৪৬১ জনের সমন্বয়ে গঠিত ‘নির্বাচন কমিটি’ দেশটির নেতা নির্বাচন করে থাকে। গোপন ব্যালটে ভোটদানের পর দেখা যায়, ৯৯ শতাংশ ভোটই পড়েছে লি-র পক্ষে। বিপক্ষে পড়েছে আটটি ভোট। বেজিংয়ের পক্ষ থেকে নির্বাচনের ফলকে স্বাগত জানিয়ে বলা হয়েছে, হংকংয়ের সমাজে লি-র পক্ষে ব্যাপক জনমত আছে।

আরও পড়ুন: ৯৪৫ দিন পর মাস্ক পরার বাধ্যবাধকতা তুলল হংকং