২৮ জুলাই ২০২৫, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

৯ মাস অপেক্ষা নয়, বিদেশ ভ্রমণে শিথিল করোনা বুস্টার ডোজের নিয়ম

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১২ মে ২০২২, বৃহস্পতিবার
  • / 27

পুবের কলম, ওয়েবডেস্ক: বিদেশ ভ্রমণে শিথিল হল করোনা বুস্টার ডোজের নিয়ম। দ্বিতীয় ডোজের পর ৯’ মাসের বিরতিতে শিথিলতা আনা হল। কেন্দ্র সরকার জানিয়েছে, বিদেশ ভ্রমণের জন্য করোনার বুস্টার বা প্রিকওশন ডোজ নিতে আর ৯’ মাস অপেক্ষা করতে হবে না যাত্রী ও শিক্ষার্থীদের। বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, যেসব ভারতীয় ও শিক্ষার্থীরা বিদেশ ভ্রমণ করবেন, প্রয়োজনে তারা কেন্দ্রের নির্ধারিত গাইডলাইনের আগেই বুস্টার ডোজ নিতে পারবেন। তবে বিষয়টি নির্ভর করবে যাত্রীর গন্তব্যস্থলের উপরে। কারণ তারা যে দেশে যাবেন, সেই দেশের সরকারের কোভিডবিধি মেনেই ভারত সরকারের নির্ধারিত সময়ের আগে তারা বুস্টার ডোজ নিতে পারবেন।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডাঃ মনসুখ মাণ্ডাবিয়া সোশ্যাল মিডিয়ায় বলেছেন, যে সকল ভারতীয় নাগরিক ও শিক্ষার্থী বিদেশে যাবেন তারা এখন গন্তব্য দেশের নির্দেশিকা মেনে প্রিকওশন ডোজ নিতে পারেন। এই নতুন সুবিধাটি কো-উইন পোর্টাল মারফত খুব শীঘ্রই জানা যাবে।

আরও পড়ুন: মোদির সঙ্গে আদানির বিদেশ ভ্রমণের হিসেব জানতে চেয়ে সংসদে কংগ্রেস সাংসদের নোটিশ

ভারতে করোনাভাইরাস টিকাকরণের বিষয়টি নিয়ন্ত্রণ করে ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইসারি গ্রুপ অন ইমিউনাইজেশন (এনটিজিআই)। বুস্টার ডোজের নিয়ম শিথিল করা যায় কিনা, তা নিয়ে আলোচনা চালাচ্ছিল এই গ্রুপটি। এনটিজিআই দ্বিতীয় ডোজ এবং বুস্টার জাবের মধ্যে ৯ মাসের ব্যবধানের আগে বিদেশ ভ্রমণে ভারতীয় নাগরিকদের গন্তব্য দেশের কোভিড বিধিনিষেধ মেনে বুস্টার ডোজ নেওয়ার সিদ্ধান্তকে স্বীকৃতি দেয়। তার পরই এই সিদ্ধান্তকে শিলমোহর দেয় স্বাস্থ্যমন্ত্রক। তবে প্রত্যেকের জন্য ৯ থেকে ৬ মাস ব্যবধান কমানোর বিষয়ে এনটিজিআই দ্বারা কোনও সুপারিশ করা হয়নি। যারা বিদেশ ভ্রমণে যাবে এই ছাড় একমাত্র তারাই পাবে।

ভারতের স্বাস্থ্যমন্ত্রকের কাছে বিদেশে যাওয়ার জন্য বুস্টার ডোজ নিয়ে আবেদন জমা পড়ে। এর মধ্যে রয়েছে
চাকরি, শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি। এমনকি ভারতের সরকারি প্রতিনিধি দল খেলা ও বৈঠকে যোগদানের জন্য বিদেশে ভ্রমণের জন্য কেন্দ্রের নির্ধারিত করোনা গাইডলাইনের আগে বুস্টার ডোজের আবেদন জানান।

উল্লেখ্য, কেন্দ্র সরকারে নির্দেশিকা অনুযায়ী ১৮ বছর হলেই দ্বিতীয় ডোজ নেওয়ার ৯ মাস ব্যবধান দিয়ে প্রিকওশন বা সতর্কতামূলক ডোজ নেওয়া যাবে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

৯ মাস অপেক্ষা নয়, বিদেশ ভ্রমণে শিথিল করোনা বুস্টার ডোজের নিয়ম

আপডেট : ১২ মে ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: বিদেশ ভ্রমণে শিথিল হল করোনা বুস্টার ডোজের নিয়ম। দ্বিতীয় ডোজের পর ৯’ মাসের বিরতিতে শিথিলতা আনা হল। কেন্দ্র সরকার জানিয়েছে, বিদেশ ভ্রমণের জন্য করোনার বুস্টার বা প্রিকওশন ডোজ নিতে আর ৯’ মাস অপেক্ষা করতে হবে না যাত্রী ও শিক্ষার্থীদের। বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, যেসব ভারতীয় ও শিক্ষার্থীরা বিদেশ ভ্রমণ করবেন, প্রয়োজনে তারা কেন্দ্রের নির্ধারিত গাইডলাইনের আগেই বুস্টার ডোজ নিতে পারবেন। তবে বিষয়টি নির্ভর করবে যাত্রীর গন্তব্যস্থলের উপরে। কারণ তারা যে দেশে যাবেন, সেই দেশের সরকারের কোভিডবিধি মেনেই ভারত সরকারের নির্ধারিত সময়ের আগে তারা বুস্টার ডোজ নিতে পারবেন।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডাঃ মনসুখ মাণ্ডাবিয়া সোশ্যাল মিডিয়ায় বলেছেন, যে সকল ভারতীয় নাগরিক ও শিক্ষার্থী বিদেশে যাবেন তারা এখন গন্তব্য দেশের নির্দেশিকা মেনে প্রিকওশন ডোজ নিতে পারেন। এই নতুন সুবিধাটি কো-উইন পোর্টাল মারফত খুব শীঘ্রই জানা যাবে।

আরও পড়ুন: মোদির সঙ্গে আদানির বিদেশ ভ্রমণের হিসেব জানতে চেয়ে সংসদে কংগ্রেস সাংসদের নোটিশ

ভারতে করোনাভাইরাস টিকাকরণের বিষয়টি নিয়ন্ত্রণ করে ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইসারি গ্রুপ অন ইমিউনাইজেশন (এনটিজিআই)। বুস্টার ডোজের নিয়ম শিথিল করা যায় কিনা, তা নিয়ে আলোচনা চালাচ্ছিল এই গ্রুপটি। এনটিজিআই দ্বিতীয় ডোজ এবং বুস্টার জাবের মধ্যে ৯ মাসের ব্যবধানের আগে বিদেশ ভ্রমণে ভারতীয় নাগরিকদের গন্তব্য দেশের কোভিড বিধিনিষেধ মেনে বুস্টার ডোজ নেওয়ার সিদ্ধান্তকে স্বীকৃতি দেয়। তার পরই এই সিদ্ধান্তকে শিলমোহর দেয় স্বাস্থ্যমন্ত্রক। তবে প্রত্যেকের জন্য ৯ থেকে ৬ মাস ব্যবধান কমানোর বিষয়ে এনটিজিআই দ্বারা কোনও সুপারিশ করা হয়নি। যারা বিদেশ ভ্রমণে যাবে এই ছাড় একমাত্র তারাই পাবে।

ভারতের স্বাস্থ্যমন্ত্রকের কাছে বিদেশে যাওয়ার জন্য বুস্টার ডোজ নিয়ে আবেদন জমা পড়ে। এর মধ্যে রয়েছে
চাকরি, শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি। এমনকি ভারতের সরকারি প্রতিনিধি দল খেলা ও বৈঠকে যোগদানের জন্য বিদেশে ভ্রমণের জন্য কেন্দ্রের নির্ধারিত করোনা গাইডলাইনের আগে বুস্টার ডোজের আবেদন জানান।

উল্লেখ্য, কেন্দ্র সরকারে নির্দেশিকা অনুযায়ী ১৮ বছর হলেই দ্বিতীয় ডোজ নেওয়ার ৯ মাস ব্যবধান দিয়ে প্রিকওশন বা সতর্কতামূলক ডোজ নেওয়া যাবে।