১৪ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ২৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

নয়া শিক্ষাবর্ষে ১৫ মে থেকে স্নাতক ও স্নাতকোত্তরে  অনলাইনে ভর্তির আবেদন শুরু

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৩ মে ২০২২, শুক্রবার
  • / 50

সেখ কুতুবউদ্দিন: আলিয়া বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের স্নাতক ও স্নাতকোত্তরের ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু করল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার জানা গিয়েছে, স্নাতক (ইউজি), স্নাতকোত্তর (পিজি), ইনট্রিগ্রেটেড এমবিএ (বিবিএ-এমবিএ) এবং এডুকেশন প্রোগ্রামের জন্য ভর্তির আবেদন গ্রহণ করবে বিশ্ববিদ্যালয়। আগামী ১৫ মে থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে। আবেদনের শেষ তারিখ ৫ জুন। www.aliah.ac.in এই ওয়েবসাইটে আবেদন করতে পারবেন পড়ুয়ারা।

এদিকে সেমিস্টার পরীক্ষার দিনক্ষণ প্রকাশ করেছে আলিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ২৫ মার্চের নির্দেশিকা অনুসারে বিটেক-এর ৬  ষষ্ট এবং ৮ ম সেমিস্টার। বিসিএ, এমসিএ এবং এমবিএ -এর ফাইনাল সেমিস্টারের পরীক্ষা শুরু হয় বৃহস্পতিবার থেকে। ১০০ নম্বরের পরীক্ষা। এর মধ্যে ৪০ নম্বরের লিখিত। ৪০ নম্বরের অ্যানাইনমেন্ট এবং ২০ নম্বরের টি.এ পরীক্ষা নেওয়া হচ্ছে।  অন্যান্য বিষয়ের ১০০ নম্বরের মধ্যে ৮০ শতাংশ নম্বরের পরীক্ষা হবে লিখিত এবং ২০ শতাংশ টি.এ.। ফাইনাল ইয়ারের পরীক্ষার ফল বের হবে ২১ জুলাই। অন-ফাইনাল ইয়ারের ফল বের হবে ১৭ আগস্ট।

আরও পড়ুন: Jamia Millia: নতুন শিক্ষাবর্ষে ফি বৃদ্ধি দ্বিগুণ, একলাফে ৪১ শতাংশ বৃদ্ধি

এদিকে, পরীক্ষার্থীদের দাবি ছিল, অনলাইনের মাধ্যমে পরীক্ষা করতে হবে।

আরও পড়ুন: অক্টোবর থেকেই শুরু করতে হবে নয়া শিক্ষাবর্ষ, নির্দেশিকা UGC’র

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, পুরোপুরি ইউজিসির গাইডলাইন মেনে ভর্তি নেওয়া হচ্ছে। উল্লেখ্য, আলিয়া বিশ্ববিদ্যালয়ে সমস্ত বিভাগ মিলে প্রায় ৫ হাজার ছাত্রছাত্রী রয়েছে। পড়ুয়াদের সুবিধার্থে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ  বিভিন্ন উদ্যোগ নেওয়া শুরু করেছে। বিশ্ববিদ্যালয়ে গড়ে উঠেছে অত্যাধুনিক ল্যাব। তবে রাজ্যের সংখ্যালঘু দফতর আরও ইতিবাচক পদক্ষেপ নিলে আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত কাজগুলি সম্পন্ন  হলে গবেষক ও পড়ুয়াদের সুবিধা হবে। এই নিয়ে গবেষকদের আর্জি, বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ও গবেষকরা ভালো সাফল্য পাচ্ছে। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলিয়ার পড়ুয়াদের সাফল্যে সুনাম করেছে। সেই ক্ষেত্রে আলিয়া বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়নে যদি আরও জোর দেওয়া যায় তার জন্য বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ও ছাত্রছাত্রীরা একাধিকবার দাবি তুলেছেন।

এদিকে বিশ্ববিদ্যালয়ের ন্যাকের কাজকর্ম এখনও বাকি রয়েছে, সেই কাজ সম্পন্ন করে যাতে ন্যাকের স্বীকৃতি পায় তার জন্য বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, গবেষক ও ছাত্রছাত্রীরা বার বার দাবি জানিয়েছে আসছে। এখন ভর্তি শুরু হবে। তার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামোর ঘাটতি যাতে সম্পন্ন করা যায়, তার উদ্যোগ নিতে হবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট দফতরকে।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নয়া শিক্ষাবর্ষে ১৫ মে থেকে স্নাতক ও স্নাতকোত্তরে  অনলাইনে ভর্তির আবেদন শুরু

আপডেট : ১৩ মে ২০২২, শুক্রবার

সেখ কুতুবউদ্দিন: আলিয়া বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের স্নাতক ও স্নাতকোত্তরের ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু করল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার জানা গিয়েছে, স্নাতক (ইউজি), স্নাতকোত্তর (পিজি), ইনট্রিগ্রেটেড এমবিএ (বিবিএ-এমবিএ) এবং এডুকেশন প্রোগ্রামের জন্য ভর্তির আবেদন গ্রহণ করবে বিশ্ববিদ্যালয়। আগামী ১৫ মে থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে। আবেদনের শেষ তারিখ ৫ জুন। www.aliah.ac.in এই ওয়েবসাইটে আবেদন করতে পারবেন পড়ুয়ারা।

এদিকে সেমিস্টার পরীক্ষার দিনক্ষণ প্রকাশ করেছে আলিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ২৫ মার্চের নির্দেশিকা অনুসারে বিটেক-এর ৬  ষষ্ট এবং ৮ ম সেমিস্টার। বিসিএ, এমসিএ এবং এমবিএ -এর ফাইনাল সেমিস্টারের পরীক্ষা শুরু হয় বৃহস্পতিবার থেকে। ১০০ নম্বরের পরীক্ষা। এর মধ্যে ৪০ নম্বরের লিখিত। ৪০ নম্বরের অ্যানাইনমেন্ট এবং ২০ নম্বরের টি.এ পরীক্ষা নেওয়া হচ্ছে।  অন্যান্য বিষয়ের ১০০ নম্বরের মধ্যে ৮০ শতাংশ নম্বরের পরীক্ষা হবে লিখিত এবং ২০ শতাংশ টি.এ.। ফাইনাল ইয়ারের পরীক্ষার ফল বের হবে ২১ জুলাই। অন-ফাইনাল ইয়ারের ফল বের হবে ১৭ আগস্ট।

আরও পড়ুন: Jamia Millia: নতুন শিক্ষাবর্ষে ফি বৃদ্ধি দ্বিগুণ, একলাফে ৪১ শতাংশ বৃদ্ধি

এদিকে, পরীক্ষার্থীদের দাবি ছিল, অনলাইনের মাধ্যমে পরীক্ষা করতে হবে।

আরও পড়ুন: অক্টোবর থেকেই শুরু করতে হবে নয়া শিক্ষাবর্ষ, নির্দেশিকা UGC’র

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, পুরোপুরি ইউজিসির গাইডলাইন মেনে ভর্তি নেওয়া হচ্ছে। উল্লেখ্য, আলিয়া বিশ্ববিদ্যালয়ে সমস্ত বিভাগ মিলে প্রায় ৫ হাজার ছাত্রছাত্রী রয়েছে। পড়ুয়াদের সুবিধার্থে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ  বিভিন্ন উদ্যোগ নেওয়া শুরু করেছে। বিশ্ববিদ্যালয়ে গড়ে উঠেছে অত্যাধুনিক ল্যাব। তবে রাজ্যের সংখ্যালঘু দফতর আরও ইতিবাচক পদক্ষেপ নিলে আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত কাজগুলি সম্পন্ন  হলে গবেষক ও পড়ুয়াদের সুবিধা হবে। এই নিয়ে গবেষকদের আর্জি, বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ও গবেষকরা ভালো সাফল্য পাচ্ছে। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলিয়ার পড়ুয়াদের সাফল্যে সুনাম করেছে। সেই ক্ষেত্রে আলিয়া বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়নে যদি আরও জোর দেওয়া যায় তার জন্য বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ও ছাত্রছাত্রীরা একাধিকবার দাবি তুলেছেন।

এদিকে বিশ্ববিদ্যালয়ের ন্যাকের কাজকর্ম এখনও বাকি রয়েছে, সেই কাজ সম্পন্ন করে যাতে ন্যাকের স্বীকৃতি পায় তার জন্য বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, গবেষক ও ছাত্রছাত্রীরা বার বার দাবি জানিয়েছে আসছে। এখন ভর্তি শুরু হবে। তার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামোর ঘাটতি যাতে সম্পন্ন করা যায়, তার উদ্যোগ নিতে হবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট দফতরকে।