স্বপ্নভঙ্গেও মহামেডানের সেরা পাওনা মার্কাস জোসেফ
- আপডেট : ১৫ মে ২০২২, রবিবার
- / 50
পূবের কলম ওয়েবডেস্ক: না, শেষ রক্ষা হল না মহামেডান স্পোর্টিংয়ের। কেরালার গোকুলাম এফসির কাছে ২-১ গোলে হেরে প্রথমবারের জন্য আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল সাদাকালো ব্রিগেডের। যুবভারতী ক্রীড়াঙ্গনে এদিন প্রায় ৪৮০০০ দর্শক এসেছিলেন প্রিয় দল মহামেডান স্পোর্টিংয়ের খেলা দেখবেন বলে। তারিয়ে তারিয়ে দলের চ্যাম্পিয়ন সবাই উপভোগ করতে চেয়েছিল তারা। প্রথমার্ধে দৃষ্টিনন্দন ফুটবল খেলেও সেই লক্ষ্য ছুতে পারল না মহামেডান স্পোর্টিং। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধের কয়েক মিনিটের মধ্যেই মহামেডান ডিফেন্সের ভুলে এগিয়ে যায় গোকুলম। কিছুক্ষণের মধ্যেই সেট পিস থেকে মার্কাস জোসেফের শটে পা ছুঁয়ে গোল করেন আজারউদ্দিন মল্লিক। কিন্তু সেই সমতা বেশিক্ষণ বজায় থাকলো না। কিছুক্ষণের মধ্যেই দ্বিতীয় গোল করে গোকুলম আই লিগের ইতিহাসে নতুন কাহিনী লিখল। পরপর দুবার আই লিগ চ্যাম্পিয়ন হয়ে ভারতীয় ফুটবলের ইতিহাসে নজির সৃষ্টি করল গোকুলাম এফসি। আর মহামেডানকে থাকতে হল দ্বিতীয় হয়ে। চাম্পিয়ন হওয়া হলো না। স্বপ্নভঙ্গের যন্ত্রণার মাঝে সান্তনা একটাই। প্রতিযোগিতার সর্বোচ্চ গোল স্কোরার মহামেডান স্পোর্টিংয়ের মার্কাস জোসেফ। গোটা প্রতিযোগিতায় তার গোল সংখ্যা ১৫ টি। প্রতিযোগিতার সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়ার সঙ্গে সঙ্গে মহামেডানের এই বিদেশী স্ট্রাইকার প্রতিযোগিতার সেরা ফরোয়ার্ড নির্বাচিত হয়েছেন।






























