১০ নভেম্বর ২০২৫, সোমবার, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

গরমে প্রিয় পোষ্যদের আরাম দিতে কি করলেন মাস্টারব্লাস্টার, ভাইরাল ভিডিও

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১৬ মে ২০২২, সোমবার
  • / 37

https://www.instagram.com/p/CdVk60Pgs83/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again

পুবের কলম ওয়েবডেস্কঃ ২২ গজেও তিনি যেমন ছিলেন ভারতীয় দলের অন্যতম স্তম্ভ। তেমনই খেলা থেকে অবসর নেওয়ার পরেও কিংবদন্তী ক্রিকেটার শচীন রমেশ তেন্ডুলকার একইভাবে দায়িত্বশীল পরিবার থেকে পোষ্য সকলের প্রতিই। খুব সম্প্রতি ভাইরাল হয়েছে  মাস্টার ব্লাস্টারের পোষ্য সারমেয়দের স্নান করানোর ছবি এবং ভিডিও।

ম্যাক্স এবং স্পাইক দুই আদরের সারমেয়কে স্নান করাতে দেখা গিয়েছে মাস্টার-ব্লাস্টারকে। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ইতিমধ্যেই ৩০ লক্ষের কাছাকাছি ভিউ হয়েছে।

ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে শচীন তার দুই আদরের সারমেয়কে পরম যন্তে স্নান করাচ্ছেন। স্নানের শেষে  দুই পোষ্যকে তোয়ালে দিয়ে গা মুছে দিতেও দেখা গিয়েছে মাস্টার-ব্লাস্টারকে। একটা বিশেষ শ্যাম্পু  দিয়ে গা ধুয়ে দিচ্ছেন, পরিস্কার করে দিচ্ছেন পা। শচীনের এই ভূমিকায় আপ্লুত নেটিজেনরা।কিছুদিন আগেই ভাইরাল হয়েছে ফার্ম হাউসে একটি আহত পাখির পরিচর্যায় ব্যস্ত থাকতে দেখা গিয়েছে ক্রিকেটের এই মহাতারকাকে।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

গরমে প্রিয় পোষ্যদের আরাম দিতে কি করলেন মাস্টারব্লাস্টার, ভাইরাল ভিডিও

আপডেট : ১৬ মে ২০২২, সোমবার

https://www.instagram.com/p/CdVk60Pgs83/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again

পুবের কলম ওয়েবডেস্কঃ ২২ গজেও তিনি যেমন ছিলেন ভারতীয় দলের অন্যতম স্তম্ভ। তেমনই খেলা থেকে অবসর নেওয়ার পরেও কিংবদন্তী ক্রিকেটার শচীন রমেশ তেন্ডুলকার একইভাবে দায়িত্বশীল পরিবার থেকে পোষ্য সকলের প্রতিই। খুব সম্প্রতি ভাইরাল হয়েছে  মাস্টার ব্লাস্টারের পোষ্য সারমেয়দের স্নান করানোর ছবি এবং ভিডিও।

ম্যাক্স এবং স্পাইক দুই আদরের সারমেয়কে স্নান করাতে দেখা গিয়েছে মাস্টার-ব্লাস্টারকে। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ইতিমধ্যেই ৩০ লক্ষের কাছাকাছি ভিউ হয়েছে।

ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে শচীন তার দুই আদরের সারমেয়কে পরম যন্তে স্নান করাচ্ছেন। স্নানের শেষে  দুই পোষ্যকে তোয়ালে দিয়ে গা মুছে দিতেও দেখা গিয়েছে মাস্টার-ব্লাস্টারকে। একটা বিশেষ শ্যাম্পু  দিয়ে গা ধুয়ে দিচ্ছেন, পরিস্কার করে দিচ্ছেন পা। শচীনের এই ভূমিকায় আপ্লুত নেটিজেনরা।কিছুদিন আগেই ভাইরাল হয়েছে ফার্ম হাউসে একটি আহত পাখির পরিচর্যায় ব্যস্ত থাকতে দেখা গিয়েছে ক্রিকেটের এই মহাতারকাকে।