২৭ জুলাই ২০২৫, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

মাছ ধরতে গিয়ে স্ত্রীর সামনেই নদীতে তলিয়ে গেলেন স্বামী

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১৭ মে ২০২২, মঙ্গলবার
  • / 21

ওবাইদুল্লা লস্কর, ডায়মন্ডহারবারঃ  নদীতে মাছ ধরতে গিয়ে স্ত্রী আদরির সামনে থেকে নদীর জলে তলিয়ে গেল স্বামী অসিত সরদার | স্থানীয় সূত্রে জানা যায় মথুরাপুর দু নম্বর ব্লকের রায়দিঘি বিধানসভার দক্ষিণ কনকন দিঘী মুন্ডা পাড়া এলাকার বাসিন্দা অসিত সরদার মাছ কাঁকড়া ও মিন  ধরে জীবিকা নির্বাহ করেন | গতকাল অর্থাৎ সোমবার সকাল দশটা নাগাদ তিনি মিন ধরতে যান মনি নদীতে | অসিত সরদার জাল নিয়ে মিন ধরতে ব্যস্ত ছিল নদীতে স্ত্রী আদরি চরের উপর বসে মাছ কুড়ারছিল|  বেশ কিছু সময় অতিবাহিত হওয়ার পর স্বামী জাল নিয়ে উপরে আসছেনা দেখে খোঁজাখুঁজি শুরু করে দেয় স্ত্রী আদরি সরদার | স্থানীয় বাসিন্দাদের অনুমান তিনি  মিন ধরতে গভীর নদীতে চলে যায় এবং তার ফলেই হয়তো তলিয়ে যেতে পারে| দীর্ঘক্ষন খোঁজাখুঁজির পর না পাওয়ায় আজ সকালে প্রশাসনকে খবর দেয়া হয় |  ইতিমধ্যেই নিখোঁজ মৎস্যজীবীর খোঁজে ডুবুরি নামানো হয়েছে মনে নদীতে| পাশাপাশি রায়দিঘি বিধায়ক ঘটনাস্থল পরিদর্শনে আসেন।

আরও পড়ুন: সুন্দরবনের নদী উপকূলবর্তী ২০০টি নদী বাঁধ সংস্কারের উদ্যোগ নিল সেচ দফতর

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মাছ ধরতে গিয়ে স্ত্রীর সামনেই নদীতে তলিয়ে গেলেন স্বামী

আপডেট : ১৭ মে ২০২২, মঙ্গলবার

ওবাইদুল্লা লস্কর, ডায়মন্ডহারবারঃ  নদীতে মাছ ধরতে গিয়ে স্ত্রী আদরির সামনে থেকে নদীর জলে তলিয়ে গেল স্বামী অসিত সরদার | স্থানীয় সূত্রে জানা যায় মথুরাপুর দু নম্বর ব্লকের রায়দিঘি বিধানসভার দক্ষিণ কনকন দিঘী মুন্ডা পাড়া এলাকার বাসিন্দা অসিত সরদার মাছ কাঁকড়া ও মিন  ধরে জীবিকা নির্বাহ করেন | গতকাল অর্থাৎ সোমবার সকাল দশটা নাগাদ তিনি মিন ধরতে যান মনি নদীতে | অসিত সরদার জাল নিয়ে মিন ধরতে ব্যস্ত ছিল নদীতে স্ত্রী আদরি চরের উপর বসে মাছ কুড়ারছিল|  বেশ কিছু সময় অতিবাহিত হওয়ার পর স্বামী জাল নিয়ে উপরে আসছেনা দেখে খোঁজাখুঁজি শুরু করে দেয় স্ত্রী আদরি সরদার | স্থানীয় বাসিন্দাদের অনুমান তিনি  মিন ধরতে গভীর নদীতে চলে যায় এবং তার ফলেই হয়তো তলিয়ে যেতে পারে| দীর্ঘক্ষন খোঁজাখুঁজির পর না পাওয়ায় আজ সকালে প্রশাসনকে খবর দেয়া হয় |  ইতিমধ্যেই নিখোঁজ মৎস্যজীবীর খোঁজে ডুবুরি নামানো হয়েছে মনে নদীতে| পাশাপাশি রায়দিঘি বিধায়ক ঘটনাস্থল পরিদর্শনে আসেন।

আরও পড়ুন: সুন্দরবনের নদী উপকূলবর্তী ২০০টি নদী বাঁধ সংস্কারের উদ্যোগ নিল সেচ দফতর