নাইজেরিয়ায় বন্দুক হামলা নিহত ৫০

- আপডেট : ২৪ মে ২০২২, মঙ্গলবার
- / 36
পুবের কলম ওয়েবডেস্কঃ নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বর্নো রাজ্যের রান শহরে বন্দুকধারীদের হামলায় ৫০ জন নিহত হয়েছেন। এ হামলার পর নিখোঁজ রয়েছেন অনেকে। ২০০৯ সাল থেকেই নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চল ও বর্নো রাজ্যে সন্ত্রাসী তৎপরতা চলছে। সেই থেকে এখনও পর্যন্ত বিভিন্ন হামলায় সাড়ে তিন লক্ষ মানুষের মৃত্যু হয়েছে। বাস্তুচ্যুত হয়েছে লক্ষাধিক মানুষ। গত রবিবার বর্নো রাজ্যে হামলার জন্য স্থানীয় সন্ত্রাসীদের দায়ী করেছেন বাসিন্দারা। নাইজেরিয়ার সেনা মুখপাত্র ব্রিগেডিয়ার বাসিক ওনিমা নোয়াচুকু তাৎক্ষণিকভাবে এ ব্যাপারে কোনও মন্তব্য করেননি। আরন টম নামের স্থানীয় এক কৃষক বলেন, ‘খামারে কাজ করার সময় নির্দোষ মানুষদের হত্যা করা হয়েছে। এ নিয়ে আমরা সবাই কষ্টে আছি। রানে আমরা ৫০ জনকে সমাহিত করেছি। তাঁরা বর্ষা শুরুর হওয়ার আগে নিজেদের জমি সাফ করতে গিয়েছিলেন। অন্যরা জ্বালানি সংগ্রহ করতে গিয়েছিলেন।’