কোয়াড বৈঠক শেষে বিদেশী রাষ্ট্রনেতারা জাপান ছাড়তেই মিশাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণ কিমের
- আপডেট : ২৫ মে ২০২২, বুধবার
- / 31
পুবের কলম ওয়েবডেস্কঃ দু দিনের কোয়াড সন্মেলন শেষ হওয়ার পর একে একে জাপান ছাড়ছেন বিদেশী রাষ্ট্রনেতারা। জাপান ছেড়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও। কোয়াড বৈঠকের পর বাইডেন মঙ্গলবার দেশে ফিরে যান। বুধবারেই তিনটে মিশাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণ করলো কিমের উত্তর কোরিয়া।
এই মিসাইল গুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য উৎক্ষেপণ হচ্ছে নয়া আন্তর্মহাদেশীয় ক্ষেপণাস্ত্র ‘হওয়াসং-১৭’। উত্তর কোরিয়ার রাজধানী পিয়াংইয়াং থেকে অনতিদূরে সুনান এলাকা থেকে এই তিনটি ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে বলে সংবাদসংস্থা সূত্রের খবর। উত্তর কোরিয়ার এই হেন আচরণে ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়া।
জাপানের প্রতিরক্ষামন্ত্রী নবুও কিশি জানিয়েছেন, একটি মিসাইল ভূপৃষ্ট থেকে প্রায় ৫৫০ কিলোমিটার উপরে উঠে ৩০০ কিলোমিটার পর্যন্ত যায়। অন্যটি ৫০ কিলোমিটার উচ্চতায় পৌঁছে ৭৫০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। জাপানের প্রতিরক্ষা মন্ত্রী বিবৃতি দিয়ে বলেছেন এই ধরনের উস্কানিমূলক কাজ কোনভাবেই অভিপ্রেত নয়।
মিসাইল উৎক্ষেপণের পর দক্ষিণ কোরিয়া নিরাপত্তা পরিষদ জরুরি বৈঠকও করে। উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রও।