এবার মার্কিন হাসপাতালে বন্দুক হামলায় নিহত ৪
- আপডেট : ২ জুন ২০২২, বৃহস্পতিবার
- / 64
পুবের কলম ওয়েবডেস্কঃ আমেরিকার ওকলাহোমা অঙ্গরাজ্যের টুলসা শহরের এক হাসপাতালে বন্দুকধারীর গুলিতে ৪ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। নিরাপত্তা বাহিনী জানিয়েছে, সন্দেহভাজন বন্দুকধারীও গুলিতে নিহত হয়েছে। বুধবার টুলসার সেন্ট ফ্রান্সিস হাসপাতালে একটি রাইফেল নিয়ে হামলা চালায় এক ব্যক্তি। স্থানীয় সময় বিকাল ৪টা ৫২ মিনিটে পুলিশ এ সংক্রান্ত একটি কল পায় এবং তিন মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ জানিয়েছে, মাত্র সপ্তাহখানেক আগে টেক্সাসের একটি স্কুলে গুলির ঘটনার শোকই কাটিয়ে উঠতে পারেনি মার্কিনিরা। এরই মধ্যে এমন আরেকটি ঘটনা প্রত্যক্ষ করলেন তারা। পুলিশ জানায়, সন্দেহভাজন ওই বন্দুকধারীও এ ঘটনায় নিহত হয়েছে। তবে সে নিরাপত্তা বাহিনীর সদস্যদের গুলিতে নিহত হয়েছে, নাকি নিজেই নিজেকে গুলি করেছে তা এখনও স্পষ্ট না। টুলসা পুলিশের অফিশিয়াল ফেসবুক পেজে বলা হয়েছে, ঘটনাস্থলে পুলিশ এখনও তল্লাশি চালাচ্ছে। এ বিষয়ে আরও তথ্যের জন্য অনুসন্ধান চালানো হচ্ছে। ঘটনার পর টুলসার পুলিশ প্রধান জনাথন ব্রুকস বলেন, বন্দুকধারীর পরিচয় বের করার চেষ্টা করছে পুলিশ। তাঁর বয়স ৩৫ থেকে ৪০ বছর বলে ধারণা করা হচ্ছে। বন্দুকধারীর হাতে রাইফেল ও পিস্তল ছিল। হামলার খবর প্রেসিডেন্ট জো বাইডেনকে জানানো হয়েছে।