সেঞ্চুরি মন্ত্রীমশাইয়ের, সেমিফাইনালে বাংলা
- আপডেট : ১০ জুন ২০২২, শুক্রবার
- / 18
পুবের কলম ওয়েবডেস্কঃ একাধারে রাজ্যের মন্ত্রিত্ব, আবার অন্যধারে ক্রিকেট। দুটোতেই যে সমানভাবে ভারসাম্য রক্ষা করে চলেছেন মনোজ তিওয়ারী তাতে কোন সন্দেহ নাই, তার ক্রিকেট কেরিয়ার শেষ হয়ে গেছে, তাই তিনি রাজনীতিতে এসেছেন এই ধরনের মন্তব্য যারা করেছিলেন তাদের সমালোচনার আগুন নিভিয়ে দিলেন বাংলার মনোজ তিওয়ারি। বেঙ্গালুরুতে রঞ্জির কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত শতরান করলেন বাংলার মন্ত্রী মশাই। প্রথম ইনিংসে ফিরে গিয়েছিলেন ৭৩ রানে । সেঞ্চুরির দোরগোড়া থেকে ফিরে যাওয়ার একটা আক্ষেপ ছিল। দ্বিতীয় ইনিংসে সেই আক্ষেপ মিটিয়ে নিলেন মনোজ। প্রথম শ্রেণীর ক্রিকেটে ২৮ টি সেঞ্চুরি এল মনোজের ব্যাট থেকে। পায়ের চোটের জন্য দীর্ঘদিন বাংলার ক্রিকেটের বাইরে ছিলেন। ফিরে এসেছিলেন রঞ্জিতে। প্রথমদিকে সেভাবে রান করতে পারছিলেন না। নকআউট পর্বে বুঝিয়ে দিলেন শুধু মন্ত্রিত্ব নয় ব্যাট হাতেও তিনি সমান স্বচ্ছন্দ। তার ১৩৬ রানের সুবাদে বাংলা দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ৩১৮ রান তুলল। প্রথম ইনিংসে ৪৭৫ রানে এগিয়ে থাকার সুবাদে রঞ্জি ট্রফির সেমিফাইনালে উঠে গেল টিম বাংলা।






























