২৭ জুলাই ২০২৫, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

নবী সা. কে নিয়ে মন্তব্য: উলুবেড়িয়ার সাব ডিভিশনে জারি কারফিউ

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১১ জুন ২০২২, শনিবার
  • / 108

পুবের কলম, ওয়েবডেস্ক: বিজেপির সাসপেন্ডেড নেত্রী নূপুর শর্মার নবী সা. কে নিয়ে করা মন্তব্যের জেরে উত্তপ্ত হাওড়া সহ তার আশেপাশের অঞ্চল। ইতিমধ্যেই এই ঘটনায় উলুবেড়িয়া সাব ডিভিশনে কারফিউ জারি হয়েছে। ১৩ জুন পর্যন্ত এই কারফিউ জারি থাকবে।

রাজ্যের একাধিক জায়গায় চলছে বিক্ষোভ। ঘটনায় ইতিমধ্যেই ৫০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার থেকেই উত্তপ্ত পরিস্থিতি। শনিবারও উত্তেজনা রয়েছে। টানা দু’দিন অশান্তির পর হাওড়ার উলুবেড়িয়ার বেশ কয়েকটি এলাকায় বুধবার সকাল পর্যন্ত জারি ১৪৪ ধারা। উলুবেড়িয়ার মনসাতলায় অগ্নিদগ্ধ বিজেপি কার্যালয় পরিদর্শনে দিলীপ ঘোষ। পথেই বিক্ষোভের মুখে পড়েন প্রিয়াঙ্কা টিবরেওয়াল। পুলিশি নিরাপত্তার জেরে নিউটাউনের বাড়ি থেকে বেরতেই পারলেন না বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় অঙ্কুরহাটি, ধুলাগড়, উলুবেড়িয়া সহ একাধিক জায়গায়। অন্যদিকে, হাওড়া জেলার উলুবেড়িয়া সাব ডিভিশনের আওতায় থাকা একাধিক জায়গায় ১৪৪ ধারা জারি করা হয়েছে৷ পাঁচলা, মনসাতলা, নিমদিঘি, চেঙ্গাইল সহ সোনাতলা, বাউড়িয়া, উদয়নারায়নপুর, বাগনান সহ বিস্তীর্ণ এলাকাজুড়ে কারফিউ জারি করা হয়েছে।

ইতিমধ্যেই কোনও রকম অশান্তি যাতে না ছড়ায় সেজন্য হাওড়া জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রক৷ নবান্নের তরফে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে, আগামী সোমবার অবধি বন্ধ থাকবে ইন্টারনেট পরিষেবা। এদিকে হাওড়ায় বহু ট্রেন বাতিল করা হয়েছে।

বাতিল করা হয়েছে হাওড়া-ভদ্রক বাঘাযতীন, হাওড়া-আদ্রা শিরোমণি এক্সপ্রেস (Howrah-Adra Shiromoni Express), হাওড়া-পুরুলিয়া সুপারফার্স্ট এক্সপ্রেস (Howrah-Purulia Superfast Express), হাওড়া-টাটানগর স্টিল এক্সপ্রেস (Howrah-Tatanagar Steel Express), শালিমার-পুরী এক্সপ্রেস (Shalimar-Puri Express), হাওড়া-দিঘা-হাওড়া স্পেশাল। স্বাভাবিকভাবেই চরম সমস্যায় পড়েছেন বহু যাত্রী।

১১ তারিখও একাধিক ট্রেন বাতিল করা হয়েছে, যার মধ্যে রয়েছে টাটানগর-হাওড়া স্টিল এক্সপ্রেস, আদ্রা-হাওড়া-শিরোমণি এক্সপ্রেস, পুরুলিয়া-হাওড়া এক্সপ্রেস, ভদ্রক হাওড়া এক্সপ্রেস। রুট পরিবর্তন হয়েছে হাওড়া-মুম্বই গীতাঞ্জলি এক্সপ্রেস ও হাওড়া-মুম্বই সাপ্তাহিক এক্সপ্রেস-এর।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নবী সা. কে নিয়ে মন্তব্য: উলুবেড়িয়ার সাব ডিভিশনে জারি কারফিউ

আপডেট : ১১ জুন ২০২২, শনিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: বিজেপির সাসপেন্ডেড নেত্রী নূপুর শর্মার নবী সা. কে নিয়ে করা মন্তব্যের জেরে উত্তপ্ত হাওড়া সহ তার আশেপাশের অঞ্চল। ইতিমধ্যেই এই ঘটনায় উলুবেড়িয়া সাব ডিভিশনে কারফিউ জারি হয়েছে। ১৩ জুন পর্যন্ত এই কারফিউ জারি থাকবে।

রাজ্যের একাধিক জায়গায় চলছে বিক্ষোভ। ঘটনায় ইতিমধ্যেই ৫০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার থেকেই উত্তপ্ত পরিস্থিতি। শনিবারও উত্তেজনা রয়েছে। টানা দু’দিন অশান্তির পর হাওড়ার উলুবেড়িয়ার বেশ কয়েকটি এলাকায় বুধবার সকাল পর্যন্ত জারি ১৪৪ ধারা। উলুবেড়িয়ার মনসাতলায় অগ্নিদগ্ধ বিজেপি কার্যালয় পরিদর্শনে দিলীপ ঘোষ। পথেই বিক্ষোভের মুখে পড়েন প্রিয়াঙ্কা টিবরেওয়াল। পুলিশি নিরাপত্তার জেরে নিউটাউনের বাড়ি থেকে বেরতেই পারলেন না বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় অঙ্কুরহাটি, ধুলাগড়, উলুবেড়িয়া সহ একাধিক জায়গায়। অন্যদিকে, হাওড়া জেলার উলুবেড়িয়া সাব ডিভিশনের আওতায় থাকা একাধিক জায়গায় ১৪৪ ধারা জারি করা হয়েছে৷ পাঁচলা, মনসাতলা, নিমদিঘি, চেঙ্গাইল সহ সোনাতলা, বাউড়িয়া, উদয়নারায়নপুর, বাগনান সহ বিস্তীর্ণ এলাকাজুড়ে কারফিউ জারি করা হয়েছে।

ইতিমধ্যেই কোনও রকম অশান্তি যাতে না ছড়ায় সেজন্য হাওড়া জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রক৷ নবান্নের তরফে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে, আগামী সোমবার অবধি বন্ধ থাকবে ইন্টারনেট পরিষেবা। এদিকে হাওড়ায় বহু ট্রেন বাতিল করা হয়েছে।

বাতিল করা হয়েছে হাওড়া-ভদ্রক বাঘাযতীন, হাওড়া-আদ্রা শিরোমণি এক্সপ্রেস (Howrah-Adra Shiromoni Express), হাওড়া-পুরুলিয়া সুপারফার্স্ট এক্সপ্রেস (Howrah-Purulia Superfast Express), হাওড়া-টাটানগর স্টিল এক্সপ্রেস (Howrah-Tatanagar Steel Express), শালিমার-পুরী এক্সপ্রেস (Shalimar-Puri Express), হাওড়া-দিঘা-হাওড়া স্পেশাল। স্বাভাবিকভাবেই চরম সমস্যায় পড়েছেন বহু যাত্রী।

১১ তারিখও একাধিক ট্রেন বাতিল করা হয়েছে, যার মধ্যে রয়েছে টাটানগর-হাওড়া স্টিল এক্সপ্রেস, আদ্রা-হাওড়া-শিরোমণি এক্সপ্রেস, পুরুলিয়া-হাওড়া এক্সপ্রেস, ভদ্রক হাওড়া এক্সপ্রেস। রুট পরিবর্তন হয়েছে হাওড়া-মুম্বই গীতাঞ্জলি এক্সপ্রেস ও হাওড়া-মুম্বই সাপ্তাহিক এক্সপ্রেস-এর।