০১ অগাস্ট ২০২৫, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

জাহাজ ডুবে ১৬ হাজার ভেড়ার মৃত্যু

ইমামা খাতুন
  • আপডেট : ১৩ জুন ২০২২, সোমবার
  • / 51

পুবের কলম ওয়েবডেস্কঃ সুদানের লোহিত সাগরের সুয়াকিন বন্দরের কাছে প্রায় ১৬ হাজার ভেড়া নিয়ে একটি জাহাজ ডুবে গেছে। সব ভেড়া মারা গেলেও ওই জাহাজের ক্রুরা সবাই বেঁচে আছেন। জাহাজটি সুদান থেকে সউদি আরবে পশু রফতানি করছিল। ধারণক্ষমতার প্রায় দ্বিগুণ পশু বহন করায় জাহাজটি ডুবে যায়। সুদানের একজন বন্দর কর্মকর্তা বলেন, বদর-১ নামের জাহাজটি রবিবার সাগরে তলিয়ে যায়। মাত্র ৯ হাজার ভেড়া বহনে সক্ষম হলেও এতে ১৫ হাজার ৮০০টি ভেড়া বহন করা হচ্ছিল। সুদানি রফতানিকারক সমিতির মতে, জাহাজটি সুয়াকিন বন্দর ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পরেই ডুবে যায়। এরপর মাত্র কয়েকশ ভেড়াকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে সেগুলোর অবস্থাও খুব একটা ভালো নয়। ডুবে যাওয়া গবাদি পশুর মোট মূল্য প্রায় ১৪ মিলিয়ন সউদি রিয়াল। সুদানের প্রাণিসম্পদ বিভাগের প্রধান সালেহ সেলিম ঘটনাটি তদন্তের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, গবাদি পশুর মালিকরা প্রায় ৭০০ ভেড়া উদ্ধার করেছেন। কিন্তু সেগুলো খুব বেশিদিন বাঁচবে বলে আশা করা যাচ্ছে না।

আরও পড়ুন: চাকরির খবরঃ ২১ হাজার গ্রামীণ ডাক সেবক নিয়োগ করবে ডাকবিভাগ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

জাহাজ ডুবে ১৬ হাজার ভেড়ার মৃত্যু

আপডেট : ১৩ জুন ২০২২, সোমবার

পুবের কলম ওয়েবডেস্কঃ সুদানের লোহিত সাগরের সুয়াকিন বন্দরের কাছে প্রায় ১৬ হাজার ভেড়া নিয়ে একটি জাহাজ ডুবে গেছে। সব ভেড়া মারা গেলেও ওই জাহাজের ক্রুরা সবাই বেঁচে আছেন। জাহাজটি সুদান থেকে সউদি আরবে পশু রফতানি করছিল। ধারণক্ষমতার প্রায় দ্বিগুণ পশু বহন করায় জাহাজটি ডুবে যায়। সুদানের একজন বন্দর কর্মকর্তা বলেন, বদর-১ নামের জাহাজটি রবিবার সাগরে তলিয়ে যায়। মাত্র ৯ হাজার ভেড়া বহনে সক্ষম হলেও এতে ১৫ হাজার ৮০০টি ভেড়া বহন করা হচ্ছিল। সুদানি রফতানিকারক সমিতির মতে, জাহাজটি সুয়াকিন বন্দর ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পরেই ডুবে যায়। এরপর মাত্র কয়েকশ ভেড়াকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে সেগুলোর অবস্থাও খুব একটা ভালো নয়। ডুবে যাওয়া গবাদি পশুর মোট মূল্য প্রায় ১৪ মিলিয়ন সউদি রিয়াল। সুদানের প্রাণিসম্পদ বিভাগের প্রধান সালেহ সেলিম ঘটনাটি তদন্তের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, গবাদি পশুর মালিকরা প্রায় ৭০০ ভেড়া উদ্ধার করেছেন। কিন্তু সেগুলো খুব বেশিদিন বাঁচবে বলে আশা করা যাচ্ছে না।

আরও পড়ুন: চাকরির খবরঃ ২১ হাজার গ্রামীণ ডাক সেবক নিয়োগ করবে ডাকবিভাগ