১১ নভেম্বর ২০২৫, মঙ্গলবার, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

একজন খেলোয়াড় হিসেবে দেশের প্রতিনিধিত্ব করি ধর্মের নয় বলছেন বিশ্বচ্যাম্পিয়ন বক্সার নিখাত জারিন

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১৪ জুন ২০২২, মঙ্গলবার
  • / 50

পুবের কলম ওয়েবডেস্কঃ “একজন খেলোয়াড় হিসেবে নিজের দেশের প্রতিনিধিত্ব করি ধর্মের নয় অথচ আমাদের ধর্মীয় পরিচয়টাকেই বড় করে দেখানো হয়।’’ পঞ্চম ভারতীয় মহিলা হিসেবে বিশ্বচ্যাম্পিয়ন নিখাত জারিন এমনটাই বলছেন। নিখাতের কথায় তিনি যখন বক্সিং রিংয়ে নামেন তখন ধর্ম নয় কে তাঁর প্রতিপক্ষ এটাই মুল বিষয়।

তেলেঙ্গানার এই বক্সার বলছেন দেশের হয়ে পদক জিততে তাঁর ভালো লাগে। জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত তাঁকে বাড়তি শক্তি যোগায়। সেখানে ধর্ম কোন ইস্যু হতে পারেনা। একজন ভারতীয় খেলোয়াড় এটাই তাঁর পরিচয়।

নিখাতের উঠে আসা ধর্মপ্রাণ মুসলিম পরিবার থেকে। সেইজন্যেই বোধহয় তাঁর সাফল্যের সঙ্গে তার ধর্মীয় পরিচয়টাও বারংবার সামনে চলে আসে। এমনটাই বলছেন ক্রীড়ানুরাগীরা। তবে নিখাতের এই বক্তব্যকে কুর্নিশ জানাচ্ছেন সকলেই । ধর্মীয় ভেদাভেদ নয় নিজের ক্রীড়াসত্তাকে  বিশ্বের সামনে তুলে ধরতে চান এই ভারতীয় মহিলা মুষ্টিযোদ্ধা।

নিখাত আরও বলছেন ধর্ম নিয়ে মাতামাতি না  করে বরং ভারতীয় ক্রীড়াবিদদের মানসিক এবং শারীরিক সক্ষমতা বাড়ানো  দরকার। ভারতীয় বক্সিংয়ে প্রতিভার অভাব নেই। অন্যদের থেকে আমরা মোটেও পিছিয়ে নেই। কিন্তু সর্বোচ্চ পর্যায়ে কঠিন মানসিকতার প্রয়োজন। সেখানেই উন্নতি করতে হবে।” সেই সঙ্গে তিনি বলেন, “দরকার হলে চাপ সামলানোর প্রশিক্ষণ দিতে হবে।”

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

একজন খেলোয়াড় হিসেবে দেশের প্রতিনিধিত্ব করি ধর্মের নয় বলছেন বিশ্বচ্যাম্পিয়ন বক্সার নিখাত জারিন

আপডেট : ১৪ জুন ২০২২, মঙ্গলবার

পুবের কলম ওয়েবডেস্কঃ “একজন খেলোয়াড় হিসেবে নিজের দেশের প্রতিনিধিত্ব করি ধর্মের নয় অথচ আমাদের ধর্মীয় পরিচয়টাকেই বড় করে দেখানো হয়।’’ পঞ্চম ভারতীয় মহিলা হিসেবে বিশ্বচ্যাম্পিয়ন নিখাত জারিন এমনটাই বলছেন। নিখাতের কথায় তিনি যখন বক্সিং রিংয়ে নামেন তখন ধর্ম নয় কে তাঁর প্রতিপক্ষ এটাই মুল বিষয়।

তেলেঙ্গানার এই বক্সার বলছেন দেশের হয়ে পদক জিততে তাঁর ভালো লাগে। জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত তাঁকে বাড়তি শক্তি যোগায়। সেখানে ধর্ম কোন ইস্যু হতে পারেনা। একজন ভারতীয় খেলোয়াড় এটাই তাঁর পরিচয়।

নিখাতের উঠে আসা ধর্মপ্রাণ মুসলিম পরিবার থেকে। সেইজন্যেই বোধহয় তাঁর সাফল্যের সঙ্গে তার ধর্মীয় পরিচয়টাও বারংবার সামনে চলে আসে। এমনটাই বলছেন ক্রীড়ানুরাগীরা। তবে নিখাতের এই বক্তব্যকে কুর্নিশ জানাচ্ছেন সকলেই । ধর্মীয় ভেদাভেদ নয় নিজের ক্রীড়াসত্তাকে  বিশ্বের সামনে তুলে ধরতে চান এই ভারতীয় মহিলা মুষ্টিযোদ্ধা।

নিখাত আরও বলছেন ধর্ম নিয়ে মাতামাতি না  করে বরং ভারতীয় ক্রীড়াবিদদের মানসিক এবং শারীরিক সক্ষমতা বাড়ানো  দরকার। ভারতীয় বক্সিংয়ে প্রতিভার অভাব নেই। অন্যদের থেকে আমরা মোটেও পিছিয়ে নেই। কিন্তু সর্বোচ্চ পর্যায়ে কঠিন মানসিকতার প্রয়োজন। সেখানেই উন্নতি করতে হবে।” সেই সঙ্গে তিনি বলেন, “দরকার হলে চাপ সামলানোর প্রশিক্ষণ দিতে হবে।”