২৭ জুলাই ২০২৫, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

স্বপ্নভঙ্গ, রঞ্জি ফাইনাল অধরাই রয়ে গেল বাংলার কাছে

ইমামা খাতুন
  • আপডেট : ১৮ জুন ২০২২, শনিবার
  • / 85

পুবের কলম ওয়েবডেস্কঃ না, পারল না বাংলা। রঞ্জি সেমিফাইনালে মধ্যপ্রদেশের কাছে হেরে বিদায় নিতে হলো টিম বাংলাকে। তাও আবার ১৭৪ রানে হেরে। সাম্প্রতিককালে কোনও ম্যাচে বা প্রতিযোগিতার নকআউট পর্বে এত বিশ্রী ভাবে হারেনি বাংলা। কোয়ার্টার ফাইনালে শক্তিশালী ঝাড়খন্ডকে হারিয়ে সেমিফাইনালে ওঠার পর অনেকেই ধরে নিয়েছিলেন দুর্বল মধ্যপ্রদেশকে হয়তো হারিয়ে ফাইনালে উঠবে বাংলা। মুম্বই -বাংলা দ্বৈরথ ফাইনালে দেখতে চেয়েছিলেন সকলেই । কিন্তু কোথায় কি? মুম্বই ফাইনালে উঠলেও রঞ্জি ফাইনাল অধরাই থেকে গেল বাংলার কাছে। জিততে গেলে পঞ্চম দিনে বাংলাকে করতে হতো সাড়ে ৩০০ রান । কিন্তু মাত্র ১৭৫ রান তুলতে সমর্থ হয় বাংলা। একমাত্র ক্যাপ্টেন অভিমন্নু ঈশ্বরন ছাড়া আর কেউই বড় ইনিংস খেলতে পারলেন না। অভিমন্যু ৭৮ রান করেন। বল হাতে পাঁচ উইকেট নেওয়ার পর সাত নম্বরে ব্যাট করতে নেমে শাহবাজ আহমেদ কিছুটা লড়াই করার চেষ্টা করেছিলেন। ৮২ বল খেলে তিনি ২২ রানে অপরাজিত থেকে গেলেন। কিন্তু অভিমুন্য আউট হবার পরই বাংলার আশা শেষ হয়ে গেল। কারণ বাকি ব্যাটসম্যানরা এলেন আর গেলেন। পরপর দুবার রঞ্জি ফাইনাল অধরাই থেকে গেল টিম বাংলার। আর শক্তিশালী বাংলাকে হারিয়ে ফাইনালে উঠে গেল তারকাহীন মধ্যপ্রদেশ।

আরও পড়ুন: বাংলার প্রাচীন পাণ্ডুলিপির ডিজিটালাইজেশন

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

স্বপ্নভঙ্গ, রঞ্জি ফাইনাল অধরাই রয়ে গেল বাংলার কাছে

আপডেট : ১৮ জুন ২০২২, শনিবার

পুবের কলম ওয়েবডেস্কঃ না, পারল না বাংলা। রঞ্জি সেমিফাইনালে মধ্যপ্রদেশের কাছে হেরে বিদায় নিতে হলো টিম বাংলাকে। তাও আবার ১৭৪ রানে হেরে। সাম্প্রতিককালে কোনও ম্যাচে বা প্রতিযোগিতার নকআউট পর্বে এত বিশ্রী ভাবে হারেনি বাংলা। কোয়ার্টার ফাইনালে শক্তিশালী ঝাড়খন্ডকে হারিয়ে সেমিফাইনালে ওঠার পর অনেকেই ধরে নিয়েছিলেন দুর্বল মধ্যপ্রদেশকে হয়তো হারিয়ে ফাইনালে উঠবে বাংলা। মুম্বই -বাংলা দ্বৈরথ ফাইনালে দেখতে চেয়েছিলেন সকলেই । কিন্তু কোথায় কি? মুম্বই ফাইনালে উঠলেও রঞ্জি ফাইনাল অধরাই থেকে গেল বাংলার কাছে। জিততে গেলে পঞ্চম দিনে বাংলাকে করতে হতো সাড়ে ৩০০ রান । কিন্তু মাত্র ১৭৫ রান তুলতে সমর্থ হয় বাংলা। একমাত্র ক্যাপ্টেন অভিমন্নু ঈশ্বরন ছাড়া আর কেউই বড় ইনিংস খেলতে পারলেন না। অভিমন্যু ৭৮ রান করেন। বল হাতে পাঁচ উইকেট নেওয়ার পর সাত নম্বরে ব্যাট করতে নেমে শাহবাজ আহমেদ কিছুটা লড়াই করার চেষ্টা করেছিলেন। ৮২ বল খেলে তিনি ২২ রানে অপরাজিত থেকে গেলেন। কিন্তু অভিমুন্য আউট হবার পরই বাংলার আশা শেষ হয়ে গেল। কারণ বাকি ব্যাটসম্যানরা এলেন আর গেলেন। পরপর দুবার রঞ্জি ফাইনাল অধরাই থেকে গেল টিম বাংলার। আর শক্তিশালী বাংলাকে হারিয়ে ফাইনালে উঠে গেল তারকাহীন মধ্যপ্রদেশ।

আরও পড়ুন: বাংলার প্রাচীন পাণ্ডুলিপির ডিজিটালাইজেশন