১১ নভেম্বর ২০২৫, মঙ্গলবার, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বয়স ‘মাত্র’ ১০৫! দৌড়ে স্বর্ণ পদক জিতলেন হরিয়ানার ‘উড়ানপরী’ রাম বাই

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২২ জুন ২০২২, বুধবার
  • / 24

পুবের কলম, ওয়েবডেস্ক: বয়স নিছকই যে একটা সংখ্যা মাত্র সেকথাই প্রমাণ  হল আরও একবার। বয়স ‘মাত্র’ ১০৫। সেই বয়সকে থোড়াই কেয়ার করে ১০০ মিটার দৌড়ে স্বর্ণ পদক জিতলেন হরিয়ানার এই ‘উড়ানপরী’। মাত্র ৪৫.৪০ সেকেন্ডে এই রেকর্ড গড়লেন তিনি। তাঁর ফিটনেসের রহস্যের পিছনে রয়েছে দুধ, দই আর ঘি। গুজরাতের ভদোদরাতে একটি দৌড় প্রতিযোগিতায় অংশ নেন তিনি। সেখানে এত কম সময়ের মধ্যে ১০০ মিটার দৌড়ে সোনার পদক পেয়েছেন ‘উড়ানপরী’।

হরিয়ানার চরখি দাদরি এলাকার বাসিন্দা রাম বাই। গত সপ্তাহে ভারতের জাতীয় অ্যাথলেটিক্স ফেডারেশন দ্বারা আয়োজিত জাতীয় ওপেন মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে অংশ নেন। সেখানেই তিনি মাত্র ৪৫.৪০ সেকেন্ডে ১০০ মিটার দৌড়ে অংশগ্রহণ করেন। এর আগে গত ১৫ জুন ২০০ মিটার এক মিনিট ৫২.১৭ সেকেন্ড দৌড়ে সোনা জেতেন তিনি। ৮৫ বছরের উর্ধে এই প্রতিযোগিতায় কেউ অংশগ্রহণ করেনি। প্রথম হন রাম বাই।  দৌড় পারদর্শী রাম বাই ‘উড়ানপরী’ বলে নিজের গ্রামে পরিচিত। দেশের হয়ে বহু প্রতিযোগিতায় অংশ নিয়েছেন তিনি। বহু পদকও পেয়েছেন তিনি।

২০২১ সালের নভেম্বর মাস থেকে রাম বাই এই দৌড় শুরু করেন। বয়সকে থুড়ি মেরে উড়িয়ে দিয়ে কঠিন পরিশ্রম শুরু করেন তিনি। নিজের দক্ষতা প্রমাণ করে, ইতিমধ্যেই চারটি সোনার পদক পেয়েছেন তিনি।  রাম বাই-এর সুস্থ থাকার পিছনে রয়েছে সুষম আহার। বর্তমানে তার ১০৫ বছর বয়স। তিনি ভোর ৫টার সময় ঘুম থেকে ওঠেন। এর ৪ কিলোমিটার দৌড়ান তিনি। খাদ্যের মধ্যে থাকে দুধ, দই, চুরমা, ও আড়াইশো গ্রাম ঘি। তবে শুধু রাম বাই নয়, তার পরিবারের একাধিক সদস্য ক্রীড়া প্রতিযোগিতায় পদক জিতেছেন। রাম বাই-এর ৬৩ বছর বয়সী কন্যা সান্ত্রা দেবীও স্বর্ণ পদক বিজয়ী একজন প্রতিযোগী। দুই পুত্রের মধ্যে মুক্তাহার সিং, ভাদু বাতেরি দুজনেই ২০০ মিটার দৌড়ে ব্রোঞ্জ পদক জয়ী প্রতিযোগী।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বয়স ‘মাত্র’ ১০৫! দৌড়ে স্বর্ণ পদক জিতলেন হরিয়ানার ‘উড়ানপরী’ রাম বাই

আপডেট : ২২ জুন ২০২২, বুধবার

পুবের কলম, ওয়েবডেস্ক: বয়স নিছকই যে একটা সংখ্যা মাত্র সেকথাই প্রমাণ  হল আরও একবার। বয়স ‘মাত্র’ ১০৫। সেই বয়সকে থোড়াই কেয়ার করে ১০০ মিটার দৌড়ে স্বর্ণ পদক জিতলেন হরিয়ানার এই ‘উড়ানপরী’। মাত্র ৪৫.৪০ সেকেন্ডে এই রেকর্ড গড়লেন তিনি। তাঁর ফিটনেসের রহস্যের পিছনে রয়েছে দুধ, দই আর ঘি। গুজরাতের ভদোদরাতে একটি দৌড় প্রতিযোগিতায় অংশ নেন তিনি। সেখানে এত কম সময়ের মধ্যে ১০০ মিটার দৌড়ে সোনার পদক পেয়েছেন ‘উড়ানপরী’।

হরিয়ানার চরখি দাদরি এলাকার বাসিন্দা রাম বাই। গত সপ্তাহে ভারতের জাতীয় অ্যাথলেটিক্স ফেডারেশন দ্বারা আয়োজিত জাতীয় ওপেন মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে অংশ নেন। সেখানেই তিনি মাত্র ৪৫.৪০ সেকেন্ডে ১০০ মিটার দৌড়ে অংশগ্রহণ করেন। এর আগে গত ১৫ জুন ২০০ মিটার এক মিনিট ৫২.১৭ সেকেন্ড দৌড়ে সোনা জেতেন তিনি। ৮৫ বছরের উর্ধে এই প্রতিযোগিতায় কেউ অংশগ্রহণ করেনি। প্রথম হন রাম বাই।  দৌড় পারদর্শী রাম বাই ‘উড়ানপরী’ বলে নিজের গ্রামে পরিচিত। দেশের হয়ে বহু প্রতিযোগিতায় অংশ নিয়েছেন তিনি। বহু পদকও পেয়েছেন তিনি।

২০২১ সালের নভেম্বর মাস থেকে রাম বাই এই দৌড় শুরু করেন। বয়সকে থুড়ি মেরে উড়িয়ে দিয়ে কঠিন পরিশ্রম শুরু করেন তিনি। নিজের দক্ষতা প্রমাণ করে, ইতিমধ্যেই চারটি সোনার পদক পেয়েছেন তিনি।  রাম বাই-এর সুস্থ থাকার পিছনে রয়েছে সুষম আহার। বর্তমানে তার ১০৫ বছর বয়স। তিনি ভোর ৫টার সময় ঘুম থেকে ওঠেন। এর ৪ কিলোমিটার দৌড়ান তিনি। খাদ্যের মধ্যে থাকে দুধ, দই, চুরমা, ও আড়াইশো গ্রাম ঘি। তবে শুধু রাম বাই নয়, তার পরিবারের একাধিক সদস্য ক্রীড়া প্রতিযোগিতায় পদক জিতেছেন। রাম বাই-এর ৬৩ বছর বয়সী কন্যা সান্ত্রা দেবীও স্বর্ণ পদক বিজয়ী একজন প্রতিযোগী। দুই পুত্রের মধ্যে মুক্তাহার সিং, ভাদু বাতেরি দুজনেই ২০০ মিটার দৌড়ে ব্রোঞ্জ পদক জয়ী প্রতিযোগী।