২৭ জুলাই ২০২৫, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

গৃহকর্মী থেকে ভাইস প্রেসিডেন্ট ফ্রান্সিয়া!

ইমামা খাতুন
  • আপডেট : ২২ জুন ২০২২, বুধবার
  • / 114

পুবের কলম ওয়েবডেস্কঃ কলম্বিয়ায় প্রথমবারের মতো বামপন্থী প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন গুস্তাভো পেত্রো। আর এই নির্বাচনে কলম্বিয়ানরা ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করেন ফ্রান্সিয়া মার্কোয়েজকে। তিনি একজন কৃষ্ণাঙ্গ নারী। ১৯৮১ সালে কলম্বিয়ার ককা অঞ্চলে জন্মগ্রহণ করেন ফ্রান্সিয়া। দরিদ্র পরিবারে জন্মের পর মায়ের কাছেই বড় হয়েছেন তিনি। ১৬ বছর বয়সে ফ্রান্সিয়া নিজে এক সন্তানের জন্ম দেন।

 

আরও পড়ুন: অন্ধকারে ডুবল স্পেন-পর্তুগাল-ফ্রান্স, ইউরোপে সাইবার হামলা, উঠছে প্রশ্ন

নিজের পরিবারের কথা চিন্তা করে ছোট বয়সে একটি সোনার খনিতে কাজ করতেন তিনি। পেট চালাতে মানুষের বাড়িতে গৃহকর্মীর কাজও করেছেন। ফ্রান্সিয়া যখন বেড়ে ওঠেন তখনও কেউ ভাবতে পারেননি তিনি একজন নেতা হিসাবে উঠে আসবেন। তবে ছোট থেকেই প্রতিবাদী ছিলেন ফ্রান্সিয়া। জানা যায়, প্রায় ২০ বছর ধরে আফ্রিকান-কলম্বিয়ানদের অধিকারের জন্য অনেক কাজ করেছেন তিনি। ফ্রান্সিয়া প্রথম পরিচিতি পান ২০১৪ সালে।

আরও পড়ুন: ফরাসি দূতাবাসের ১২ কর্মকর্তাকে দেশত্যাগের নির্দেশ আলজেরিয়ার

 

আরও পড়ুন: হিজাবে ঢাকল Eiffel Tower

সে বছর অবৈধ খনিগুলোর বিরুদ্ধে আন্দোলন করে ৮০ জন নারীকে নিয়ে ৫০০ কিলোমিটার পথ হেঁটে কলম্বিয়ার স্বরাষ্ট্র মন্ত্রকের সামনে আসেন। সেখানে ২০ দিন অবস্থান করে দাবি আদায় করে বাড়ি ফেরেন। ফ্রান্সিয়া আইনের ওপর ডিগ্রি নিয়েছেন। ২০১৮ সালে গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজ জেতেন ফ্রান্সিয়া। সে বছরই বিবিসির সেরা ১০০ নারীর তালিকায় জায়গা হয় তাঁর।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

গৃহকর্মী থেকে ভাইস প্রেসিডেন্ট ফ্রান্সিয়া!

আপডেট : ২২ জুন ২০২২, বুধবার

পুবের কলম ওয়েবডেস্কঃ কলম্বিয়ায় প্রথমবারের মতো বামপন্থী প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন গুস্তাভো পেত্রো। আর এই নির্বাচনে কলম্বিয়ানরা ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করেন ফ্রান্সিয়া মার্কোয়েজকে। তিনি একজন কৃষ্ণাঙ্গ নারী। ১৯৮১ সালে কলম্বিয়ার ককা অঞ্চলে জন্মগ্রহণ করেন ফ্রান্সিয়া। দরিদ্র পরিবারে জন্মের পর মায়ের কাছেই বড় হয়েছেন তিনি। ১৬ বছর বয়সে ফ্রান্সিয়া নিজে এক সন্তানের জন্ম দেন।

 

আরও পড়ুন: অন্ধকারে ডুবল স্পেন-পর্তুগাল-ফ্রান্স, ইউরোপে সাইবার হামলা, উঠছে প্রশ্ন

নিজের পরিবারের কথা চিন্তা করে ছোট বয়সে একটি সোনার খনিতে কাজ করতেন তিনি। পেট চালাতে মানুষের বাড়িতে গৃহকর্মীর কাজও করেছেন। ফ্রান্সিয়া যখন বেড়ে ওঠেন তখনও কেউ ভাবতে পারেননি তিনি একজন নেতা হিসাবে উঠে আসবেন। তবে ছোট থেকেই প্রতিবাদী ছিলেন ফ্রান্সিয়া। জানা যায়, প্রায় ২০ বছর ধরে আফ্রিকান-কলম্বিয়ানদের অধিকারের জন্য অনেক কাজ করেছেন তিনি। ফ্রান্সিয়া প্রথম পরিচিতি পান ২০১৪ সালে।

আরও পড়ুন: ফরাসি দূতাবাসের ১২ কর্মকর্তাকে দেশত্যাগের নির্দেশ আলজেরিয়ার

 

আরও পড়ুন: হিজাবে ঢাকল Eiffel Tower

সে বছর অবৈধ খনিগুলোর বিরুদ্ধে আন্দোলন করে ৮০ জন নারীকে নিয়ে ৫০০ কিলোমিটার পথ হেঁটে কলম্বিয়ার স্বরাষ্ট্র মন্ত্রকের সামনে আসেন। সেখানে ২০ দিন অবস্থান করে দাবি আদায় করে বাড়ি ফেরেন। ফ্রান্সিয়া আইনের ওপর ডিগ্রি নিয়েছেন। ২০১৮ সালে গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজ জেতেন ফ্রান্সিয়া। সে বছরই বিবিসির সেরা ১০০ নারীর তালিকায় জায়গা হয় তাঁর।