২৯ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

কড়া নিরাপত্তায় আজ ত্রিপুরায় উপনির্বাচন, ভোট দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা, হেল্পলাইন নম্বর চালু করল তৃণমূল

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৩ জুন ২০২২, বৃহস্পতিবার
  • / 43

পুবের কলম, ওয়েবডেস্ক: ভারতের ছয়টি রাজ্যের তিন লোকসভা এবং সাতটি বিধানসভা আসনে উপনির্বাচন হচ্ছে আজ বৃহস্পতিবার। এর মধ্যে রয়েছে পূর্ব ভারতের ত্রিপুরার চারটি বিধানসভা আসন।

ত্রিপুরার চারটি বিধানসভা আসনে শাসকদল বিজেপির বিরুদ্ধে পৃথকভাবে লড়ছে তৃণমূল, বাম এবং কংগ্রেস। উল্লেখ্যযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন স্বয়ংত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী মানিক সাহা বিপরীতে রয়েছেন কংগ্রেসের প্রার্থী আশিস সাহা৷

আরও পড়ুন: জি-২০ বৈঠক ঘিরে আঁটোসাঁটো নিরাপত্তা শ্রীনগরে, নজরদারি অ্যান্টি-ড্রোন ইউনিটের

রাজ্যের চার কেন্দ্রের উপনির্বাচনে লড়াই করছেন ২২ জন প্রার্থী। এর মধ্যে আগরতলা কেন্দ্রে ছয় জন, টাউন বরদোয়ালি কেন্দ্রে ছয় জন এবং সুরমা ও যুবরাজনগর কেন্দ্রে ৫ জন করে প্রার্থী। আগরতলা কেন্দ্রে তৃণমূল, বিজেপি, সিপিআইএম, কংগ্রেস, এসইউসিআই ও নির্দল প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই কেন্দ্রেই রয়েছেন হেভিওয়েট প্রার্থী কংগ্রেসের সুদীপ রায় বর্মণ এবং বিজেপির অশোক সিনহা। টাউন বরদোয়ালি কেন্দ্রে তৃণমূল কংগ্রেস, বিজেপি, কংগ্রেস, ফরওয়ার্ড ব্লক, এসইউসিআই ও নির্দল প্রার্থীর মধ্যে লড়াই হবে। বুথে বুথে কড়া নিরাপত্তায় চলছে ভোট গ্রহণ। ১৪টি নির্বাচনী কেন্দ্রকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে।

আরও পড়ুন: আর কিছুক্ষণের মধ্যে বাংলায় অমিত শাহ, কড়া নিরাপত্তার মোড়কে রাজ্য

আগরতলা কেন্দ্রে আর এক পদত্যাগী বিধায়ক সুদীপ রায় বর্মন এবার কংগ্রেসের হয়ে লড়ছেন। রয়েছেন তৃণমূলের পান্না দেব এবং বিজেপির অশোক সিংহ। ধলাই জেলার সুরমা বিধানসভা কেন্দ্রে বিজেপি, তৃণমূল ও বামেরা প্রার্থী দিলেও কংগ্রেস সমর্থন করছে উপজাতি দল তিপ্রা মথাকে। বিজেপি বিধায়ক আশিস দাস তৃণমূলে যোগ দেওয়ায় আসনটি খালি হয়েছিল। অন্য দিকে সিপিএম বিধায়ক রমেন্দ্র দেবনাথের মৃত্যুতে উপনির্বাচন হচ্ছে যুবরাজনগর বিধানসভা কেন্দ্রে।

আরও পড়ুন: ‘মোদি পদবি’ বিতর্কে আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে আজ সুরাট আদালতে রাহুল, কড়া নিরাপত্তায় কোর্ট চত্বর

আগরতলা বিধানসভা কেন্দ্রে মোট ভোটার ৫১,৭৩৯জন। টাউন বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রে মোট ভোটার রয়েছেন ৪৬,৬২২জন। সুরমা বিধানসভা কেন্দ্রে মোট ভোটার রয়েছেন ৪৭,৩০০জন। যুবরাজ নগর বিধানসভা কেন্দ্রে মোট ভোটার রয়েছেন ৪৩,৩৭১জন। ত্রিপুরা রাজ্যের চারটি বিধানসভা আসনের উপনির্বাচনে মোট ভোটার রয়েছেন ১,৮৯,০৩২ জন। এরমধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৯৩,৬৩৮ জন, মহিলা ভোটার সংখ্যা ৯৫,৩৮৯জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন পাঁচ জন। ভোটারদের জন্য হেল্পলাইন চালু করল তৃণমূল কংগ্রেস। আগরতলা কেন্দ্রের নম্বর ৯০৮৩০০৬২৩৮, টাউন বরদোয়ালি কেন্দ্রের নম্বর ৯০৮৩০০৬৮২০, ধলাই কেন্দ্রের নম্বর ৯০৮৩০০৪৮৯০, যুবরাজনগর কেন্দ্রের নম্বর ৯০৮৩০০৩১৬৪।  নিজের কেন্দ্রে ভোট দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। টাউন বড়দোয়ালী আসনে লড়ছেন তিনি।

প্রতিটি বুথে রয়েছে কেন্দ্রীয় বাহিনী ও সিসি ক্যামেরার নজরদারি।

 

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কড়া নিরাপত্তায় আজ ত্রিপুরায় উপনির্বাচন, ভোট দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা, হেল্পলাইন নম্বর চালু করল তৃণমূল

আপডেট : ২৩ জুন ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: ভারতের ছয়টি রাজ্যের তিন লোকসভা এবং সাতটি বিধানসভা আসনে উপনির্বাচন হচ্ছে আজ বৃহস্পতিবার। এর মধ্যে রয়েছে পূর্ব ভারতের ত্রিপুরার চারটি বিধানসভা আসন।

ত্রিপুরার চারটি বিধানসভা আসনে শাসকদল বিজেপির বিরুদ্ধে পৃথকভাবে লড়ছে তৃণমূল, বাম এবং কংগ্রেস। উল্লেখ্যযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন স্বয়ংত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী মানিক সাহা বিপরীতে রয়েছেন কংগ্রেসের প্রার্থী আশিস সাহা৷

আরও পড়ুন: জি-২০ বৈঠক ঘিরে আঁটোসাঁটো নিরাপত্তা শ্রীনগরে, নজরদারি অ্যান্টি-ড্রোন ইউনিটের

রাজ্যের চার কেন্দ্রের উপনির্বাচনে লড়াই করছেন ২২ জন প্রার্থী। এর মধ্যে আগরতলা কেন্দ্রে ছয় জন, টাউন বরদোয়ালি কেন্দ্রে ছয় জন এবং সুরমা ও যুবরাজনগর কেন্দ্রে ৫ জন করে প্রার্থী। আগরতলা কেন্দ্রে তৃণমূল, বিজেপি, সিপিআইএম, কংগ্রেস, এসইউসিআই ও নির্দল প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই কেন্দ্রেই রয়েছেন হেভিওয়েট প্রার্থী কংগ্রেসের সুদীপ রায় বর্মণ এবং বিজেপির অশোক সিনহা। টাউন বরদোয়ালি কেন্দ্রে তৃণমূল কংগ্রেস, বিজেপি, কংগ্রেস, ফরওয়ার্ড ব্লক, এসইউসিআই ও নির্দল প্রার্থীর মধ্যে লড়াই হবে। বুথে বুথে কড়া নিরাপত্তায় চলছে ভোট গ্রহণ। ১৪টি নির্বাচনী কেন্দ্রকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে।

আরও পড়ুন: আর কিছুক্ষণের মধ্যে বাংলায় অমিত শাহ, কড়া নিরাপত্তার মোড়কে রাজ্য

আগরতলা কেন্দ্রে আর এক পদত্যাগী বিধায়ক সুদীপ রায় বর্মন এবার কংগ্রেসের হয়ে লড়ছেন। রয়েছেন তৃণমূলের পান্না দেব এবং বিজেপির অশোক সিংহ। ধলাই জেলার সুরমা বিধানসভা কেন্দ্রে বিজেপি, তৃণমূল ও বামেরা প্রার্থী দিলেও কংগ্রেস সমর্থন করছে উপজাতি দল তিপ্রা মথাকে। বিজেপি বিধায়ক আশিস দাস তৃণমূলে যোগ দেওয়ায় আসনটি খালি হয়েছিল। অন্য দিকে সিপিএম বিধায়ক রমেন্দ্র দেবনাথের মৃত্যুতে উপনির্বাচন হচ্ছে যুবরাজনগর বিধানসভা কেন্দ্রে।

আরও পড়ুন: ‘মোদি পদবি’ বিতর্কে আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে আজ সুরাট আদালতে রাহুল, কড়া নিরাপত্তায় কোর্ট চত্বর

আগরতলা বিধানসভা কেন্দ্রে মোট ভোটার ৫১,৭৩৯জন। টাউন বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রে মোট ভোটার রয়েছেন ৪৬,৬২২জন। সুরমা বিধানসভা কেন্দ্রে মোট ভোটার রয়েছেন ৪৭,৩০০জন। যুবরাজ নগর বিধানসভা কেন্দ্রে মোট ভোটার রয়েছেন ৪৩,৩৭১জন। ত্রিপুরা রাজ্যের চারটি বিধানসভা আসনের উপনির্বাচনে মোট ভোটার রয়েছেন ১,৮৯,০৩২ জন। এরমধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৯৩,৬৩৮ জন, মহিলা ভোটার সংখ্যা ৯৫,৩৮৯জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন পাঁচ জন। ভোটারদের জন্য হেল্পলাইন চালু করল তৃণমূল কংগ্রেস। আগরতলা কেন্দ্রের নম্বর ৯০৮৩০০৬২৩৮, টাউন বরদোয়ালি কেন্দ্রের নম্বর ৯০৮৩০০৬৮২০, ধলাই কেন্দ্রের নম্বর ৯০৮৩০০৪৮৯০, যুবরাজনগর কেন্দ্রের নম্বর ৯০৮৩০০৩১৬৪।  নিজের কেন্দ্রে ভোট দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। টাউন বড়দোয়ালী আসনে লড়ছেন তিনি।

প্রতিটি বুথে রয়েছে কেন্দ্রীয় বাহিনী ও সিসি ক্যামেরার নজরদারি।