০৬ অক্টোবর ২০২৫, সোমবার, ১৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, অনাস্থার পর এবার পঞ্চায়েতে তালা ঝোলালেন দলের বিক্ষুব্ধ সদস্যরা

ইমামা খাতুন
  • আপডেট : ২৪ জুন ২০২২, শুক্রবার
  • / 175

পুবের কলম প্রতিবেদক: এলাকার উন্নয়নমূলক পর্যালোচনা বৈঠক ডেকে প্রধান উপস্থিত না হওয়ায় বিক্ষুব্ধ সদস্যরা তালা ঝুলিয়ে দিলেন গ্রামপঞ্চায়েতে। বিপাকে পড়েছেন পঞ্চায়েতে আসা সাধারণ মানুষ। প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন দলের অন্যান্য জয়ী সদস্যরা। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট পশ্চিম বিধানসভার নেতড়া গ্রাম পঞ্চায়েতের।

বিক্ষুব্ধ পঞ্চায়েত সদস্যদের অভিযোগ, পঞ্চায়েত প্রধান ওদুদ গাজী দীর্ঘদিন ধরে নিজের মতো করে কাজকর্ম করছেন। কোনও সদস্যদের মতামতকে গুরুত্ব দিচ্ছেন না তিনি। একাধিকবার পঞ্চায়েতে বৈঠক ডেকেও গরহাজির ছিলেন প্রধান। এমনকি, শুক্রবার পঞ্চায়েতে বৈঠক হবে এই মর্মে সদস্যদের নোটিশও করা হয়। কিন্তু সময়মতো পঞ্চায়েতের সদস্যরা বৈঠকে এলেও অনুপস্থিত পঞ্চায়েত প্রধান ওদুদ গাজী। এরপরেই সদস্যরা পঞ্চায়েতে তালা মেরে প্রধানের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে পঞ্চায়েতের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন।

আরও পড়ুন: পঞ্চায়েতে দুই মহিলা গেরুয়া প্রার্থীদের নিরাপত্তা দিতে বললো হাইকোর্ট

অন্যদিকে, এদিনের বৈঠক প্রসঙ্গে পঞ্চায়েত প্রধান ওদুদ গাজী বলেন, শুক্রবার দুয়ারে সরকার কর্মসূচি থাকার কারণে সদস্যদের নিয়ে বৈঠক বন্ধ রাখা হয়েছে। এ বিষয়ে পঞ্চায়েতে নোটিশও টাঙানো হয়েছে। তাঁর বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগকে চ্যালেঞ্জ করে প্রধান বলেন, যদি কোনও দুর্নীতির প্রমাণ থাকে তাহলে তাঁরা সামনে নিয়ে আসুক। অনাস্থার বিষয়ে দলই যা সিদ্ধান্ত তা মাথা পেতে নেবেন।

আরও পড়ুন: পঞ্চায়েতে জিতলেই টাকা,তাই এত মারামারি ‘ ব্যালট মামলায় প্রশ্ন বিচারপতি অমৃতা সিনহার

আরও পড়ুন: আদালতে যাওয়ার পথে পঞ্চায়েত জয়ে ‘অভিনন্দন’ জানালেন পার্থ

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, অনাস্থার পর এবার পঞ্চায়েতে তালা ঝোলালেন দলের বিক্ষুব্ধ সদস্যরা

আপডেট : ২৪ জুন ২০২২, শুক্রবার

পুবের কলম প্রতিবেদক: এলাকার উন্নয়নমূলক পর্যালোচনা বৈঠক ডেকে প্রধান উপস্থিত না হওয়ায় বিক্ষুব্ধ সদস্যরা তালা ঝুলিয়ে দিলেন গ্রামপঞ্চায়েতে। বিপাকে পড়েছেন পঞ্চায়েতে আসা সাধারণ মানুষ। প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন দলের অন্যান্য জয়ী সদস্যরা। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট পশ্চিম বিধানসভার নেতড়া গ্রাম পঞ্চায়েতের।

বিক্ষুব্ধ পঞ্চায়েত সদস্যদের অভিযোগ, পঞ্চায়েত প্রধান ওদুদ গাজী দীর্ঘদিন ধরে নিজের মতো করে কাজকর্ম করছেন। কোনও সদস্যদের মতামতকে গুরুত্ব দিচ্ছেন না তিনি। একাধিকবার পঞ্চায়েতে বৈঠক ডেকেও গরহাজির ছিলেন প্রধান। এমনকি, শুক্রবার পঞ্চায়েতে বৈঠক হবে এই মর্মে সদস্যদের নোটিশও করা হয়। কিন্তু সময়মতো পঞ্চায়েতের সদস্যরা বৈঠকে এলেও অনুপস্থিত পঞ্চায়েত প্রধান ওদুদ গাজী। এরপরেই সদস্যরা পঞ্চায়েতে তালা মেরে প্রধানের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে পঞ্চায়েতের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন।

আরও পড়ুন: পঞ্চায়েতে দুই মহিলা গেরুয়া প্রার্থীদের নিরাপত্তা দিতে বললো হাইকোর্ট

অন্যদিকে, এদিনের বৈঠক প্রসঙ্গে পঞ্চায়েত প্রধান ওদুদ গাজী বলেন, শুক্রবার দুয়ারে সরকার কর্মসূচি থাকার কারণে সদস্যদের নিয়ে বৈঠক বন্ধ রাখা হয়েছে। এ বিষয়ে পঞ্চায়েতে নোটিশও টাঙানো হয়েছে। তাঁর বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগকে চ্যালেঞ্জ করে প্রধান বলেন, যদি কোনও দুর্নীতির প্রমাণ থাকে তাহলে তাঁরা সামনে নিয়ে আসুক। অনাস্থার বিষয়ে দলই যা সিদ্ধান্ত তা মাথা পেতে নেবেন।

আরও পড়ুন: পঞ্চায়েতে জিতলেই টাকা,তাই এত মারামারি ‘ ব্যালট মামলায় প্রশ্ন বিচারপতি অমৃতা সিনহার

আরও পড়ুন: আদালতে যাওয়ার পথে পঞ্চায়েত জয়ে ‘অভিনন্দন’ জানালেন পার্থ