২৮ জুলাই ২০২৫, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

এবার আমহার্স্ট স্ট্রিট থানাতেও তলব এড়ালেন বিজেপির সাসপেন্ডেড নেত্রী

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৫ জুন ২০২২, শনিবার
  • / 50

পুবের কলম প্রতিবেদক: নবী সা. সম্পর্কে অবমাননাকর মন্তব্য করে বির্তকে জড়িয়েছেন বিজেপি নেত্রী নূপুর শর্মা। সেই ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে আন্দোলন হয়। এমনকী বহু থানাতে সেই বিজেপি নেত্রীর বিরুদ্ধে এফআইআর হয়েছে। কলকাতার নারকেলডাঙা ও আমহার্স্ট স্ট্রিট থানা সেই সুবাদে নূপুরকে তলব করেছিল। তবে পরপর দুই থানার তলব এড়ালেন নূপুর।

প্রসঙ্গত, ২৫ জুন শনিবার থানায় হাজিরা দেওয়ার জন্য নূপুরকে তলব করেছিল আমহার্স্ট স্ট্রিট থানা। কিন্তু এ দিন নূপুর শর্মা থানায় আসেননি। তিনি ইমেল করে খানিকটা সময় চেয়ে নিয়েছেন। আমহার্স্ট স্ট্রিট থানা সূত্রে জানা গিয়েছে, নূপুর শর্মা ইমেল করেছেন এবং চার সপ্তাহ সময় চেয়েছেন। এর আগে কলকাতার নারকেলডাঙা থানার তলবেও একইরকম ইমেল করেন নূপুর।

আরও পড়ুন: ‘ব্রেন হ্যামারেজে মৃত্যু’, আমহাষ্টস্ট্রিট কান্ডে ময়নাতদন্তের রিপোর্ট হাইকোর্টে

শুধু ইমেল করে সময়ই চাননি নূপুর, তিনি প্রাণনাশের আশঙ্কাও প্রকাশ করেছেন।

আরও পড়ুন: ফের নারকেলডাঙা থানায় হাজিরা এড়ালেন বিজেপির সাসপেন্ডেড নেত্রী

আরও পড়ুন: এবার বিজেপির সাসপেন্ডেড নেত্রীর বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

এবার আমহার্স্ট স্ট্রিট থানাতেও তলব এড়ালেন বিজেপির সাসপেন্ডেড নেত্রী

আপডেট : ২৫ জুন ২০২২, শনিবার

পুবের কলম প্রতিবেদক: নবী সা. সম্পর্কে অবমাননাকর মন্তব্য করে বির্তকে জড়িয়েছেন বিজেপি নেত্রী নূপুর শর্মা। সেই ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে আন্দোলন হয়। এমনকী বহু থানাতে সেই বিজেপি নেত্রীর বিরুদ্ধে এফআইআর হয়েছে। কলকাতার নারকেলডাঙা ও আমহার্স্ট স্ট্রিট থানা সেই সুবাদে নূপুরকে তলব করেছিল। তবে পরপর দুই থানার তলব এড়ালেন নূপুর।

প্রসঙ্গত, ২৫ জুন শনিবার থানায় হাজিরা দেওয়ার জন্য নূপুরকে তলব করেছিল আমহার্স্ট স্ট্রিট থানা। কিন্তু এ দিন নূপুর শর্মা থানায় আসেননি। তিনি ইমেল করে খানিকটা সময় চেয়ে নিয়েছেন। আমহার্স্ট স্ট্রিট থানা সূত্রে জানা গিয়েছে, নূপুর শর্মা ইমেল করেছেন এবং চার সপ্তাহ সময় চেয়েছেন। এর আগে কলকাতার নারকেলডাঙা থানার তলবেও একইরকম ইমেল করেন নূপুর।

আরও পড়ুন: ‘ব্রেন হ্যামারেজে মৃত্যু’, আমহাষ্টস্ট্রিট কান্ডে ময়নাতদন্তের রিপোর্ট হাইকোর্টে

শুধু ইমেল করে সময়ই চাননি নূপুর, তিনি প্রাণনাশের আশঙ্কাও প্রকাশ করেছেন।

আরও পড়ুন: ফের নারকেলডাঙা থানায় হাজিরা এড়ালেন বিজেপির সাসপেন্ডেড নেত্রী

আরও পড়ুন: এবার বিজেপির সাসপেন্ডেড নেত্রীর বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি