১১ নভেম্বর ২০২৫, মঙ্গলবার, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

১৯৮৩: লর্ডসে বাজিমাতের ৩৯ বছর, প্রুডেনশিয়াল কাপ জয়ের সেই ছবি ট্যুইট করলেন শচীনও

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২৫ জুন ২০২২, শনিবার
  • / 23

পুবের কলম ওয়েবডেস্কঃ ২৫ জুন, ১৯৮৩ লর্ডসে বাজিমাত  করেছিল কপিলদেবের ভারত। সেইসময় ক্যারিবিয়ান সুপারজায়ান্ট ওয়েস্টইন্ডিজকে পরাজিত করে ক্রিকেটের মক্কা লর্ডসে প্রথমবারের জন্য প্রুডেনশিয়াল কাপ ঘরে তোলে ভারত। কপিলদেব, মাহিন্দর অমরনাথ, রজার বিনি, সুনীল গাভাসকারের টিম ইন্ডিয়া চমকে দিয়েছিল ক্রিকেট বিশ্বকে।

গর্ডন গ্রিনিচ, ভিভ রিচার্ডস, ক্লাইভ লয়েড, ল্যারি গোমস সম্বলিত ব্যাটিং লাইন-আপ যে ‘ এই ভাবে মাটিতে মিশিয়ে দেওয়া যাবে তা বোধহয় স্বপ্নেও ভাবেননি  হরিয়ানা হ্যারিকেন কপিলদেব নিজেও।

 

১৯৭৫   এবং ১৯৭৯ এই প্রুডেনশিয়াল কাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল ভারত।  ফলে ৮৩’তে  কপিলদের আন্ডারডগের তকমাটাও দেননি ক্রিকেটবোদ্ধারাও ৷ চারটি জয়, দু’টি হারের পর গ্রুপ পর্বের গেরো টপকেছিলেন মদনলাল, অমরনাথরা ৷ প্রাথমিক পর্বে কপিলরা হারিয়েছিলেন জিম্বাবোয়ে, ওয়েস্ট ইন্ডিজ এবং অস্ট্রেলিয়াকে ৷  জিম্বাবোয়ের বিরুদ্ধে কপিলদেবের করা সেই ১৭৫ রানের ঝকঝকের ইনিংসের কথা আজও মনে করেন ক্রিকেটপ্রেমীরা।

সেমিফাইনালে পাকিস্তানের দেওয়া ১৮৮  রানের টার্গেট মাত্র২ উইকেটে তুলে দিয়েছিল ক্যারিবিয়ানরা ৷ ফলে ভিভ রিচার্ডস, ক্লাইভ লয়েডরা টানা তৃতীয়বার বিশ্বকাপ জয়ের উদযাপন প্রায় বুঁদ, তখনই খেল দেখাতে শুরু করেছিলেন মহিন্দর অমরনাথ ৷ লালা অমরনাথের সুযোগ্য-পুত্র ৭ ওভারে খরচ করেন মাত্র ১২  রান ৷৩ উইকেট নিয়ে যোগ্য সঙ্গত দিয়েছিলেন মদনলাল ৷

আজ ২৫ জুন সেই ছবি দিয়ে ট্যুইট করেছেন মাস্টারব্লাস্টার শচীন তেন্ডুলকারও। যেখানে  নিজের সেই দিনের কিশোর বেলার ছবিও শেয়ার করেছেন শচীন।

১৯৮৩: লর্ডসে বাজিমাতের ৩৯ বছর, প্রুডেনশিয়াল কাপ জয়ের সেই ছবি ট্যুইট করলেন শচীনও

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

১৯৮৩: লর্ডসে বাজিমাতের ৩৯ বছর, প্রুডেনশিয়াল কাপ জয়ের সেই ছবি ট্যুইট করলেন শচীনও

আপডেট : ২৫ জুন ২০২২, শনিবার

পুবের কলম ওয়েবডেস্কঃ ২৫ জুন, ১৯৮৩ লর্ডসে বাজিমাত  করেছিল কপিলদেবের ভারত। সেইসময় ক্যারিবিয়ান সুপারজায়ান্ট ওয়েস্টইন্ডিজকে পরাজিত করে ক্রিকেটের মক্কা লর্ডসে প্রথমবারের জন্য প্রুডেনশিয়াল কাপ ঘরে তোলে ভারত। কপিলদেব, মাহিন্দর অমরনাথ, রজার বিনি, সুনীল গাভাসকারের টিম ইন্ডিয়া চমকে দিয়েছিল ক্রিকেট বিশ্বকে।

গর্ডন গ্রিনিচ, ভিভ রিচার্ডস, ক্লাইভ লয়েড, ল্যারি গোমস সম্বলিত ব্যাটিং লাইন-আপ যে ‘ এই ভাবে মাটিতে মিশিয়ে দেওয়া যাবে তা বোধহয় স্বপ্নেও ভাবেননি  হরিয়ানা হ্যারিকেন কপিলদেব নিজেও।

 

১৯৭৫   এবং ১৯৭৯ এই প্রুডেনশিয়াল কাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল ভারত।  ফলে ৮৩’তে  কপিলদের আন্ডারডগের তকমাটাও দেননি ক্রিকেটবোদ্ধারাও ৷ চারটি জয়, দু’টি হারের পর গ্রুপ পর্বের গেরো টপকেছিলেন মদনলাল, অমরনাথরা ৷ প্রাথমিক পর্বে কপিলরা হারিয়েছিলেন জিম্বাবোয়ে, ওয়েস্ট ইন্ডিজ এবং অস্ট্রেলিয়াকে ৷  জিম্বাবোয়ের বিরুদ্ধে কপিলদেবের করা সেই ১৭৫ রানের ঝকঝকের ইনিংসের কথা আজও মনে করেন ক্রিকেটপ্রেমীরা।

সেমিফাইনালে পাকিস্তানের দেওয়া ১৮৮  রানের টার্গেট মাত্র২ উইকেটে তুলে দিয়েছিল ক্যারিবিয়ানরা ৷ ফলে ভিভ রিচার্ডস, ক্লাইভ লয়েডরা টানা তৃতীয়বার বিশ্বকাপ জয়ের উদযাপন প্রায় বুঁদ, তখনই খেল দেখাতে শুরু করেছিলেন মহিন্দর অমরনাথ ৷ লালা অমরনাথের সুযোগ্য-পুত্র ৭ ওভারে খরচ করেন মাত্র ১২  রান ৷৩ উইকেট নিয়ে যোগ্য সঙ্গত দিয়েছিলেন মদনলাল ৷

আজ ২৫ জুন সেই ছবি দিয়ে ট্যুইট করেছেন মাস্টারব্লাস্টার শচীন তেন্ডুলকারও। যেখানে  নিজের সেই দিনের কিশোর বেলার ছবিও শেয়ার করেছেন শচীন।

১৯৮৩: লর্ডসে বাজিমাতের ৩৯ বছর, প্রুডেনশিয়াল কাপ জয়ের সেই ছবি ট্যুইট করলেন শচীনও