০১ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মহারাষ্ট্র সংকটঃ আরও ব্যাকফুটে উদ্ধব, সেনা- বিজেপি জোট ঘিরে জল্পনা চরমে মারাঠা মুলুকে

 

 

আরও পড়ুন: মহারাষ্ট্র সংকটঃ ইস্তফা উদ্ধবের, সুপ্রিম নির্দেশ মেনে আজ সকাল ১১ টায় আস্থা ভোট

 

আরও পড়ুন: মহারাষ্ট্র সংকটঃ কুর্সি বড় বালাই, এবার গুয়াহাটি থেকে গোয়ায় শিবসেনার বিদ্রোহী বিধায়করা

পুবের কলম ওয়েবডেস্কঃ মহারাষ্ট্র সংকটে নয়া মোড়। শীর্ষ আদালতের রায়কে সম্বল করেই এবার  শিন্ডের বিদ্রোহী বিধায়করা আস্থা ভোট চেয়ে চিঠি দিতে চলেছেন মহারাষ্ট্র বিধানসভার অধ্যক্ষকে।বিজেপির সঙ্গে হাত মিলিয়েই সরকার গড়ার প্রস্তুতি নিচ্ছের শিন্ডেপন্থী বিধায়করা।

আরও পড়ুন: মহারাষ্ট্র সংকটঃ ৩৮ বিধায়কের সমর্থন প্রত্যাহার, সংখ্যালঘু উদ্ধব সরকার

সূত্রের খবর আগামী পাঁচই জুলাইয়ের মধ্যে গঠন করা হতে সরকার। বিজেপিও আলাদা করে রাজ্যপালের কাছে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। সেক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণকরে ৫ জুলাইয়ের মধ্যে সরকার গড়ার প্রস্তুতি নিচ্ছে শিন্ডে শিবির ও বিজেপি।

একনাথ  শিন্ডে শিবিরের কারা হতে পারেন মন্ত্রী? আপাতত এই জল্পনা ঘুরপাক খাচ্ছে মরাঠা রাজনীতির  অন্দরমহলে। যেটা জানা যাচ্ছে যদি বিজেপিকে  সঙ্গে নিয়ে বিদ্রোহী শিবির সরকার গঠন করে তাহলে শিন্ডে শিবিরের আটজন পূর্ণমন্ত্রী এবং পাঁচ জন রাষ্ট্রমন্ত্রী হতে পারেন।

সব মিলিয়ে বিদ্রোহীদের ১২ থেকে ১৩ কে মন্ত্রী করা হতে পারে। সেই সঙ্গে বিজেপির ২৮ জন বিধায়ক মন্ত্রী হতে পারেন। একনাথ শিবিরের যাদের মন্ত্রী হিসেবে নাম উঠে আসছে তাদের মধ্যে রয়েছেন দাদা ভুসে, গুলাবরাও পাতিল, সন্দোপ্ন ভুমরে, উদয় সামন্ত, শম্ভুরাজ দেশাই, আব্দুল সাত্তার, রাজেন্দ্র পাতিল, বাচ্চু কাডু।

নতুন মুখ হিসেবে উঠে আসতে পারেন দীপক কেসারকর, প্রকাশ আবিদকর, সঞ্জয় রায়মূলক র, এবং সঞ্জয় শিরনাথের নাম।

মুম্বইয়ের পাশাপাশি দিল্লিতেও কি বসছে মহারাষ্ট্রের ভাগ্য নির্ধারণের বৈঠক! মঙ্গলবার দুপুরে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ পৌঁছে গিয়েছেন নয়াদিল্লিতে। সেখানে তিনি বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করতে পারেন বলে সূত্রের খবর।

 

 

সর্বধিক পাঠিত

যোগী রাজ্যে ফের ধর্ষণের শিকার তেরো বছরের বালিকা, তদন্তে পুলিশ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মহারাষ্ট্র সংকটঃ আরও ব্যাকফুটে উদ্ধব, সেনা- বিজেপি জোট ঘিরে জল্পনা চরমে মারাঠা মুলুকে

আপডেট : ২৮ জুন ২০২২, মঙ্গলবার

 

 

আরও পড়ুন: মহারাষ্ট্র সংকটঃ ইস্তফা উদ্ধবের, সুপ্রিম নির্দেশ মেনে আজ সকাল ১১ টায় আস্থা ভোট

 

আরও পড়ুন: মহারাষ্ট্র সংকটঃ কুর্সি বড় বালাই, এবার গুয়াহাটি থেকে গোয়ায় শিবসেনার বিদ্রোহী বিধায়করা

পুবের কলম ওয়েবডেস্কঃ মহারাষ্ট্র সংকটে নয়া মোড়। শীর্ষ আদালতের রায়কে সম্বল করেই এবার  শিন্ডের বিদ্রোহী বিধায়করা আস্থা ভোট চেয়ে চিঠি দিতে চলেছেন মহারাষ্ট্র বিধানসভার অধ্যক্ষকে।বিজেপির সঙ্গে হাত মিলিয়েই সরকার গড়ার প্রস্তুতি নিচ্ছের শিন্ডেপন্থী বিধায়করা।

আরও পড়ুন: মহারাষ্ট্র সংকটঃ ৩৮ বিধায়কের সমর্থন প্রত্যাহার, সংখ্যালঘু উদ্ধব সরকার

সূত্রের খবর আগামী পাঁচই জুলাইয়ের মধ্যে গঠন করা হতে সরকার। বিজেপিও আলাদা করে রাজ্যপালের কাছে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। সেক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণকরে ৫ জুলাইয়ের মধ্যে সরকার গড়ার প্রস্তুতি নিচ্ছে শিন্ডে শিবির ও বিজেপি।

একনাথ  শিন্ডে শিবিরের কারা হতে পারেন মন্ত্রী? আপাতত এই জল্পনা ঘুরপাক খাচ্ছে মরাঠা রাজনীতির  অন্দরমহলে। যেটা জানা যাচ্ছে যদি বিজেপিকে  সঙ্গে নিয়ে বিদ্রোহী শিবির সরকার গঠন করে তাহলে শিন্ডে শিবিরের আটজন পূর্ণমন্ত্রী এবং পাঁচ জন রাষ্ট্রমন্ত্রী হতে পারেন।

সব মিলিয়ে বিদ্রোহীদের ১২ থেকে ১৩ কে মন্ত্রী করা হতে পারে। সেই সঙ্গে বিজেপির ২৮ জন বিধায়ক মন্ত্রী হতে পারেন। একনাথ শিবিরের যাদের মন্ত্রী হিসেবে নাম উঠে আসছে তাদের মধ্যে রয়েছেন দাদা ভুসে, গুলাবরাও পাতিল, সন্দোপ্ন ভুমরে, উদয় সামন্ত, শম্ভুরাজ দেশাই, আব্দুল সাত্তার, রাজেন্দ্র পাতিল, বাচ্চু কাডু।

নতুন মুখ হিসেবে উঠে আসতে পারেন দীপক কেসারকর, প্রকাশ আবিদকর, সঞ্জয় রায়মূলক র, এবং সঞ্জয় শিরনাথের নাম।

মুম্বইয়ের পাশাপাশি দিল্লিতেও কি বসছে মহারাষ্ট্রের ভাগ্য নির্ধারণের বৈঠক! মঙ্গলবার দুপুরে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ পৌঁছে গিয়েছেন নয়াদিল্লিতে। সেখানে তিনি বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করতে পারেন বলে সূত্রের খবর।