১১ নভেম্বর ২০২৫, মঙ্গলবার, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
প্রয়াত বিশ্বকাপ জয়ী হকি তারকা ভারিন্দর সিং
অর্পিতা লাহিড়ী
- আপডেট : ২৮ জুন ২০২২, মঙ্গলবার
- / 58
পুবের কলম প্রতিবেদক চলে গেলেন দেশের হয়ে বিশ্বকাপ এবং অলিম্পিক পদক জয় করা ভারতীয় হকি তারকা ভারিন্দর
সিং (৭৫)। মঙ্গলবার সকালে জলন্ধরে তাঁর মৃত্যু হয়। ১৯৭৫ সালে কুয়ালালামপুরে আয়োজিত হকি বিশ্বকাপে সোনা জয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য ছিলন ভারিন্দর
। প্রতিযোগিতার ফাইনালে চিরপ্রতিদ্বন্দি পাকিস্তানকে ২-১ গোলে হারিয়েছিল ভারত। এ ছাড়াও ১৯৭২ সালে মিউনিখ অলিম্পিকে ব্রোঞ্জ জিতেছিল ভারত। সেই দলেরও সদস্য ছিলেন ভারিন্দর
। পাশাপাশি ১৯৭৩ সালে হকি বিশ্বকাপ, ১৯৭৪ এবং ১৯৭৮ সালের এশিয়ান গেমস, ১৯৭৫ মন্ট্রিয়াল অলিম্পিকেও দেশের প্রতিনিধিত্ব করেন তিনি। দীর্ঘ সময়ে ভারতীয় হকি দলের সাফল্যে অবদান রাখায় ২০০৭ সালে ‘ধ্যানচাঁদ জীবনকৃতি’ সম্মানে ভূষিত করা হয় ভারিন্দর।






























