০২ অগাস্ট ২০২৫, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

মেট্রোর সঙ্গে সংযোগ রেখে শহরে ৫টি অটো রুট চালুর সিদ্ধান্ত পরিবহন দফতরের  

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৮ জুন ২০২২, মঙ্গলবার
  • / 38

পুবের কলম প্রতিবেদক: রাজ্য সরকার যানবাহনের ব্যস্ত রুটগুলির সংযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে উদ্যোগী হয়েছে। আর তাই সরকার কলকাতার মেট্রোস্টেশনের আশেপাশে আরও পাঁচটি অটো রুট চালু করার সিদ্ধান্ত নিয়েছে।

স্টেশনটিতে অতিরিক্তিযাত্রী চলাচলের কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন রুটগুলিতে কমপক্ষে ৪০০টি অটোরিকশা পরিবহনের জন্য নামানো হবে। সব গাড়িগুলিই বৈদ্যুতিক চালিত হবে।

আরও পড়ুন: রবিবার ইউপিএসসির প্রিলি পরীক্ষা, সকাল থেকে কবি সুভাষ-দক্ষিণেশ্বরে চলবে মেট্রো

প্রাথমিকভাবে, উত্তর-দক্ষিণ মেট্রো লাইনে দক্ষিণেশ্বর ও নোয়াপাড়া স্টেশনের আশেপাশে এবং পূর্ব-পশ্চিম লাইনে বেঙ্গল কেমিক্যাল, সেন্ট্রাল পার্ক ও স্বভূমি স্টেশনগুলির চারপাশে এই নয়া পরিষেবা চালু করা হবে।

আরও পড়ুন: মেট্রোর কাজে বন্ধ থাকা সার্ভিস রোড খুলল ভিআইপিতে

উল্লেখ্য, গত শনিবার পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছিলেন সরকার রাস্তায় গাড়ির সংখ্যা কমানোর লক্ষ্যে মেট্রো নেটওয়ার্ক চালুর পরিকল্পনা করছে। পরিবহণ দফতর কয়েক সপ্তাহ আগে মেট্রো স্টেশনগুলির আশেপাশে বাড়তি অটো রুটের চাহিদা এবং সরবরাহ নিয়ে একটি সমীক্ষা চালিয়েছিল।

আরও পড়ুন: আগামী মাসেই হাওড়া থেকে সল্টলেক সরাসরি সরাসরি মেট্রো পরিষেবার সম্ভাবনা

পরিবহন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা সোমবার বলেছিলেন, যাত্রীদের চাহিদা এবং এই স্টেশনের সঙ্গে চারপাশের বড় রুটগুলির সংযোগের অভাব বিবেচনা করে নতুন রুটগুলি তৈরি করা হচ্ছে।

পরিবহণ দফতরের এক আধিকারিক বলেন, ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন এবং আগরপাড়ার একটি ইঞ্জিনিয়ারিং কলেজের মধ্যে যোগাযোগ এখনও যথেষ্ট দুর্বল। এই পরিবহন সমীক্ষার সময়, অফিসাররা দেখেছেন যে নোয়াপাড়া মেট্রো স্টেশনটি ডানলপের কাছে সিঁথি-বারানগর-টোবিন রোড এবং আইএসআই-এর কিছু অংশ থেকে প্রচুর সংখ্যক যাত্রীদের যানবাহনের চাহিদা রয়েছে। স্বভূমি স্টেশন এবং উল্টোডাঙ্গার মধ্যেও একই ধরনের যাত্রী চাহিদা দেখা গেছে। দেখা যায় উইপ্রো এবং সেক্টর ফাইভ মেট্রো স্টেশনের মধ্যে চলাচলকারী যাত্রীদের চাহিদা মেটাতে পর্যাপ্ত অটো নেই।

পরিবহণ দফতর এক সমীক্ষার ভিত্তিতে নয়া রুটে কতগুলি অটো চালু করা হবে তা নির্ধারণ করেছে। ওই কর্মকর্তা আরও জানান, বৈদ্যুতিক যানবাহনের ব্যবহারের উপকারিতা প্রচারের পাশাপাশি নতুন রুটগুলি মেট্রোর যোগাযোগকে আরও সুদৃঢ় করবে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মেট্রোর সঙ্গে সংযোগ রেখে শহরে ৫টি অটো রুট চালুর সিদ্ধান্ত পরিবহন দফতরের  

আপডেট : ২৮ জুন ২০২২, মঙ্গলবার

পুবের কলম প্রতিবেদক: রাজ্য সরকার যানবাহনের ব্যস্ত রুটগুলির সংযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে উদ্যোগী হয়েছে। আর তাই সরকার কলকাতার মেট্রোস্টেশনের আশেপাশে আরও পাঁচটি অটো রুট চালু করার সিদ্ধান্ত নিয়েছে।

স্টেশনটিতে অতিরিক্তিযাত্রী চলাচলের কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন রুটগুলিতে কমপক্ষে ৪০০টি অটোরিকশা পরিবহনের জন্য নামানো হবে। সব গাড়িগুলিই বৈদ্যুতিক চালিত হবে।

আরও পড়ুন: রবিবার ইউপিএসসির প্রিলি পরীক্ষা, সকাল থেকে কবি সুভাষ-দক্ষিণেশ্বরে চলবে মেট্রো

প্রাথমিকভাবে, উত্তর-দক্ষিণ মেট্রো লাইনে দক্ষিণেশ্বর ও নোয়াপাড়া স্টেশনের আশেপাশে এবং পূর্ব-পশ্চিম লাইনে বেঙ্গল কেমিক্যাল, সেন্ট্রাল পার্ক ও স্বভূমি স্টেশনগুলির চারপাশে এই নয়া পরিষেবা চালু করা হবে।

আরও পড়ুন: মেট্রোর কাজে বন্ধ থাকা সার্ভিস রোড খুলল ভিআইপিতে

উল্লেখ্য, গত শনিবার পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছিলেন সরকার রাস্তায় গাড়ির সংখ্যা কমানোর লক্ষ্যে মেট্রো নেটওয়ার্ক চালুর পরিকল্পনা করছে। পরিবহণ দফতর কয়েক সপ্তাহ আগে মেট্রো স্টেশনগুলির আশেপাশে বাড়তি অটো রুটের চাহিদা এবং সরবরাহ নিয়ে একটি সমীক্ষা চালিয়েছিল।

আরও পড়ুন: আগামী মাসেই হাওড়া থেকে সল্টলেক সরাসরি সরাসরি মেট্রো পরিষেবার সম্ভাবনা

পরিবহন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা সোমবার বলেছিলেন, যাত্রীদের চাহিদা এবং এই স্টেশনের সঙ্গে চারপাশের বড় রুটগুলির সংযোগের অভাব বিবেচনা করে নতুন রুটগুলি তৈরি করা হচ্ছে।

পরিবহণ দফতরের এক আধিকারিক বলেন, ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন এবং আগরপাড়ার একটি ইঞ্জিনিয়ারিং কলেজের মধ্যে যোগাযোগ এখনও যথেষ্ট দুর্বল। এই পরিবহন সমীক্ষার সময়, অফিসাররা দেখেছেন যে নোয়াপাড়া মেট্রো স্টেশনটি ডানলপের কাছে সিঁথি-বারানগর-টোবিন রোড এবং আইএসআই-এর কিছু অংশ থেকে প্রচুর সংখ্যক যাত্রীদের যানবাহনের চাহিদা রয়েছে। স্বভূমি স্টেশন এবং উল্টোডাঙ্গার মধ্যেও একই ধরনের যাত্রী চাহিদা দেখা গেছে। দেখা যায় উইপ্রো এবং সেক্টর ফাইভ মেট্রো স্টেশনের মধ্যে চলাচলকারী যাত্রীদের চাহিদা মেটাতে পর্যাপ্ত অটো নেই।

পরিবহণ দফতর এক সমীক্ষার ভিত্তিতে নয়া রুটে কতগুলি অটো চালু করা হবে তা নির্ধারণ করেছে। ওই কর্মকর্তা আরও জানান, বৈদ্যুতিক যানবাহনের ব্যবহারের উপকারিতা প্রচারের পাশাপাশি নতুন রুটগুলি মেট্রোর যোগাযোগকে আরও সুদৃঢ় করবে।