২১ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বিহারে গত ২৪ ঘন্টায় বজ্রাঘাতে মৃত ১৬, ক্ষতিপূরণ ঘোষণা নীতীশ সরকারের

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৯ জুন ২০২২, বুধবার
  • / 52

পুবের কলম, ওয়েবডেস্ক: বিহারে প্রবল বজ্রপাতের ঘটনায় গত ২৪ ঘন্টায় প্রাণহানি কমপক্ষে ১৬ জনের। সরকারি পরিসংখ্যান অনুযায়ী এত তথ্য সামনে এসেছে। তবে বেসরকারি মতে মৃত্যুর সংখ্যা আরও বেশি। মৌসম ভবন বজ্রপাত নিয়ে বিহারে রেড অ্যালার্ট জারি করেছে।

ঘটনায় শোকজ্ঞাপন করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। মৃতদের পরিবার পিছু ৪ লাখ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। সাধারণ মানুষকে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বিপর্যয় মোকাবিলা দফতরের পরামর্শও শোনার জন্য মুখ্যমন্ত্রীর অনুরোধ করেছেন তিনি।

আরও পড়ুন: ‘হুজুর, আমরা বেঁচে আছি’ বিডিওকে স্মারকলিপি দিয়ে আর্তি পাঁচ ‘মৃত’ ভোটারের

তথ্য অনুযায়ী, পূর্ব চম্পারণ জেলায় বজ্রাঘাত প্রাণ কেড়েছে ৪ জনের। পশ্চিম চম্পারণ জেলায় একজন ও আরারিয়া জেলায় একজনের মৃত্যু হয়েছে। বাকা ও মুজফফরপুরেও বজ্রপাতে মৃত্যু দুজনের।

উল্লেখ্য,  গত ২০ জুন, বিহারে একইভাবে বজ্রাঘাত প্রাণ কেড়ে নেয় ১৭ জনের।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিহারে গত ২৪ ঘন্টায় বজ্রাঘাতে মৃত ১৬, ক্ষতিপূরণ ঘোষণা নীতীশ সরকারের

আপডেট : ২৯ জুন ২০২২, বুধবার

পুবের কলম, ওয়েবডেস্ক: বিহারে প্রবল বজ্রপাতের ঘটনায় গত ২৪ ঘন্টায় প্রাণহানি কমপক্ষে ১৬ জনের। সরকারি পরিসংখ্যান অনুযায়ী এত তথ্য সামনে এসেছে। তবে বেসরকারি মতে মৃত্যুর সংখ্যা আরও বেশি। মৌসম ভবন বজ্রপাত নিয়ে বিহারে রেড অ্যালার্ট জারি করেছে।

ঘটনায় শোকজ্ঞাপন করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। মৃতদের পরিবার পিছু ৪ লাখ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। সাধারণ মানুষকে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বিপর্যয় মোকাবিলা দফতরের পরামর্শও শোনার জন্য মুখ্যমন্ত্রীর অনুরোধ করেছেন তিনি।

আরও পড়ুন: ‘হুজুর, আমরা বেঁচে আছি’ বিডিওকে স্মারকলিপি দিয়ে আর্তি পাঁচ ‘মৃত’ ভোটারের

তথ্য অনুযায়ী, পূর্ব চম্পারণ জেলায় বজ্রাঘাত প্রাণ কেড়েছে ৪ জনের। পশ্চিম চম্পারণ জেলায় একজন ও আরারিয়া জেলায় একজনের মৃত্যু হয়েছে। বাকা ও মুজফফরপুরেও বজ্রপাতে মৃত্যু দুজনের।

উল্লেখ্য,  গত ২০ জুন, বিহারে একইভাবে বজ্রাঘাত প্রাণ কেড়ে নেয় ১৭ জনের।