২৭ জুলাই ২০২৫, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

রাষ্ট্রপতি নির্বাচনের আবহেই উপরাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ ঘোষণা কমিশনের

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৯ জুন ২০২২, বুধবার
  • / 41

পুবের কলম, ওয়েবডেস্ক: রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সরগরম রাজ্য-রাজনীতি। সেই আবহেই উপরাষ্ট্রপতি নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করল কমিশন। ভেঙ্কাইয়া নাইডুর উপরাষ্ট্রপতি পদের মেয়াদ শেষ হচ্ছে আগামী ১০ আগস্ট। সেই দিনের কথা মাথায় রেখে বুধবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে এক বিবৃতি দিয়ে উপরাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়। উপরাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৬ আগস্ট। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার ও নির্বাচন কমিশনার অনুপ চন্দ্র পান্ডের বৈঠকে উপরাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এম ভেঙ্কাইয়া নাইডুর উত্তরসূরি নির্বাচনের জন্য ৫ জুলাই নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা হবে। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ১৯ জুলাই। মনোনয়ন ঝাড়াই বাছাই হবে ২০ জুলাই, প্রার্থী প্রত্যাহারের শেষ দিন ২২ জুলাই। ৬ আগস্ট উপরাষ্ট্রপতি নির্বাচন হবে, আর সেইদিনই গণনা হবে।

আরও পড়ুন: পঞ্চায়েত ভোটের আবহে নন্দীগ্রামের আইসি বদল

২০২২ সালের ভারতের ১৬ তম উপরাষ্ট্রপতি নির্বাচিত হবেন। ইলেক্টোরাল কলেজ রাজ্যসভার ২৩৩ জন নির্বাচিত সদস্য, রাজ্যসভার ১২ জন মনোনীত সদস্য এবং লোকসভার ৫৪৩ জন নির্বাচিত সদস্য নিয়ে গঠিত।
উপরাষ্ট্রপতি পদটি একটি গুরুত্বপূর্ণ পদ।

আরও পড়ুন: পঞ্চায়েত নির্বাচনের আবহে বীরভূমে বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার এক

পদাধিকারবলে উপরাষ্ট্রপতি রাজ্যসভার সভাপতি বা চেয়ারম্যান। রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতির মতো উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য একটি নির্বাচকমণ্ডলী গঠন করার কথা সংবিধানে বলা হয়েছে। মূল সংবিধানে লোকসভা ও রাজ্যসভার সদস্যরা যৌথভাবে উপরাষ্ট্রপতির নির্বাচনে ভোট দিতেন কিন্তু সংবিধানের একাদশতম সংবিধানের, সংশোধনী আইন অনুসারে বর্তমানে পার্লামেন্টের উভয় কক্ষের সদস্য পৃথকভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
এবার উপরাষ্ট্রপতি পদে কাকে নিয়ে আসা হয়, সেদিকেই তাকিয়ে সব দল।

আরও পড়ুন: বায়ুমণ্ডলে রহস্যময় শব্দ, অবাক বিজ্ঞানীরা!

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রাষ্ট্রপতি নির্বাচনের আবহেই উপরাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ ঘোষণা কমিশনের

আপডেট : ২৯ জুন ২০২২, বুধবার

পুবের কলম, ওয়েবডেস্ক: রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সরগরম রাজ্য-রাজনীতি। সেই আবহেই উপরাষ্ট্রপতি নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করল কমিশন। ভেঙ্কাইয়া নাইডুর উপরাষ্ট্রপতি পদের মেয়াদ শেষ হচ্ছে আগামী ১০ আগস্ট। সেই দিনের কথা মাথায় রেখে বুধবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে এক বিবৃতি দিয়ে উপরাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়। উপরাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৬ আগস্ট। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার ও নির্বাচন কমিশনার অনুপ চন্দ্র পান্ডের বৈঠকে উপরাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এম ভেঙ্কাইয়া নাইডুর উত্তরসূরি নির্বাচনের জন্য ৫ জুলাই নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা হবে। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ১৯ জুলাই। মনোনয়ন ঝাড়াই বাছাই হবে ২০ জুলাই, প্রার্থী প্রত্যাহারের শেষ দিন ২২ জুলাই। ৬ আগস্ট উপরাষ্ট্রপতি নির্বাচন হবে, আর সেইদিনই গণনা হবে।

আরও পড়ুন: পঞ্চায়েত ভোটের আবহে নন্দীগ্রামের আইসি বদল

২০২২ সালের ভারতের ১৬ তম উপরাষ্ট্রপতি নির্বাচিত হবেন। ইলেক্টোরাল কলেজ রাজ্যসভার ২৩৩ জন নির্বাচিত সদস্য, রাজ্যসভার ১২ জন মনোনীত সদস্য এবং লোকসভার ৫৪৩ জন নির্বাচিত সদস্য নিয়ে গঠিত।
উপরাষ্ট্রপতি পদটি একটি গুরুত্বপূর্ণ পদ।

আরও পড়ুন: পঞ্চায়েত নির্বাচনের আবহে বীরভূমে বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার এক

পদাধিকারবলে উপরাষ্ট্রপতি রাজ্যসভার সভাপতি বা চেয়ারম্যান। রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতির মতো উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য একটি নির্বাচকমণ্ডলী গঠন করার কথা সংবিধানে বলা হয়েছে। মূল সংবিধানে লোকসভা ও রাজ্যসভার সদস্যরা যৌথভাবে উপরাষ্ট্রপতির নির্বাচনে ভোট দিতেন কিন্তু সংবিধানের একাদশতম সংবিধানের, সংশোধনী আইন অনুসারে বর্তমানে পার্লামেন্টের উভয় কক্ষের সদস্য পৃথকভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
এবার উপরাষ্ট্রপতি পদে কাকে নিয়ে আসা হয়, সেদিকেই তাকিয়ে সব দল।

আরও পড়ুন: বায়ুমণ্ডলে রহস্যময় শব্দ, অবাক বিজ্ঞানীরা!