২৯ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

কলকাতা ও বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়: ঈদের সময় পরীক্ষা নিয়ে বিপাকে মুসলিম পড়ুয়ারা

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৩০ জুন ২০২২, বৃহস্পতিবার
  • / 24

পুবের কলম প্রতিবেদক:  ঈদের আগে ও পরের দিন পরীক্ষা নিয়ে বিপাকে মুসলিম ছাত্রছাত্রীরা। উল্লেখ্য,  অনলাইনে পরীক্ষা না অফলাইনে পরীক্ষা এই নিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিতর্ক শুরু হয়েছিল। তবে বহু বিশ্ববিদ্যালয় অনলাইনে পরীক্ষায় সিদ্ধান্ত নিলেও অধিকাংশ বিশ্ববিদ্যালয় স্নাতকের পরীক্ষা অফলাইনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

এদিকে পরীক্ষার দিনক্ষণ নির্ধারিত করা হলেও  মুসলিমদের অন্যতম উৎসব ঈদ- উল- আযহার সময় অর্থাৎ আগে ও পরের দিন পরীক্ষার দিনক্ষণ নির্ধারণে উদাসীনতার অভিযোগ উঠেছে একাধিক বিশ্ববিদ্যায়ের বিরুদ্ধে।

আরও পড়ুন: হিজাব পরেই স্কুলে যাচ্ছে মুসলিম ছাত্রীরা

ঈদের আগে ও পরের দিন পরীক্ষা থাকলেও স্থগিত করেছে কলেজ ও বিশ্ববিদ্যালয়। কলকাতা বিশ্ববিদ্যায়ের স্নাতকে ঈদের আগে ও পরের পরীক্ষার দিনক্ষণ পরিবর্তন করা হয়েছে। কিন্তু স্নাতকোত্তরের একাধিক বিভাগের পরীক্ষা ঈদের আগে ও পরের দিন রয়েছে বলে অভিযোগ তুলেছেন ছাত্রছাত্রীরা। বুধবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের আলিপুর ক্যাম্পাসের স্নাতকোত্তরের এক ছাত্রীর অভিযোগ, স্নাতকোত্তরের রাষ্ট্রবিজ্ঞানের দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা ৮ জুলাই থেকে শুরু হচ্ছে এবং ১৮ জুলাই পর্যন্ত চলবে। কিন্তু ১১ জুলাই অর্থাৎ ঈদের দ্বিতীয় দিন পরীক্ষা রাখা হয়েছে। মুসলিম ছাত্রছাত্রীদের দাবি,  ঈদের আগে ও পরের দিন ছুটি দেওয়া হোক।

আরও পড়ুন: কর্নাটকে মুসলিম ছাত্রীদের তথ্য সংগ্রহ করছে সরকারঃ শিক্ষামন্ত্রী

এই বিষয়ে আলিপুর ক্যাম্পাসের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রধানের কোনও প্রতিক্রিয়া মেলেনি।

আরও পড়ুন: বিবেকানন্দ স্কলারশিপ, এবার আবেদনের সুযোগ পাবে মুসলিম পড়ুয়ারা

তবে উপাচার্য সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে জানালেন,  স্নাতকের পরীক্ষার দিনক্ষণ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ করে। স্নাতকের কোনও পরীক্ষা ঈদের আগে ও পরের দিন রাখা হয়নি। কিন্তু স্নাতকোত্তরের পরীক্ষার দিনক্ষণ ঠিক বিভাগীয় প্রধানরা করেন।

ঈদের আগে অথবা পরের দিন পরীক্ষা যাতে না রাখা হয় অথবা পরীক্ষা থাকলে দিনক্ষণ পরিবর্তন করা হয়,  তার জন্য বিভাগীয় প্রধানদের ছাত্রছাত্রীদের স্বার্থে অনুরোধ জানানো হবে। ওই ছাত্রীর আক্ষেপ, রাষ্ট্রবিজ্ঞানে প্রায় ২০০ এদিকে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে কয়েকটি বিভাগের পরীক্ষা ঈদের আগে ও পরের দিন রাখা হয়েছে।

এই নিয়ে ছাত্রছাত্রীদের তরফে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে।

এই নিয়ে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিবাজী প্রতীম বসু বলেন, ঈদের আগে ও পরের  দিন যাতে পরীক্ষা না রাখা হয় এই নিয়ে একটি লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে। ওই সময় পরীক্ষা স্থগিত করে অন্য দিন নেওয়ার বিষয়ে বিভাগীয় প্রধানদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কলকাতা ও বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়: ঈদের সময় পরীক্ষা নিয়ে বিপাকে মুসলিম পড়ুয়ারা

আপডেট : ৩০ জুন ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম প্রতিবেদক:  ঈদের আগে ও পরের দিন পরীক্ষা নিয়ে বিপাকে মুসলিম ছাত্রছাত্রীরা। উল্লেখ্য,  অনলাইনে পরীক্ষা না অফলাইনে পরীক্ষা এই নিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিতর্ক শুরু হয়েছিল। তবে বহু বিশ্ববিদ্যালয় অনলাইনে পরীক্ষায় সিদ্ধান্ত নিলেও অধিকাংশ বিশ্ববিদ্যালয় স্নাতকের পরীক্ষা অফলাইনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

এদিকে পরীক্ষার দিনক্ষণ নির্ধারিত করা হলেও  মুসলিমদের অন্যতম উৎসব ঈদ- উল- আযহার সময় অর্থাৎ আগে ও পরের দিন পরীক্ষার দিনক্ষণ নির্ধারণে উদাসীনতার অভিযোগ উঠেছে একাধিক বিশ্ববিদ্যায়ের বিরুদ্ধে।

আরও পড়ুন: হিজাব পরেই স্কুলে যাচ্ছে মুসলিম ছাত্রীরা

ঈদের আগে ও পরের দিন পরীক্ষা থাকলেও স্থগিত করেছে কলেজ ও বিশ্ববিদ্যালয়। কলকাতা বিশ্ববিদ্যায়ের স্নাতকে ঈদের আগে ও পরের পরীক্ষার দিনক্ষণ পরিবর্তন করা হয়েছে। কিন্তু স্নাতকোত্তরের একাধিক বিভাগের পরীক্ষা ঈদের আগে ও পরের দিন রয়েছে বলে অভিযোগ তুলেছেন ছাত্রছাত্রীরা। বুধবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের আলিপুর ক্যাম্পাসের স্নাতকোত্তরের এক ছাত্রীর অভিযোগ, স্নাতকোত্তরের রাষ্ট্রবিজ্ঞানের দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা ৮ জুলাই থেকে শুরু হচ্ছে এবং ১৮ জুলাই পর্যন্ত চলবে। কিন্তু ১১ জুলাই অর্থাৎ ঈদের দ্বিতীয় দিন পরীক্ষা রাখা হয়েছে। মুসলিম ছাত্রছাত্রীদের দাবি,  ঈদের আগে ও পরের দিন ছুটি দেওয়া হোক।

আরও পড়ুন: কর্নাটকে মুসলিম ছাত্রীদের তথ্য সংগ্রহ করছে সরকারঃ শিক্ষামন্ত্রী

এই বিষয়ে আলিপুর ক্যাম্পাসের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রধানের কোনও প্রতিক্রিয়া মেলেনি।

আরও পড়ুন: বিবেকানন্দ স্কলারশিপ, এবার আবেদনের সুযোগ পাবে মুসলিম পড়ুয়ারা

তবে উপাচার্য সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে জানালেন,  স্নাতকের পরীক্ষার দিনক্ষণ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ করে। স্নাতকের কোনও পরীক্ষা ঈদের আগে ও পরের দিন রাখা হয়নি। কিন্তু স্নাতকোত্তরের পরীক্ষার দিনক্ষণ ঠিক বিভাগীয় প্রধানরা করেন।

ঈদের আগে অথবা পরের দিন পরীক্ষা যাতে না রাখা হয় অথবা পরীক্ষা থাকলে দিনক্ষণ পরিবর্তন করা হয়,  তার জন্য বিভাগীয় প্রধানদের ছাত্রছাত্রীদের স্বার্থে অনুরোধ জানানো হবে। ওই ছাত্রীর আক্ষেপ, রাষ্ট্রবিজ্ঞানে প্রায় ২০০ এদিকে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে কয়েকটি বিভাগের পরীক্ষা ঈদের আগে ও পরের দিন রাখা হয়েছে।

এই নিয়ে ছাত্রছাত্রীদের তরফে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে।

এই নিয়ে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিবাজী প্রতীম বসু বলেন, ঈদের আগে ও পরের  দিন যাতে পরীক্ষা না রাখা হয় এই নিয়ে একটি লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে। ওই সময় পরীক্ষা স্থগিত করে অন্য দিন নেওয়ার বিষয়ে বিভাগীয় প্রধানদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।