০৫ অক্টোবর ২০২৫, রবিবার, ১৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

লিবিয়ার মরুতে ২০ জনের মৃত্যু

ইমামা খাতুন
  • আপডেট : ৩০ জুন ২০২২, বৃহস্পতিবার
  • / 47

পূবের কলম ওয়েবডেস্কঃ ­ লিবিয়ার মরুভূমি থেকে ২০টি মরদেহ উদ্ধার করা হয়েছে। তৃষ্ণার কারণে তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক অনুমান। মরুভূমির মধ্য দিয়ে ভ্রমণকারী এক ট্রাকচালক মঙ্গলবার মরদেহগুলো দেখতে পান। পরে সেগুলো উদ্ধার করা হয়। মনে করা হচ্ছে, প্রায় ১৪ দিন আগে দলটি মরুভূমিতে মারা গেছে।

 

আরও পড়ুন: সাউথ আফ্রিকার বোক্সবার্গে গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ বিস্ফোরণ, মৃত কমপক্ষে ২০

ঘটনাস্থলটি কুফরা থেকে প্রায় ৩২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং চাদের সীমান্ত থেকে ১২০ কিলোমিটার দূরে অবস্থিত। লিবিয়ার কম জনবহুল এ অঞ্চলে গ্রীষ্মের তাপমাত্রা নিয়মিতই ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে ওঠে। বেশকয়েক বছর ধরেই আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের কিছু অংশে যুদ্ধ ও দারিদ্র্য থেকে পালিয়ে আসা লোকদের অভিবাসনের জন্য গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্ট হিসেবে দেখা দিয়েছে লিবিয়া।

আরও পড়ুন: আফগানিস্তানে মসজিদে হামলায় নিহত ২০, গুরুতর আহত  আরও অনেকে

 

আরও পড়ুন: নৌকাডুবে পাকিস্তানে নিহত ২০

মূলত উন্নত জীবনের আশায় মরুভূমি ও ভূমধ্যসাগর পথ পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছনোর চেষ্টা করেন অভিবাসীরা। কিন্তু সাহারা মরুভূমি-সহ বিপজ্জনক এ রুট পাড়ি দিতে গিয়ে অনেকেই মারা যায়। রাষ্ট্রসংঘের অভিবাসন-বিষয়ক সংস্থার তথ্যানুযায়ী, গতবছর মধ্য ভূমধ্যসাগরীয় পথে অসংখ্য নৌকাডুবি ও জাহাজডুবির ঘটনায় অন্তত দেড় হাজার শরণার্থী মারা গেছে।

 

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

লিবিয়ার মরুতে ২০ জনের মৃত্যু

আপডেট : ৩০ জুন ২০২২, বৃহস্পতিবার

পূবের কলম ওয়েবডেস্কঃ ­ লিবিয়ার মরুভূমি থেকে ২০টি মরদেহ উদ্ধার করা হয়েছে। তৃষ্ণার কারণে তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক অনুমান। মরুভূমির মধ্য দিয়ে ভ্রমণকারী এক ট্রাকচালক মঙ্গলবার মরদেহগুলো দেখতে পান। পরে সেগুলো উদ্ধার করা হয়। মনে করা হচ্ছে, প্রায় ১৪ দিন আগে দলটি মরুভূমিতে মারা গেছে।

 

আরও পড়ুন: সাউথ আফ্রিকার বোক্সবার্গে গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ বিস্ফোরণ, মৃত কমপক্ষে ২০

ঘটনাস্থলটি কুফরা থেকে প্রায় ৩২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং চাদের সীমান্ত থেকে ১২০ কিলোমিটার দূরে অবস্থিত। লিবিয়ার কম জনবহুল এ অঞ্চলে গ্রীষ্মের তাপমাত্রা নিয়মিতই ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে ওঠে। বেশকয়েক বছর ধরেই আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের কিছু অংশে যুদ্ধ ও দারিদ্র্য থেকে পালিয়ে আসা লোকদের অভিবাসনের জন্য গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্ট হিসেবে দেখা দিয়েছে লিবিয়া।

আরও পড়ুন: আফগানিস্তানে মসজিদে হামলায় নিহত ২০, গুরুতর আহত  আরও অনেকে

 

আরও পড়ুন: নৌকাডুবে পাকিস্তানে নিহত ২০

মূলত উন্নত জীবনের আশায় মরুভূমি ও ভূমধ্যসাগর পথ পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছনোর চেষ্টা করেন অভিবাসীরা। কিন্তু সাহারা মরুভূমি-সহ বিপজ্জনক এ রুট পাড়ি দিতে গিয়ে অনেকেই মারা যায়। রাষ্ট্রসংঘের অভিবাসন-বিষয়ক সংস্থার তথ্যানুযায়ী, গতবছর মধ্য ভূমধ্যসাগরীয় পথে অসংখ্য নৌকাডুবি ও জাহাজডুবির ঘটনায় অন্তত দেড় হাজার শরণার্থী মারা গেছে।