২২ অক্টোবর ২০২৫, বুধবার, ৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মণিপুরে ধস নেমে  জওয়ান মৃত্যুর ঘটনায় নিহতের সংখ্যা কমপক্ষে ১৪, নিখোঁজ প্রায় ৫০

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১ জুলাই ২০২২, শুক্রবার
  • / 51

পুবের কলম, ওয়েবডেস্ক:  মণিপুরে ধস নেমে ধসে চাপা পড়ে জওয়ানের মৃত্যুর ঘটনায় ক্রমশই বাড়ছে মৃত্যুর সংখ্যা। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী মৃতের সংখ্যা ১৪।  নিখোঁজ প্রায় ৫০ জন। বুধবার গভীর রাতে মণিপুরের টুপুল রেল স্টেশনের কাছে ব্যাপক ধস নামে।  সেখানের কর্মরত ছিলেন ভারতীয় সেনাবাহিনীর ১০৭ নম্বর ব্যাটালিয়নের টেরিটোরিয়াল আর্মির সদস্যরা। ধসের কারণে আটকে যায় বেশ কয়েকজন।  বেশ কয়েকজনকে উদ্ধার করা হলেও এখন বেশ কয়েকজন আটকে আছে বলেই অনুমান করা হচ্ছে। ডিজি পিপি ডুঞ্জেল এখনও পর্যন্ত ২৩ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ১৪ জন মৃত। উদ্ধার কাজ জারি আছে।

ভূমিধসের কারণে নদীর উপর নির্মিত বাঁধ ভেঙে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। ফলে  প্রশাসনের তরফে ইজেই নদীর ভাটিতে বসবাসকারী  বেসামরিক নাগরিকদের সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: মণিপুরে মৃতের সংখ্যা বেড়ে ৮১, সব রকম সাহায্যের আশ্বাস প্রধানমন্ত্রীর

মণিপুরের মুখ্যমন্ত্রী এন. বীরেন সিং ইতিমধ্যেই  ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সরকারের তরফে মৃতদের জন্য ৫ লক্ষ টাকা এবং আহতদের জন্য ৫০,০০০ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মণিপুরে ধস নেমে  জওয়ান মৃত্যুর ঘটনায় নিহতের সংখ্যা কমপক্ষে ১৪, নিখোঁজ প্রায় ৫০

আপডেট : ১ জুলাই ২০২২, শুক্রবার

পুবের কলম, ওয়েবডেস্ক:  মণিপুরে ধস নেমে ধসে চাপা পড়ে জওয়ানের মৃত্যুর ঘটনায় ক্রমশই বাড়ছে মৃত্যুর সংখ্যা। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী মৃতের সংখ্যা ১৪।  নিখোঁজ প্রায় ৫০ জন। বুধবার গভীর রাতে মণিপুরের টুপুল রেল স্টেশনের কাছে ব্যাপক ধস নামে।  সেখানের কর্মরত ছিলেন ভারতীয় সেনাবাহিনীর ১০৭ নম্বর ব্যাটালিয়নের টেরিটোরিয়াল আর্মির সদস্যরা। ধসের কারণে আটকে যায় বেশ কয়েকজন।  বেশ কয়েকজনকে উদ্ধার করা হলেও এখন বেশ কয়েকজন আটকে আছে বলেই অনুমান করা হচ্ছে। ডিজি পিপি ডুঞ্জেল এখনও পর্যন্ত ২৩ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ১৪ জন মৃত। উদ্ধার কাজ জারি আছে।

ভূমিধসের কারণে নদীর উপর নির্মিত বাঁধ ভেঙে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। ফলে  প্রশাসনের তরফে ইজেই নদীর ভাটিতে বসবাসকারী  বেসামরিক নাগরিকদের সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: মণিপুরে মৃতের সংখ্যা বেড়ে ৮১, সব রকম সাহায্যের আশ্বাস প্রধানমন্ত্রীর

মণিপুরের মুখ্যমন্ত্রী এন. বীরেন সিং ইতিমধ্যেই  ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সরকারের তরফে মৃতদের জন্য ৫ লক্ষ টাকা এবং আহতদের জন্য ৫০,০০০ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে