০১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
BRAKING :
আগামি ১০ জুলাই ঈদ উল আযহা

ইমামা খাতুন
- আপডেট : ১ জুলাই ২০২২, শুক্রবার
- / 73
পুবের কলম প্রতিবেদকঃ মসজিদ-এ নাখোদা মার্কাজি রুয়াতে- এ হেলাল কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে বৃহস্পতিবার জ্বিলহজ মাসের চাঁদ দেখা গিয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে আগামি ১০ জুলাই ঈদ উল আযহা ।
বৃহস্পতিবার মসজিদ-এ নাখোদা মার্কাজি রুয়াতে-এ হেলাল কমিটির কনভেনর নাসের ইব্রাহিম এই বিবৃতিতে একথা জানিয়েছেন। তিনি আরও জানান, বৃহস্পতিবার, বাংলা,বিহার, উড়িশা, ঝাড়খন্ড এবং দিল্লি থেকে চাঁদ দেখার খবর পাওয়া গেছে। ইনশাল্লাহ ১০ জুলাই রবিবার ঈদ উল আযহার নামায অনুষ্ঠিত হবে।
মসজিদ-এ নাখোদা মার্কাজি রুয়াতে-এ হেলাল কমিটির পক্ষ থেকে এদিন আরও জানানো হয়, ১০ জুলাই সকাল ৮.৩০ মিনিটে কলকাতা রেড রোডে ঈদ উল আযহার নামায অনুষ্ঠিত হবে। নামাযে ঈমামতি করবে ইমামে ঈদাইন ক্বারি ফজলুর রহমান।