২৯ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

মর্মান্তিক: দুই বন্ধুর খেলার ছলে মারপিট, প্রাণ গেল এক বন্ধুর

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ৪ জুলাই ২০২২, সোমবার
  • / 28

ওবাইদুল্লা লস্করঃ ডায়মন্ডহারবার ধনবেড়িয়া হাই স্কুলের কলা বিভাগের ছাত্র ছিল মলয় হালদার। আজ সোমবার  দ্বিতীয় পিরিয়ডের পরে মলয়ের সঙ্গে  সায়ন এর মারপিট শুরু হয়। সায়ন মলয়ের কানের নিচে করে একটি ঘুসি  মারে, তখনই অজ্ঞান হয়ে পড়ে যায় মলয়।

এরপরই শিক্ষকেরা ছুটে আসে ক্লাসরুমের মধ্যে, তড়িঘড়ি করে মলয়কে উদ্ধার করে ডায়মন্ড হারবার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। স্কুলের ছাত্র-ছাত্রীদের থেকে জানা যায় মলয় হালদার ও সায়ন চক্রবর্তী দুজনেই ক্লাস ইলেভেনের কলা বিভাগের ছাত্র ছিল। দুজনেরই দর্শনের ক্লাস ছিল সেকেন্ড পিরিয়ডের পর। কিন্তু হঠাৎই খেলার ছলে মারপিট করতে গিয়েই এমন মর্মান্তিক ঘটনায় ইতিমধ্যেই শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবারে।তবে প্রশ্ন উঠছে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে, কিভাবে শিক্ষকদের নজর এড়িয়ে ঘটল এমন দুর্ঘটনা।

আরও পড়ুন: কামারপুকুরে যাত্রীবাহী বাস ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ৪০

আরও পড়ুন: মর্মান্তিক দুর্ঘটনা দিল্লিতে!  বেপরোয়া গতির বলি ২, আহত ৬

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মর্মান্তিক: দুই বন্ধুর খেলার ছলে মারপিট, প্রাণ গেল এক বন্ধুর

আপডেট : ৪ জুলাই ২০২২, সোমবার

ওবাইদুল্লা লস্করঃ ডায়মন্ডহারবার ধনবেড়িয়া হাই স্কুলের কলা বিভাগের ছাত্র ছিল মলয় হালদার। আজ সোমবার  দ্বিতীয় পিরিয়ডের পরে মলয়ের সঙ্গে  সায়ন এর মারপিট শুরু হয়। সায়ন মলয়ের কানের নিচে করে একটি ঘুসি  মারে, তখনই অজ্ঞান হয়ে পড়ে যায় মলয়।

এরপরই শিক্ষকেরা ছুটে আসে ক্লাসরুমের মধ্যে, তড়িঘড়ি করে মলয়কে উদ্ধার করে ডায়মন্ড হারবার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। স্কুলের ছাত্র-ছাত্রীদের থেকে জানা যায় মলয় হালদার ও সায়ন চক্রবর্তী দুজনেই ক্লাস ইলেভেনের কলা বিভাগের ছাত্র ছিল। দুজনেরই দর্শনের ক্লাস ছিল সেকেন্ড পিরিয়ডের পর। কিন্তু হঠাৎই খেলার ছলে মারপিট করতে গিয়েই এমন মর্মান্তিক ঘটনায় ইতিমধ্যেই শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবারে।তবে প্রশ্ন উঠছে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে, কিভাবে শিক্ষকদের নজর এড়িয়ে ঘটল এমন দুর্ঘটনা।

আরও পড়ুন: কামারপুকুরে যাত্রীবাহী বাস ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ৪০

আরও পড়ুন: মর্মান্তিক দুর্ঘটনা দিল্লিতে!  বেপরোয়া গতির বলি ২, আহত ৬