১৪ অগাস্ট ২০২৫, বৃহস্পতিবার, ২৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

উইম্বলডন ২০২২: মিক্সড ডাবলস সেমিফাইনালে সানিয়া মির্জা ও মেট পাভিক জুটি

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৫ জুলাই ২০২২, মঙ্গলবার
  • / 49

পুবের কলম, ওয়েবডেস্ক: উইম্বলডনে মিক্সড ডাবলসের সেমিফাইনালে পৌঁছে গেলেন সানিয়া মির্জা ও মেট পাভিক জুটি। তিনি ও তাঁর ক্রোয়েশিয়ান জুটি মেট প্যাভিচ কোয়ার্টার ফাইনালে উড়িয় দিলেন চতুর্থ বাছাই গ্যাব্রিয়েলা ডাবরোস্কি ও জন পিয়ার্স জুটিকে। খেলার ফল সানিয়াদের পক্ষে ৬–৪, ৩–৬, ৭–৫।

ইতিমধ্যে সানিয়া জানিয়ে দিয়েছেন এটি তার শেষ উইম্বলডন। সম্প্রতি সানিয়া টেনিস দুনিয়া থেকে বিদায় জানাবার কথা ঘোষণা করেন।  মেট পাভিক সপ্তম বাছাই রবার্ট ফারাহ, জেলেনা ওস্তাপেঙ্কো এবং দ্বিতীয় বাছাই নেইল স্কুপসি এবং ডেসিরা ক্রাওসিকের মধ্যকার চূড়ান্ত কোয়ার্টার ফাইনাল ম্যাচের বিজয়ীদের সঙ্গে লড়াই করবেন।

আরও পড়ুন: অস্ট্রেলিয়ান ওপেনে ধারাভাষ্য দেবেন সানিয়া

মহিলাদের ডাবলসে প্রথম রাউন্ডে ছিটকে গেলেও মিক্সড ডাবলসে এই প্রথম উইম্বলডনের শেষ চারে উঠলেন সানিয়া। ম্যাচে দুর্দান্ত সব ফোরহ্যান্ড মেরেছেন সানিয়া। কিন্তু শেষ সেটে ফের ছন্দে দেখা যায় সানিয়া ও তাঁর ক্রোয়েশিয়ান পার্টনারকে। শেষ সেটটা সানিয়ারা জিতে নেন ৭–৫ ব্যবধানে। সানিয়া এবং পাভিক, যারা কোর্ট ৩-এ দর্শকদের ফেভারিট বলে মনে হয়েছিল, তারা এক ঘন্টা ৪১ মিনিটে ডাব্রোস্কি এবং পিয়ার্সকে ৬-৪, ৩-৬, ৭-৫-এ পরাজিত করেছিলেন। ৩য় সেটের চূড়ান্ত খেলায় সানিয়া এবং পাভিচ ডাব্রোস্কির সার্ভ ভেঙে দেন, যার ফলে ১০-পয়েন্টের টাই-ব্রেকার এড়ানো যায়।

আরও পড়ুন: আইপিএলে এবার বড় দায়িত্ব পেলেন সানিয়া মির্জা

উল্লেখ্য, সানিয়া এবং পাভিক তাদের দ্বিতীয় রাউন্ডের প্রতিপক্ষ ইভান ডডিগ এবং লাতিশা চ্যান ওয়াকওভার দেওয়ার পরে কোয়ার্টার ফাইনালে উঠেছিল। বিখ্যাত ভারতীয় টেনিস তারকা, ২০১৫ সালে উইম্বলডন মহিলা ডাবলস শিরোপা জয়ী, মহিলা ডাবলস ইভেন্টের প্রথম রাউন্ডে তার চেক সঙ্গী লুসি হারাডেকার সঙ্গে হেরে যান।

আরও পড়ুন: চোখের জলে ১৮ বছরের গ্র্যান্ডস্লাম কেরিয়ারে ইতি সানিয়া মির্জার

 

 

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

উইম্বলডন ২০২২: মিক্সড ডাবলস সেমিফাইনালে সানিয়া মির্জা ও মেট পাভিক জুটি

আপডেট : ৫ জুলাই ২০২২, মঙ্গলবার

পুবের কলম, ওয়েবডেস্ক: উইম্বলডনে মিক্সড ডাবলসের সেমিফাইনালে পৌঁছে গেলেন সানিয়া মির্জা ও মেট পাভিক জুটি। তিনি ও তাঁর ক্রোয়েশিয়ান জুটি মেট প্যাভিচ কোয়ার্টার ফাইনালে উড়িয় দিলেন চতুর্থ বাছাই গ্যাব্রিয়েলা ডাবরোস্কি ও জন পিয়ার্স জুটিকে। খেলার ফল সানিয়াদের পক্ষে ৬–৪, ৩–৬, ৭–৫।

ইতিমধ্যে সানিয়া জানিয়ে দিয়েছেন এটি তার শেষ উইম্বলডন। সম্প্রতি সানিয়া টেনিস দুনিয়া থেকে বিদায় জানাবার কথা ঘোষণা করেন।  মেট পাভিক সপ্তম বাছাই রবার্ট ফারাহ, জেলেনা ওস্তাপেঙ্কো এবং দ্বিতীয় বাছাই নেইল স্কুপসি এবং ডেসিরা ক্রাওসিকের মধ্যকার চূড়ান্ত কোয়ার্টার ফাইনাল ম্যাচের বিজয়ীদের সঙ্গে লড়াই করবেন।

আরও পড়ুন: অস্ট্রেলিয়ান ওপেনে ধারাভাষ্য দেবেন সানিয়া

মহিলাদের ডাবলসে প্রথম রাউন্ডে ছিটকে গেলেও মিক্সড ডাবলসে এই প্রথম উইম্বলডনের শেষ চারে উঠলেন সানিয়া। ম্যাচে দুর্দান্ত সব ফোরহ্যান্ড মেরেছেন সানিয়া। কিন্তু শেষ সেটে ফের ছন্দে দেখা যায় সানিয়া ও তাঁর ক্রোয়েশিয়ান পার্টনারকে। শেষ সেটটা সানিয়ারা জিতে নেন ৭–৫ ব্যবধানে। সানিয়া এবং পাভিক, যারা কোর্ট ৩-এ দর্শকদের ফেভারিট বলে মনে হয়েছিল, তারা এক ঘন্টা ৪১ মিনিটে ডাব্রোস্কি এবং পিয়ার্সকে ৬-৪, ৩-৬, ৭-৫-এ পরাজিত করেছিলেন। ৩য় সেটের চূড়ান্ত খেলায় সানিয়া এবং পাভিচ ডাব্রোস্কির সার্ভ ভেঙে দেন, যার ফলে ১০-পয়েন্টের টাই-ব্রেকার এড়ানো যায়।

আরও পড়ুন: আইপিএলে এবার বড় দায়িত্ব পেলেন সানিয়া মির্জা

উল্লেখ্য, সানিয়া এবং পাভিক তাদের দ্বিতীয় রাউন্ডের প্রতিপক্ষ ইভান ডডিগ এবং লাতিশা চ্যান ওয়াকওভার দেওয়ার পরে কোয়ার্টার ফাইনালে উঠেছিল। বিখ্যাত ভারতীয় টেনিস তারকা, ২০১৫ সালে উইম্বলডন মহিলা ডাবলস শিরোপা জয়ী, মহিলা ডাবলস ইভেন্টের প্রথম রাউন্ডে তার চেক সঙ্গী লুসি হারাডেকার সঙ্গে হেরে যান।

আরও পড়ুন: চোখের জলে ১৮ বছরের গ্র্যান্ডস্লাম কেরিয়ারে ইতি সানিয়া মির্জার