০৩ অগাস্ট ২০২৫, রবিবার, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

আমি চোরও নই, ডাকাতও নই, ওরা ফলস কারনে ডাকছে:অনুব্রত

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ৫ জুলাই ২০২২, মঙ্গলবার
  • / 113

দেবশ্রী মজুমদার, বোলপুর: ‘আমি চোরও নই, ডাকাতও নই, আমি শিবের ভক্ত। ওরা ফলস কারণে ডাকছে’। মঙ্গলবার বোলপুরে দলীয় কার্যালয়ে ২১ জুলাইয়ের প্রস্তুতি বৈঠকের শেষে এমন কথা বলেন অনুব্রত মণ্ডল। দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে দলীয় কার্যক্রমে তাকে দেখা যাচ্ছিল না। এদিন উপস্থিত থেকে বুঝিয়ে দিলেন, লড়াই থামেনি।

 

আরও পড়ুন: নিরাপত্তা কমল অনুব্রতর, জামিন অযোগ্য ধারায় মামলা

এদিনের বৈঠকে সিউড়ি মহকুমার ব্লক, অঞ্চল স্তরের সমস্ত নেতাকর্মী, বিধায়ক বিকাশ রায় চৌধুরী, মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল, বোলপুর সাংসদ অসিত মাল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:  করোনা পজিটিভ অনুব্রত মন্ডল

বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে অনুব্রত বলেন, ‘দীর্ঘদিন বাদে মন্ত্রীর ডাকে এসেছি। এখনও পুরোপুরি সুস্থ নই। আমি চোরও নই, ডাকাতও নই, আমি শিবের ভক্ত। ওরা ফলস কারণে ডাকছে। যতবার সিবিআই ডাকবে যাব। চব্বিশ সাল পর্যন্ত ওরা এসব করবে।’

আরও পড়ুন: প্রবল ছোটবাইরের ডাক, শৌচাগারের দরজায় আটকে গেলেন কেষ্ট, বিপাকে সিবিআই অফিসাররা

তিনি বলেন, মঙ্গলবার সিউড়ি মহকুমা নিয়ে বৈঠক হল। বুধবার ও বৃহস্পতিবার বোলপুর ও রামপুরহাট মহকুমা নিয়ে বসব। কেতুগ্রাম, আউসগ্রাম মিলে দুশো পঁচিশটি অঞ্চল আছে। প্রতিটি অঞ্চল থেকে দুটো করে বাস ছাড়বে। টার্গেট দুই লক্ষ। সাড়ে চারশো বাস ছাড়বে। বাদ বাকি লোক ট্রেনে যাবে। একুশে জুলাই ১৫-১৬ লক্ষ লোকের জমায়েত হয়। তবে আমি যাব। আটানব্বই সাল থেকে দলটা করছি।

এদিন তিনি বলেন, সোশ্যাল মিডিয়ায় সংগঠন হয় না। “আজ যদি কেষ্ট মণ্ডল বিজেপিতে যায়, তাহলে তো তৃণমূল আরও অ্যাকটিভ হবে। মানুষ বলবে, বেইমানের বাচ্চা বিজেপিতে গেল, দে তৃণমূলকে ভোট দে।“ আমি চাই, সব রাজনৈতিক দল মনোনয়ন পত্র জমা দিক। এখন শরীর ভালো নেই। পুজোর পর ব্লকভিত্তিক সভা হবে। তখন উপস্থিত থাকব।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আমি চোরও নই, ডাকাতও নই, ওরা ফলস কারনে ডাকছে:অনুব্রত

আপডেট : ৫ জুলাই ২০২২, মঙ্গলবার

দেবশ্রী মজুমদার, বোলপুর: ‘আমি চোরও নই, ডাকাতও নই, আমি শিবের ভক্ত। ওরা ফলস কারণে ডাকছে’। মঙ্গলবার বোলপুরে দলীয় কার্যালয়ে ২১ জুলাইয়ের প্রস্তুতি বৈঠকের শেষে এমন কথা বলেন অনুব্রত মণ্ডল। দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে দলীয় কার্যক্রমে তাকে দেখা যাচ্ছিল না। এদিন উপস্থিত থেকে বুঝিয়ে দিলেন, লড়াই থামেনি।

 

আরও পড়ুন: নিরাপত্তা কমল অনুব্রতর, জামিন অযোগ্য ধারায় মামলা

এদিনের বৈঠকে সিউড়ি মহকুমার ব্লক, অঞ্চল স্তরের সমস্ত নেতাকর্মী, বিধায়ক বিকাশ রায় চৌধুরী, মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল, বোলপুর সাংসদ অসিত মাল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:  করোনা পজিটিভ অনুব্রত মন্ডল

বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে অনুব্রত বলেন, ‘দীর্ঘদিন বাদে মন্ত্রীর ডাকে এসেছি। এখনও পুরোপুরি সুস্থ নই। আমি চোরও নই, ডাকাতও নই, আমি শিবের ভক্ত। ওরা ফলস কারণে ডাকছে। যতবার সিবিআই ডাকবে যাব। চব্বিশ সাল পর্যন্ত ওরা এসব করবে।’

আরও পড়ুন: প্রবল ছোটবাইরের ডাক, শৌচাগারের দরজায় আটকে গেলেন কেষ্ট, বিপাকে সিবিআই অফিসাররা

তিনি বলেন, মঙ্গলবার সিউড়ি মহকুমা নিয়ে বৈঠক হল। বুধবার ও বৃহস্পতিবার বোলপুর ও রামপুরহাট মহকুমা নিয়ে বসব। কেতুগ্রাম, আউসগ্রাম মিলে দুশো পঁচিশটি অঞ্চল আছে। প্রতিটি অঞ্চল থেকে দুটো করে বাস ছাড়বে। টার্গেট দুই লক্ষ। সাড়ে চারশো বাস ছাড়বে। বাদ বাকি লোক ট্রেনে যাবে। একুশে জুলাই ১৫-১৬ লক্ষ লোকের জমায়েত হয়। তবে আমি যাব। আটানব্বই সাল থেকে দলটা করছি।

এদিন তিনি বলেন, সোশ্যাল মিডিয়ায় সংগঠন হয় না। “আজ যদি কেষ্ট মণ্ডল বিজেপিতে যায়, তাহলে তো তৃণমূল আরও অ্যাকটিভ হবে। মানুষ বলবে, বেইমানের বাচ্চা বিজেপিতে গেল, দে তৃণমূলকে ভোট দে।“ আমি চাই, সব রাজনৈতিক দল মনোনয়ন পত্র জমা দিক। এখন শরীর ভালো নেই। পুজোর পর ব্লকভিত্তিক সভা হবে। তখন উপস্থিত থাকব।